নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এন,সি,পি-কে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে

০২ রা মে, ২০২৫ সকাল ৯:৩৪

আমি যত দূর জেনেছি, ৭০-এর দশকে আওয়ামী লীগের সাথে জাসদের তুমুল মতানৈক্য হয়। পরবর্তীতে, ক্ষমতা হাতে পেয়েই, আওয়ামী লীগ জাসদ নির্মুলে লেগে যায়। কয়েক হাজার জাসদ সদস্যকে হত্যা করে। জাসদের বিরুদ্ধে আওয়ামী কর্মীরা এতোটাই ঘৃণা ছড়ায় যে, বাংলাদেশের মানুষ জাসদের উপর আওয়ামী অত্যাচারকে মেনে নেয়। বেঁচে থাকতে, জাসদের অবশিষ্ট কর্মীরা বিভিন্ন দলে ছড়িয়ে গিয়ে আশ্রয় নেন। জাতীয় নাগরিক পার্টকেও কি সেই পরিণতি ভোগ করতে হবে?

আওয়ামী লীগ যদি পূনর্বাসিত হয়, এনসিপি-কেও সেই পরিণত ভোগ করতে হবে। এটা মনে রাখতে হবে যে, আওয়ামী লীগ এখন পরিবারতান্ত্রিক দল। দল টিকিয়ে রাখতে যাদেরকে প্রয়োজন, তাদেরকে ভারতের ছত্রছায়ায় নিয়ে যাওয়া হয়েছে। আর, যাদেরকে তেমন একটা প্রয়োজন নেই এবং যাদের 'ইউজ' করা শেষ, তাদের ময়লা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। এইসব আওয়মী লীগার জেলে বসে ধুঁকছেন। আর, পরিবারতান্ত্রিক মূল আওয়ামী লীগ অপেক্ষায়, কবে আবার ক্ষমতায় ফিরে আসবে।

আওয়ামী লীগ খুব ভয়ংকর প্রতিশোধ-পরায়ণ একটি দল। আন্তজার্তিক মুরুব্বীদের দ্বারা নিয়ন্ত্রিত দলটিকে এখনো টিকিয়ে রেখেছে এর তৃনমূল পর্যায়ের কর্মীরা। এখনো তারা এই দলের নামে পাগল, শেখ মুজিবুর রহমান সাহেবকে তারা অবতারের মতো মনে করেন। বাংলাদেশের ব্যবসায়িক ও আমলাদের মাঝে রয়েছে অসংখ্য সাপোর্টার। চাবাগানগুলোতে রয়েছে অন্ধ সমর্থকগোষ্ঠী। এমনকি, ইসলামী চরমপন্থীদের মাঝেও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মানুষ রয়েছে। এরা আমাদের দেশকে অচল করে দিতে পারে।

এই অবস্থায়, জাতীয় নাগরিক পার্টকে জনমত আওয়ামী লীগের পক্ষে যাওয়ার আগেই সরকারের উপর চাপ সৃষ্টি করে দলটিকে নিষিদ্ধ করতেই হবে। ভবিষ্যতে নিজেদের জীবন বাঁচাতে জাসদের মতো অন্য দলগুলোতে মিলিয়ে গিয়ে নিশ্চিহ্ন হওয়ার চাইতে, এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নাহলে, নিকট ভবিষ্যতে আমাদের দেশের সোনালী প্রজন্মের জীবন বিপন্ন হতে পারে।


মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৫ সকাল ১০:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কোনোদিন রাজনীতি করেছেন ? আম্লিক-বিএনপির ভোটার শিশু জন্মের পরেই তৈরি হয়। আম্লিক এতবার চেয়েছে বিএনপি ছাড়া ভোট করতে, ভোটার আনতে পেরেছে ? আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই পারে যে কোনো ভাবে কিন্তু তাদের সাপোর্টারদের মন থেকে কিভাবে নিষিদ্ধ করবেন?

