নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফুনফুনিয়া - এক অদ্ভুত রাজ্যের গল্প

১১ ই মে, ২০২৫ দুপুর ২:৫০

নাম ছিল তাঁর রাজা ফুনফুন। রাজ্য—ফুনফুনিয়া। ছোট্ট, সুন্দর এক রাজ্য, যেখানে আকাশটা নীল আর মেঘগুলো মিষ্টি তুলোর মতো। কিন্তু একটা নিয়ম ছিল কড়াকড়ি—"অন্যায় করলে, পিঠে পড়বে চাবুক!"

রাজা ফুনফুন খুবই ব্যতিক্রমী রাজা ছিলেন। তিনি রাজপ্রাসাদে বসে শুধু হুকুম-ফরমান করতেন না—নিজে ঘোড়ায় চড়ে রাজ্যের অলিগলি ঘুরে বেড়াতেন। তার ঘোড়ার নাম ছিল টগবগি, আর হাতে থাকত একখানা ঝকঝকে রুপার চাবুক।

ঘোড়ায় চড়ে রাজা ফুনফুন,
চোখে তাঁর থাকে রোদচশমা ধুন।
চাবুক হাতে দেন তিনি হাঁক,
"অন্যায় করলেই পড়বে ঠাক!"

ঠকবে না কেউ, ভুলবে না নিয়ম,
সত্য আর ন্যায়ে রাজ্যে বুনন।
ফুনফুনিয়ার নাম যে ভারী,
ভয়ে কাঁপে সব চোর-চামারী!

একদিন সকালে রাজা ফুনফুন ঘোড়ায় চড়ে শহরের দিকে যাচ্ছেন, হঠাৎ এক দোকানি এক বুড়োকে ঠকিয়ে কম ওজনের চাল দিয়ে দিল।

রাজা ফুনফুন চুপিচুপি সব দেখলেন। তারপর টগবগিতে চড়ে এসে বললেন,
— "এই যে ভাই, চালে চুরি? রাজার দেশে অন্যায় চলবে না!"

বলেই রাজা ফুনফুন হালকা করে এক চাবুক লাগালেন দোকানির পিঠে।
দোকানি কাঁদতে কাঁদতে বলল,
— "ক্ষমা করুন রাজামশাই, আর কখনো ঠকাবো না!"

রাজা হেসে বললেন,
— "ভালো হয়ে যাও, নইলে চাবুক আছে আমার সাথেই!"

সেই থেকে রাজ্যে কেউ অন্যায় করলে বলে,
— "চাবুক আসছে, সাবধান! রাজা ফুনফুন কিন্তু সব দেখেন!"

তখন থেকেই ফুনফুনিয়াতে কেউ ঠকায় না, মিথ্যে বলে না, কারণ সবার মনে একটা ভয়—রাজা ফুনফুন আর তার চাবুক!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৫ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

ধন্যবাদ আপনাকে।

১১ ই মে, ২০২৫ বিকাল ৩:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ফুনফুনিয়া রাজ্যে চলে যেতে চাই।

একটা ব্যবস্থা করে নিতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১১ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৫

ইয়া আমিন বলেছেন: রাজা ফুনফুন শুধু গল্পের চরিত্র নয়, তিনি হলেন ন্যায়ের প্রতীক—যেখানে অন্যায়ের জন্য থাকে চাবুক, আর সততার জন্য ভালোবাসা!

১১ ই মে, ২০২৫ রাত ৮:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




চাবুকের বাড়ি যাদের প্রয়োজন, তাদের চাবুক মারতে হবে। আর, যাদের ভালোবাসা দিতে হবে, তাদের ভালোবাসা দেওয়া প্রয়োজন।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১১ ই মে, ২০২৫ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: :|| সত্যিই এই ফুনফুনিয়া আছে নাকি গল্প!!!!!!!!!


সত্যি হোক আর মিথ্যা হোক ফানি ফানি গল্প!!

আগা মাথা নেই ......

১১ ই মে, ২০২৫ রাত ৯:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মাথা থেকে কীসব গল্প যে বের হয়!!!!

আরেকটা গল্প লিখেছি যেখানে - এক বাংলাদেশি তরুণ কিভাবে লেডি বাইকার সুপার গার্লের সাহায্য নিয়ে মাত্র ৩ মিনিটে লালমাটিয়া থেকে মতিঝিলে ইন্টার্ভিউ দিতে উপস্থিত হয়!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.