নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মিরর ডোল, নিজের মনের অশান্তি অন্যের উপর চাপিয়ে দিয়ে ফ্যাসিস্টের মতো আচরণ করবেন না

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৫

ব্লগার মিরর দৌলাকে বলছি।
আপনাকে কিছু কড়া কথা আজ বলবো। ব্লগে বর্তমানে আপনার কোন অবদান নেই। সামুর যে ব্লগপেইজটা আপনি চালান, সেখান থেকে সব পোষ্ট আপনি ড্রাফটে নিয়েছেন। সেটা আপনার ব্যাপার। আমি ঠিক জানি না, আপনি কি কারণে ব্লগে কমেন্ট করে করে অহেতুক অশান্তি আনতে চাচ্ছেন। অনেকের সাথে বেয়াদবের মতো কথা বলেছেন। এটা আর করবেন না।

আপনার বেয়াদবির পিছনে যে মোটিভই থাকুক, আমার তাতে কোন আগ্রহ নেই। আপনি সিধা পথে চলার চেষ্টা করুন। সিধা পথ খোদা পছন্দ করেন। এঁর যদি সিধা পথ কি তা না জানা থাকে, আমার কাছ থেকে ফ্রি কাউন্সেলিং নিতে পারেন।

আপনাকে মনে রাখতে হবে, ভিন্ন মতকে যারা সম্মান করে না, তারা ফ্যাসিস্ট।

গেট ওয়েল সুন।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৮

নতুন বলেছেন: B:-) কি হইলো ভাই।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খামাখাই আমার সাথে গুঁতোগুঁতি লাগিয়েছে।

ব্লগের বাচ্চা - কাচ্চাদের নিয়ে অস্থির আছি!!! :)

তাই, সাবধান করে দিলাম যাতে সিধা পথে চলে।

ধন্যবাদ।।

২| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৫

নতুন বলেছেন: ভাই মিরর বুদ্ধিমতী হয়তো আপনার কোন কথায় ভুল বুঝেছে। তবে আপনার কোন কথায় রিয়েক্ট করেছে সেটা দেখিনাই। তাহলে হয় তো বুঝতে পারতাম কি ঘটনা। :D

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভেজালি ধরণের কাণ্ড ঘটাচ্ছে।

তার কমেন্টগুলা ফলো করে দেখুন। :)

আমি তার মন্তব্য মুছে দেই। বাচ্চা মেয়ের বেয়াদবি আর কাহাতক সহ্য করা যায়!!! :)

ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাই, আমার নানু বলতেন, বাচ্চাদের সব সময়ে ঝাড়ির উপর রাখতে হবে।

ধানমণ্ডি বয়েজে ক্লাস সিক্সে আমাদের এক স্যার ছিলেন। তিনি ক্লাস রুমে ঢুকেই দুই পাশে বেত ঘুরিয়ে ক্লাসের সবাইকে বাড়ি লাগাতেন। এমনকি ক্লাসের ফার্স্ট বয়ও তাঁর বাড়ি থেকে বাঁচতো না!!! :)

তিনি বলতেন, শয়তান তাড়াচ্ছেন!!!! হা, হা, হা!!!!

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী হলো আবার। কমেন্ট মুছলে আমরা বুঝবো কেমনে। মিরর ভুল না শুদ্ধ?

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কমেন্ট জোগাড় করে দিতে পারি।

বেত হাতে আছে তো, আপু? :)

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





তবে, চিন্তা করবেন না।

আমি বেত হাতে নিয়েছি।

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: আমি ভেবে অবাক হই, কেন মানুষ এমন করে? ভাল না লাগলে এড়িয়ে যাওয়া যায়। এমন কেহ কাউকে বিশ্রী কমেন্ট করলে আগ্রহ হারিয়ে যায় সে ব্লগারের। কি দরকার? অতীত দেখেও কি এরা শিখে না। কত আইলো গেল, সেই সামু তো রয়েই গেল! নিজকে না হারিয়ে নিজের কথা নিজে লিখলেই তো চলে।

অনলাইনে এমন অনেকে পাই, যারা সভ্য কমেন্ট করতেই পারে না।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এইসব মানুষগুলোর রুচি নিয়ে কথা বলতে আমার বাঁধে।

ধন্যবাদ নিরন্তর।

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৯

পুরানমানব বলেছেন: খেলা মনে হইতাছে জমবে। আপনি পারবেন তো দাদা ? তাহার আগে আপনার অবদানের লিস্টি খানা প্রকাশ করিয়া ফেলুন। যেভাবে বেত লইয়া নামিয়াছেন ব্লগে, ইহা ভালো কিছু বহিয়া আনিবে না। না জানি শেষ বেত্রাঘাত খানা আপনার পশ্চাতেই পরে কিনা কে ই বা জানে, কারণ আপনার ব্লগ পোস্টের থাকিয়া তাহার মন্তব্য অনেক রুচিশীল। শুভ কামনা।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি তাকে গেট ওয়েল সুন বলেছি।

খারাপ কিছু কোথায় বললাম!!!