এনসিপি একটা শহুরে দল হয়ে উঠছে ক্রমেই। আম্লিকের যে গুলো সুবিধাভোগী কেবল তারাই যোগ দিচ্ছে বা দিবে এনসিপিতে। নিজেদের দল হিসাবে পারফরম্যান্স দেখাতে হবে। ছাত্র আন্দোলনে নানা মতের, দলের ছাত্র ছিলো। এখন তেমন টা নেই। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ কে শুদ্ধ করে নিজেদের দলে টানবেন। দেখা যাক কতটুকু পারেন।

এনসিপিকে নিজের মনোভাব, দর্শন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কেবল হবে না।

০২ রা মে, ২০২৫ সকাল ১০:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





আমি রাজনীতি করেছি।

আওয়ামী লীগ নিষিদ্ধ হলে, এক/দুই প্রজন্ম পরে সাপোর্টারদের মন থেকে অত্যাচারী দলটি মুছে যাবে।

জিয়াউর রহমান সাহেব অতীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ভুল করেছিলেন। আওয়ামী লীগ পরে পূনর্বাসিত হয়েছিলো।

২| ০২ রা মে, ২০২৫ সকাল ১১:০০

সৈয়দ কুতুব বলেছেন: জিয়াউর রহমান আওয়ামী লীগ কে নিষিদ্ধ কেন করবেন ? আওয়ামী লীগ কি ৭২-৭৫ সালে ২০০৯-২০২৪ এর মতো অপরাধ করেছিলো? জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠিতা ! জিয়াউর রহমানের হাত ধরে যদি জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কেন নয় ?

নিষিদ্ধ করলে প্রথমে জামায়াত কে নিষিদ্ধ করতে হবে। এরপর আওয়ামী লীগ ! এতে বিষয়টা ব্যালেন্স হবে।

০২ রা মে, ২০২৫ সকাল ১১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এটা ব্যালেন্সের বিষয় নয়।

আওয়ামী লীগের ছত্রছায়ায় সেই ৭২-৭৫ সময়েও অপরাধী আর দূর্নিতিবাজরা চেগিয়ে উঠেছিলো।

এতে দেশ তলাহীন ঝুড়িতে পরিণত হতে পারতো। কিন্তু, দেশপ্রেমিক কর্মঠ মানুষদের জন্যে তা হয় নাই।

৩| ০২ রা মে, ২০২৫ সকাল ১১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এন,সি,পি-কে তো টিকে থাকতেই হবে
যখন তখন হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারবে, দামি দামি গাড়ি নিয়ে সেনাপ্রহরায় চলাফেরা করা অব্যাহত। বিশ্ববিদ্যালয় দখল করে শিবিরের একক আখড়া বানাতে পারে,
জামাতি চ্যালা তথা কথিত তৌহিদি জনতা নারীকে অপমান মারপিট বাড়ীতে ঢুকে ডাকাতি করলেও কেউ কিছু বলতে পারে না। মুর্তি তো সব ভাংলোই, এপর শত শত মাজার ধ্বংশ। জামাতের চ্যালারা নামসর্বশ্ব রাজনৈতিক দল বানিয়ে শতশত গাড়ি নিয়ে শোডাউন দিতে পারে, কাওয়ালী শিল্পিরা চলে যাওয়ার পরও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছয় মাস ১০ টি রুম দখল করে দীর্ঘদিন থাকা; কেউ কিছু বলবে না। কোটি টাকা বিল বকেয়া রেখে বিল বকেয়া রেখেই, সচিবালয়ে রুমদখল আখড়া বানিয়ে পোস্টিং বানিজ্য করতে পারে, ৪০০কোটি টাকার টেন্ডার বানিজ্য করতে পারে, একদল পাইকপেয়াদা নিয়ে একাই ভর্তিপরিক্ষা দিতে পারে। কেউ টু শব্দ করবে না।
বছরকে বছর কোটা বিরোধিতার কথা বলে এখন ১০০% নিজেদের কোটা। পছন্দের শত শত লোকদের ক ওয়াসায় চাকরি দিতে পারে, ইন্টারভিউ ছাড়াই পরীক্ষা ছাড়াই।
এরা সংস্কারের নামে সীমান্তকে আরাকান আর্মি এবং আরসা হাতে ছেড়ে দিয়েছে। আর এরা জঙ্গিদের তো প্রথম দিনেই ছেড়েছে। এরপর দেশের সব চোর বাটপার গুন্ডা বদমাইশ টাকা পাচারকারী সহ সবাইকে ছেড়ে দিয়ে দেশকে নরকে পরিণত করতে চায়।
দেশ নরককে পরিণত হলে জঙ্গিবাদের চাষাবাদ তথা 'সংস্কার' ভালোমতো করা যায়।