সেই না বরং আমাকে আগ বাড়িয়ে বললো, আমি বিয়ের আগে প্রস্টিটুটদের সাথে রাত কাটিয়েছি। কথাটা আমার একটি গল্প থেকে চালিয়ে দিয়েছে।

এটা মিথ্যা কথা। আমি কখনোই কোন বেশ্যার সাথে রাত কাঁটাই নাই।

তবে, কিছু ক্ষেত্রে তাদের সাথে এক ঘরে গিয়েছি, আমার রিসার্সের স্বার্থে। এখন ম্যেগুলো এবং তাদের দালালদের সাথে আমার যোগাযোগ আছে।

আর, যারা আমার কাছ থেকে ধার নিয়ে যোগাযোগ পর্যন্ত রাখেনি, তাদের হয়ে যদি কথা বলতে চায়, তাহলেও আসুক না!!!

এক হাত হয়ে যাক!!! :)







৬| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৪

ধূসর সন্ধ্যা বলেছেন: ব্লগার মিররডোল, আপনার নামে ঠিক কী বলেছেন? স্ক্রিনশট যুক্ত করুন। নয়তো পোস্ট সরিয়ে নিন।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই।

সে একটা অভদ্র।



৭| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৪

ধূসর সন্ধ্যা বলেছেন: মিরর অভদ্র?
এই ব্লগে তাকে কখনওই অভদ্র ভাষা ব্যবহার করতে দেখি নি। তবে আপনাকে দেখেছি।
তাকে মিথ্যা বলতেও দেখি নি। আপনি কোন প্রমান দেখান নি। আপনার কাছে কোন প্রমান নেই। পোস্ট রিপোর্ট করলাম।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সে একটা অভদ্র, ফ্যসিস্ট ধরণের অভদ্র।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আর, আমি ফ্যাসিস্টদের জন্যে কিছুটা অভদ্র।

এই ধরণের মানুষদের আমি চেঞ্জ করতে আগ্রহী ফিল করি না।

৮| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩০

লুধুয়া বলেছেন: আপনি প্রথমে নিজের তা ঠিক করেন। কাল যে ভাষায় আপনি বলেছিলেন সবাই তা দেখেছে। এরপর যখন দেখলেন ধরা পড়ে গেছেন পোস্ট প্লাস কমেন্ট ডিলিট করে দিলেন। আর চাঁদ গাজীর পোস্ট এ গিয়ে লিখলেন আপনার এক “বন্ধু” গালি গুলো/রিপ্লাই দিচ্ছিল।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হ্যালো, লুঙ্গি ধুয়া বুয়া? কেমন আছো?

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




তোমরাই শুরু করেছিলে।

আমি পরে হাতে বেত নিয়েছিলাম মাত্র!!!! :)

৯| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৬

পুরানমানব বলেছেন: এক হাত হয়ে যাক!!! :)
আপনি মন্তব্য ডিলিট করিয়া আগেই তো আপনার হাত খানা হারায়েছেন। আর দিবেন কিভাবে?

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জী,আপনি আমাকে বেত মারতে চাইতেছিলেন তো! সেই জন্যে শব্দটা ব্যবহার করতে চাইছিলাম। পরে মনে একটু দয়ার উদ্রেক হলো। :) আমি দুঃখিত এর জন্যে।

যা হোক, আমি মিররের অপেক্ষায় আছি।

উঁনি নিশ্চয় এতক্ষণে আমার উনার পোস্ট বা কমেন্ট সাজিয়েছেন।

১০| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৭

লুধুয়া বলেছেন: এটা কে বেট নেওয়া বলেনা। জাস্ট সময় আসলে আসল রূপ বেরিয়ে পরা বলে।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেখো লুঙ্গি ধুয়া বুয়া,

তোমরা যখন খুচালেই, উচিৎ ছিলো, নিজেদের পোস্টে বা অন্তত তোমাদের গুরুর পোস্টে গিয়ে সাহিত্য কপচানো।

মিরর এই কাজটা আগে থেকে করছিলো তার গুরুর পোস্টগুলোতে। তোমাকে সে এটা শেখায় নাই!!!!

দেখো দিকি কাণ্ড!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.