লেভেল প্লেয়িং ফিল্ড তো দুরের কথা।
সেনাবাহিনীর পাহারায় থেকেও নির্বাচনে আওয়ামী লীগের নামমাত্র উপস্থিতিও টোকাই দলগুলোর জন্য বিপদজনক।
প্রকৃত নির্বাচনে টুকাই দলদের যে কি অবস্থা হবে এখনই বোঝা যাচ্ছে।
শুধু লীগ নয়, মিত্র দল বিএনপিকেও তাদের ভয়। তাই তারেককে আসতে দিচ্ছে না ৯ মাস হয়ে যাচ্ছে।

০২ রা মে, ২০২৫ দুপুর ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশের মানুষ আওয়ামী লীগকে দুইবার ক্ষমতায় বসিয়ে দেখেছে, দলটির সদস্যরা ক্ষমতালোলুপ।

একবার ক্ষমতায় বসলে আর নামতে চায় না।

অবৈধ টাকার সাথে সাথে ক্ষমতাও কুক্ষিগত করেছে অবৈধ ভাবে।

৪| ০২ রা মে, ২০২৫ সকাল ১১:৫৭

কলাবাগান১ বলেছেন: একবার যে ঝামাতি/হিজবুতি, সে সারা জীবন ই ঝামাতি/হিজবুতি। মাঝে অবস্হা বেগতিক দেখে দল ছাড়ার ভান করে ....নিজেকে মহান দেখানোর জন্য , দান খয়রাত করে আবার বড় গলায় ব্লগে এসে সেটা প্রচার করে

০২ রা মে, ২০২৫ দুপুর ২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি গে, এটা ব্লগের সবাই জানে। :)

৫| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু এনসিপি না, আওয়ামী লীগ এমনই প্রতিশোধপরায়ন দল যে, আবার আসলে বিএনপি-কেও নিশ্চিহ্ন করে ফেলবে। এবার ছাত্ররা কোন মূল্যায়ন না পেলে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের জন্য প্রাণ দিতে চাইবে না। যে বিএনপি আওয়ামী লীগকে আবারও রাজনীতি করতে দিতে চাইছে, তারা ১ টার্মের বেশী ক্ষমতায় থাকতেই পারবেনা আওয়ামী আন্দোলনের ঠেলায়...

০২ রা মে, ২০২৫ দুপুর ২:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। সাফ কথা।

ধন্যবাদ।

৬| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:২৯

আদিত্য ০১ বলেছেন: ঝি, জনাব, এনছিপি ডাক দিলেই কোটি কোটি মানুস সমাবেশে আসে। এনছিপি হইলো দেশের ১৭ কোটি মানুসের মধ্যে ১৮ কোটি মানুসের দল, তারা যা চাইবে তাই হবে। এক জন তার বাবাকে দিয়ে ঠিকাদারি নেওয়াবে, আরেক জন ১৫০ গাড়ি কিনবে, আবার ১৭ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে গত ৮ মাসে নাই করে দিবে। বিসিবি থেকে ১২৮ কোটি টাকা নাই করে দিবে। দেশের কোন উন্নতি বা** টা করেছে। ওইদিকে আবার কোরিডোর দিয়ে চট্টগ্রামকে দিয়েই দিবে, ১ লাখ রোহিঙ্গা না দিয়ে, উলটা এনে দিয়েছে। ৮ মাসে দেশের হো*** মারতে মারতে সেই আগুনে ঘী, পেট্রোল, অক্টেন যা আছে সব ঢালতেছে, আর আপনারা চেলা মুন্ডারা কিছু পাইয়া ব্লগ লিখে বলতেছেন গরিবের ঝোক ইউনুসকে ফারাউ রাজার মত মমি করে হলেও আরও ২০ বছর ক্ষমতায় থেকে পাকিদের মত কইবেন এই দেশের মানুস চাইনা মাটি মাটি চাই।

আওয়ামীলীগ দুর্নীতি করলেও পদ্মা সেতু, মেট্রোরেলের মত হাজার হাজার খানেক উন্নতি করে গেছে যেইগুলা চাইটা এইসব ব্লগ প্রসব করেন। আওয়ামীলীগ নিষিদ্ধ করবেন, করেন, সেইটা আইয়ুবও করছিলো, তাতে আওয়ামীলীগের কি হইছে।

৮ মাসের আপনার সরকার কি উন্নতি করেছে, করার মধ্যে দেশের হু*** মেরে আটি বাধতেছে, দেশের মানুসের চুষে খাচ্ছে

০২ রা মে, ২০২৫ দুপুর ২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আওয়ামী লীগের যে কয়েকজনকে দেখেছি, জেনেছি, শুনেছি, তাদের বেশির ভাগই শুধু দূর্নীতিবাজ না, দখলবাজ, ক্ষমতালিপ্সু, অত্যাচারী।

৭| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৩০

আদিত্য ০১ বলেছেন: সার্ভিস, কালা পাডা, শফির কাছ থেকে তাইলে ভালোই পাচ্ছেন, এনছিপির পক্ষে বস্তা পচা দুর্ঘন্ধ ব্লগিং বা মার্কেটিং করে। ভালোই চালিয়ে যান। আপনাকে ব্লগিং উপদেষ্ট করবে

০২ রা মে, ২০২৫ দুপুর ২:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি মিথ্যা বলে থাকলে তো, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মিথ্যা!

সবাইই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে।

দেশে এসে দেখে যান।

৮| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৪

আদিত্য ০১ বলেছেন:



এনছিপি হইলো পাকি গুয়েন্দা দ্বারা বানানো রাষ্ট্রযন্ত্র দখল করার এক পাকিদের ছায়া দল। বরং দিন যতই যাবে ততই কি হয় দেখবেন। এই নিষিদ্ধ এই এনছিপির ওপর আসবে, অপেক্ষা করেন।

০২ রা মে, ২০২৫ দুপুর ২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




না, তাঁরা বাংলাদেশি।

৯| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৯

আদিত্য ০১ বলেছেন: পাকিদের চাটার স্বভাব আপনাদের মজ্জায়, এনছিপিকে ভোটে, কি করতে পারে, বা*** ছিড়ে আটি বাধবে। জামানত একটারও থাকবে না। ৯ মাস কি করছে, কোন বা***টা ছিড়ছে, এইছে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে। আহারে সোনারা, কাইল দল গঠন করে আইজকেই তোমারা নিজেদের মধ্যে মারামারি কর। আবার আইছোও আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে, সমাবেশ করলে, কর্মীর চাইতে নেতা বেশি থাকে মঞ্চে। আহা সোনাগো, তোমরা শফী আর পাকিদের পা চেটে আর দেশের হু**** মেরে আগুন ধরাই দেও, দেশের মানুস না খেয়ে মরুক

০২ রা মে, ২০২৫ দুপুর ২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশের মানুষ আওয়ামী লীগের সময়ে না খেয়ে থেকেছে।

আমার নিজের চোখে দেখা।

১০| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৪২

আদিত্য ০১ বলেছেন: নোবেল ধুইয়া ধুইয়া শফির সোনার ছেলেরা আর ২৪-এর লাল বাহিনীরা ২৪ ঘন্টা পানি খাক, তাতে যদি তাদের ভাত না খেতে হয়। আমাদের ভাত মাছ খেতে হয়, সেই ভাত মাছের জন্য আমরা ঘাম জড়িয়ে সৎভাবে পরিশ্রম করে উপার্জন করি। এই সব তিন শূণ্যে কল্প কাহিনী গরীবের জোকের মুখে শুনে আমাদের গ্রামের হত দরিদ্র মানুসের জিবন মান পরিবর্তন হয় নি, বরং তাদের রক্ত চুষে খেয়ে এই মানি লোক আম্রিকায় হিলারি ইলেকশনে টাকা ঢালে, পদ্মা সেতু না হওয়ার জন্য ভেটু দেয়, বিশ্বব্যাঙ্কে লবিং করে মিথ্যা দোষারোপ করে। পদ্মাসেতু দিয়ে জীবন মান পরিবর্তনে সারাদেশে কতটা ফেলছে তা হিসাবে সামান্য হলেও, দক্ষিন বঙ্গের মানুসগুলো যে কতটা উপকৃত হইছে, তা দক্ষিন বঙ্গের মানুসগুলো জানে। এই নোবেল দিয়ে পদ্মাসেতুর পিলারও করতে পারতো না। এই নোবেল কি চিবিয়ে খাবে এই গরীব নাখাবুঙ্গা মানুসগুলা। উনি নাকি আন্তর্জাতিক খেলোয়াড়, এই জন্য উলটা ১ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকাইয়া তাকে ভালো করে খেলে দিছে জান্তা সরকার। যা করে গেছে শেখের বেটি করে গেছে। আগামী ২০ বছরেও পদ্মাসেতু মেট্রোরেল এর মত অনেক কিছুই হবে না

স্লোগান এখন উল্টা হবে দেইখেন

আমি কে তুমি কে আওয়ামীলীগের দালাল,
আমি কে তুমি আওয়ামীলীগের দোসর,

এই স্লোগান গণ মানুসের হব একদিন

এই কমেন্টটা এক ভাইয়ের ব্লগে কমেন্ট করছিলাম, এখানেও করলাম,

এনছিপির কুকর্মের জন্য এমন কমেন্ট এখন করা যাচ্ছে। কি হয় দেখবেন

০২ রা মে, ২০২৫ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





আমি তো লিখেছিই, আওয়ামী লীগের পরিবারতান্ত্রিক বর্তমান রাজনীতিবীদরা আপনাদের মতো মানুষদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।

যাদের দরকার নেই তাদের জেলে পচিয়ে মারছে।

১১| ০২ রা মে, ২০২৫ দুপুর ২:৩৪

মেঠোপথ২৩ বলেছেন: Click This Link

আল জাজিরার নতুন ভিডিও এসেছে। দেখা যাক সামনে কি হয়।

০২ রা মে, ২০২৫ দুপুর ২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।

শেষের অংশটুকু প্রশ্ন দিয়ে শেষ করেছে।

একটু ফ্রি হয়ে পুরোটুকু দেখবো।

১২| ০২ রা মে, ২০২৫ বিকাল ৩:১২

আদিত্য ০১ বলেছেন: শুনেন আপনার এই ইউনুস গংদের পা চাটা পোস্ট পড়ে একটাই মনে হয়েছে আপনি পেইড পোস্ট করেছেন। যাইহোল তা আপনি করতেই পারেন

এখন আসল কথায় আসি, আমি মানছি আওয়ামীলীগ দুর্নীতি করেছে, কিন্তু

১৯৭৫ এর পর কোন সরকার দেশের উন্নতি করেছে। আপনি দেখান, পারবেন, পারবেন না। ৯ মাস ধরে যার পা চাটতেছেন সে কি করেছে আপনি একটা ভালো কাজ দেখান, সবতো শেখের বেটির করে দেওয়া জিনিস নিয়ে বাহাদুরি করতেছেন আপনারা।

পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেশ ওয়ে, হাজারটা রাস্তা, মডেল মসজিদ, এমন অনেক অনেক অবকাঠামো উন্নয়ন করেছে। এইটা শেখের বেটির সাহসে করে করেছে নইলে, এই বাংলার মানুসকে কোন সরকার ১০০ বছরেও করে দেখাইতে পারবে না। এইটা ওপেন চ্যালেঞ্জ। ৯ মাসে তা পরিষ্কার। আপনারা নিষিদ্ধ খেলা খেলেন। এই নিষিদ্ধ খেলা আপনাদের ওপরে পড়বে, সময়ে অপেক্ষা। যাইহোক সেই কথা আপাতত থাক।

আপনি কোন দিকে দিয়ে যুক্তি দেখাবেন দেখান। ৯ মাসে আপনার ইউনুস গং কি করেছে। দেখান। একটা ভালো কাজ দেখান, কইলো ১ লাখ রোহিঙ্গা পাঠাবে, উলটা জান্তা সরকার ১ লাখ পাঠায় দিছে, প্রতিদিন হাজার পাঠাইছে, এর মধ্যে আবার করিডোর দিয়ে চট্টগ্রাম মায়ানমারের রাজ্বত্য কায়েমের পথ করে দিচ্ছেন। আপনারা পারেন।

আওয়ামীলীগ ১৬ বছর যা করেছে সেই কারনে অন্তত এই দেশের মানুস একজনও না খেয়ে ছিলো না। আপনার কত বড় মিথ্যাবাদি। গ্রামে আসেন দেইখা যান আমার গ্রামে আসেন, এইখানে একটা গরীব লোকও না খেয়ে থাকে না। বরং এরা গত ১৬ বছরে এরা যা খাইছে তা মধ্যবিত্তরাও খায় না। আপনার মিথ্যাচার তর্ক বরং ২ টাকার পেইড মার্কেটিংএর মত।

আপনি যদি বলেন যে আপনি এনছিপির সমর্থক, তবে আপনার এই পোস্ট এনছিপির বা ইউনুস গংদের পেইড মার্কেটিং হিসেবে গন্য করবো।

এখন একটা কথা বলি, আপনি ইতিহাস পইড়েন, বুঝলেন

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৭৫ দশমিক ৫৯ শতাংশ। বিএনপি ৪০ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগ ৪০ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পেয়ে মাত্র ৬২টি আসন পায়। তাইলে এই ৪০ পার্ছেন্ট কই থেকে আসলো নাকি এরা সব ঝীন। আপনাদের মতে জীনই হইতে পারে। আপনার মতে দেশের ১০০ পার্ছেন্টের নাগরিক যদি আওয়ামীলীগকে না চায় তাইলে এই ৪০ পার্চেন্ট কি হাওয়া থেইকা আসছে

ইতিহাস পড়েন নাকি, শুধু ইউনুস গংদের পা চাটেন। শুনের ক্ষমতা নিয়ে এত বাহাদুরি ভালো না। বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়া ও তারেককেই নেতৃত্ব হিসেবে মানে, ঠিক তেমন আওয়ামীলীগের সকল নেতা, সমর্থক ও কর্মীরা এক শেখ হাসিনাতেই আস্থা রেখেছে রাখবে সবসময়। আপনাদের হাও কাও আপনারাই গিলে খান। সার্ভিসের মত কেউটে আর ২ টাকার মাল সব দলে ছিলো, আছে থাকবে , এরা ২টাকার পতিতাদের মত। যেখানে টাকা পায় সেখানে যায়, তাতে দলে কিচ্ছু ছিড়ে না। আওয়ামীলীগ থেকে বহুত বা** পাকনা বের হইছে, কাদের সিদ্দিকি, সোহেল তাজ এদের এখন ডাস্টবিনে যায়গা হইয়েছে।

১৩| ০২ রা মে, ২০২৫ বিকাল ৩:১৬

আদিত্য ০১ বলেছেন: ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৭৫ দশমিক ৫৯ শতাংশ। বিএনপি ৪০ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগ ৪০ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পেয়ে মাত্র ৬২টি আসন পায়। তাইলে এই ৪০ পার্ছেন্ট কই থেকে আসলো নাকি এরা সব ঝীন। আপনাদের মতে জীনই হইতে পারে। আপনার মতে দেশের ১০০ পার্ছেন্টের নাগরিক যদি আওয়ামীলীগকে না চায় তাইলে এই ৪০ পার্চেন্ট কি হাওয়া থেইকা আসছে


মাথায় একটু গিলু রাইখেন তাইলেই হবে, আওয়ামীলীগ নিয়ে এত জিকির তুলেন, এইগুলা কোন ভিত্তিতে তুলেন, ক্য়দিন বিএনপি নিয়ে তুললেন, আওয়ামীলীগ বিএনপি কি আপনাদের দেওয়া সবকিছু মাইনা চলতে হবে।

আপনারা ইউনুসরে মমি কইরে ফারাউ রাজাদের মত আরও দেশ শাসন করতে চান এইটা মুখে খুলে বলেন।

১৪| ০২ রা মে, ২০২৫ বিকাল ৩:২৯

আদিত্য ০১ বলেছেন: আমি মিথ্যা বলে থাকলে তো, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মিথ্যা!

সবাইই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে।

দেশে এসে দেখে যান।

আমাকে কি ভাবছেন সোনাগাজী। হা হা হা। আপনারা সবসময় ভুতে থাকেন। আপনাদের দলে আরেকজন কইছে আমি নাকি হিন্দু। আদিত্য অর্থ সূর্ঝ, এইটুকু না বুঝে কয় হিন্দু, আমি মুসলিম আর আমি পাচ ওয়াক্ত নামাজ পড়।
ধর্ম ব্যবসায়ী আর নাস্তিক দুইটা আমাদের জন্য ভয়ঙ্কর ও ধ্বংসকারি।

শুনের আমি বয়সে আপনার চাইতে ছোট, আমার বয়স এখন ৩০ পড়ছে। সো কাকে কি বুঝান। আপনারা ধরেই নিছেন সব তরুন আপনাদের সেই ইউনুস গংএর সাথে আছে। হা হা তা হইলে এনছিপির ডাকে সমাবেশে এখন কর্মী সমর্থকের তুলনায় নেতাই বেশি থাকে মঞ্চে কেন? আমি মফস্বল শহরে থাকি, আমাকে কইতেছেন যে সবাই নাকি আওয়ামীলীগের বিরুদ্ধে বলতেছে। ভাই আপনি রাত দিন কি মালের ওপরে থাকেন গঞ্জিকা বেশি খাইলে দেইখে নিজের নামও ভুলে যেতে পারেন। আপনি মফস্বল শহর আর গ্রামে ঘুরেন আর গরীব খেটে খাওয়া মানুসের কাছে যাইয়েন কয়জন এনছিপি আর সুদারো গরীবের ঝোক ইউনুসরে চিনে বা জানে। ভোটে দাড়ালে এনছিপি নেতারা ইউনুস জামানত হারাবে। এইটা চেলেঞ্জ করতে পারি।

আমার ওপরের কমেন্ট পড়েন আর ইতিহাস পড়েন। আওয়ামীলীগের সমর্থক আছে কেমন আপনি না মানলেও নিরপেক্ষভাবে ভোট করতে দেন আর আওয়ামীলীগের সব নেতা কর্মী সমর্থকদের ওপর জুলুম কইরেন না, দেখেন কি হয়।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৭৫ দশমিক ৫৯ শতাংশ। বিএনপি ৪০ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগ ৪০ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পেয়ে মাত্র ৬২টি আসন পায়। তাইলে এই ৪০ পার্ছেন্ট কই থেকে আসলো নাকি এরা সব ঝীন। আপনাদের মতে জীনই হইতে পারে। আপনার মতে দেশের ১০০ পার্ছেন্টের নাগরিক যদি আওয়ামীলীগকে না চায় তাইলে এই ৪০ পার্চেন্ট কি হাওয়া থেইকা আসছে

যাইহোক, আপনি আপতত এনছিপিরে আর আন্তর্জাতিক ইউনুস্কের নুবেল লইয়া ২৪ ঘন্টা ধুইয়া পানি খান, তাতে যদি পেইট মার্কেটিং কাজ দেয়। কিন্তু তাতে কোন কাজেই দেয় না, এনছিপির ডাকে সমাবেশে এখন কর্মী সমর্থকের তুলনায় নেতাই বেশি থাকে মঞ্চে

১৫| ০২ রা মে, ২০২৫ বিকাল ৩:৩১

আদিত্য ০১ বলেছেন:
আমি তো লিখেছিই, আওয়ামী লীগের পরিবারতান্ত্রিক বর্তমান রাজনীতিবীদরা আপনাদের মতো মানুষদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।

যাদের দরকার নেই তাদের জেলে পচিয়ে মারছে।



আর আপনাকে ২টাকার পেইড মার্কেটিং করার জন্য হায়ার করেছে, কিন্তু সময় হলে আপনাকে ২টাকার দামও দিবে না যেমন করে রাতের বেলা কলগার্লদের সাথে

১৬| ০২ রা মে, ২০২৫ বিকাল ৩:৩৮

আদিত্য ০১ বলেছেন: এই ৯ মাসে ইউনুস গংরা যেই কুকর্ম করেছে তার হিসাবে বাইরে, এরা আর ২ বছরে থাকলে আপনাকে কল গার্লের মত দামও দিবে না, তখন বন্ধুক নল ধইরা কইবে এই এক টাকাও দিমু না, প্রতিদিন আমাদের মার্কেটিং করবি।

শেয়ার বাজার থেকে ১৭ হাজার কোটি টাকা গায়েব এই কয় মাসে। উপদেস্টার বাপে ঠিকাদারি করে, কেউ জমি দখল করে। কেউ দামি গাড়ি কিনে, কেউ উপহার নেয়। এইগুলার লিস্ট দিয়ে শেষ করা যাবে না। এই ৯ মাসে কি করেছে আপনি দেখান। কুকর্ম ছাড়া আর কি করছে

০৩ রা মে, ২০২৫ রাত ১২:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার উপরের সবগুলো কমেন্ট পড়লাম।

আমার মনে হলো আপনি হীনমন্নতায় ভুগছেন। সেই সাথে অপরাধবোধ ও ভয় কাজ করছে আপনার মনে।

সেইজন্যেই, এতো কথা লিখেছেন।

আর, ব্লগার চাগাজী যে আপনি নন, তা আপনার গদ্য লেখা দেখেই বুঝা যায়। উনি খুব শর্ট করে খোচা দেন। আর, আপনি অখাদ্য লিখেছেন।

১৭| ০২ রা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

কাঁউটাল বলেছেন: কারো কারো কমেন্ট থেকে ভক ভক করে বস্তাপঁচা আউয়ামী দুর্গন্ধ বেরোচ্ছে।

০৩ রা মে, ২০২৫ রাত ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এতো দিনের অভ্যাস কেউ ছাড়তে পারে না।

১৮| ০২ রা মে, ২০২৫ রাত ৮:২৫

কলাবাগান১ বলেছেন: আপনার ইজ্জত কবে হরন করেছিলাম মনে নাই....আপনি মনে রেখেছেন, তাতেই হবে

০৩ রা মে, ২০২৫ রাত ১২:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:






আমি আপনার মতো গে নই।

সেটা ব্লগার মিডো জানেন। :)

১৯| ০২ রা মে, ২০২৫ রাত ৯:২০

মেঠোপথ২৩ বলেছেন: আজকে এনসিপির জনসমাবেশ দেখলাম। এনসিপিকে নিয়ে এত প্রপাগান্ডা মিথ্যাচারের মধ্যেও নাহিদ, হাসনাত সহ সকল নেতা নেত্রীদের সাহস, দৃঢ়তা ও দেশপ্রেম দেখে স্তম্ভিত হয়ে গেছি। এই দেশ আর কখনই পেছনে ফিরে যাবে না। কখনই না

০৩ রা মে, ২০২৫ রাত ১২:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এনসিপি নেতারা দেশের সোনালী প্রজন্ম, এটা মনে রাখতে হবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.