![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
রাজা ফুনফুন অনেক কষ্ট করে বড় হয়েছেন। কখনো অন্যায়ের সাথে আপস করেননি। তাই, অন্যায় দেখলে তাঁর মাথায় রক্ত চড়ে যায়, অনেক সময়ে ইচ্ছা না থাকলেও অন্যায় দেখলেই চাবুক হাঁকান তিনি।
রাজা হওয়ার আগে কুনকুন নামের একটি দেশে একাধিক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি যে রাজনৈতিক দলের সাথেই গিয়েছেন, তারা তাঁকে বের করে দিয়েছে। কারণ, তিনি সেইসব রাজনৈতিক দলের কোন না কোন দূর্নীতি ধরে ফেলতেন। এরপরে চিল্লাচিল্লি লাগাতেন।
এটা পছন্দ না হওয়ায় কুনকুন রাজ্যের সব রাজনৈতিক দল তাঁকে নিষিদ্ধ করে। আর, ওদিকে সুযোগ বুঝে, কুনকুনের প্রতিদ্বন্দ্বী রাজ্য ফুনফুনের প্রজারা তাঁকে নিজেদের রাজা বানিয়ে ফেলে।
রাজা ফুনফুন একদিন ঠিক করলেন, নিজের ছেলেকে রাজনৈতিক শিক্ষা দিবেন।
রাজা ফুনফুন আজ খুব গম্ভীর। প্রাসাদের ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন।
তাঁর ছেলে—ছোট রাজকুমার ফুনু—এগিয়ে এসে জিজ্ঞাসা করল:
— "আব্বু, তুমি রাজা কিভাবে হলে? তুমি তো আগে রাজনীতি করতে!"
রাজা ফুনফুন একটু হাসলেন। তারপর বললেন,
— "শোন ফুনু, আমি রাজনীতি করতাম ঠিকই, কিন্তু… সমস্যা ছিলো আমার ‘চোখ’ আর ‘মুখ’।”
— "মানে?" — অবাক হয়ে জিজ্ঞাসা করল ফুনু।
— "মানে, আমি অন্যায় দেখলেই ধরে ফেলতাম—আর ধরে ফেললেই চিৎকার করে বলতাম -
"ওই দেখো! ওই নেতা টেন্ডার খাচ্ছে!"
"এই যে, উনি ভোটের নামে ভাঁড়ামো করছেন!"
আর ঠিক এই কারণেই…
এক দল বললো: “ফুনফুন, তুমি খুঁতখুঁত করো, তুমি বিপদ!”
আরেক দল বললো: “তুমি তো আমাদের নেতার দুর্নীতি ফাঁস করে দিলে! বাহির হয়ে যাও।”
কুনকুন দেশের সব রাজনৈতিক দল মিলে তাঁকে “সর্বদলীয় নিষিদ্ধ ব্যক্তি” ঘোষণা করলো।
রাজা ফুনফুন বললেন তাঁর ছেলেকে:
"দেখো ফুনু, রাজনীতি মানে একদলকে ডাঁশা আম মনে করে আরেক দলকে পাকা আম ভাবা না।"
"রাজনীতি যদি করতেই চাও, সব দলকে একসাথে সমর্থন করো—কারণ সবার মধ্যেই কিছু ভালো আছে, কিছু গন্ধও আছে!"
ফুনু তখন বলল:
— "তাহলে আমি কি ‘সবদলীয় প্রেমিক’ হবো, আব্বু?"
রাজা হেসে উঠে বললেন:
— "তা হলে কিন্তু তোমাকে আমার মতি সবাই বের করে দেবে!"
ছেলে বলে - " আমি কাউকে ডরাই না, আব্বু!"
সেদিনের পর থেকে ফুনফুনিয়ায় সকলের জন্যে রাজনৈতিক শিক্ষার পাঠ শুরু হয়:
“একচোখা সমর্থন নয়, সত্য-ভিত্তিক সমালোচনাই দেশপ্রেম!”
সবার মুখেমুখে আজ রাজা ফুনফুনের প্রিয় উক্তি:
"আমি কোন নির্দিষ্ট দল করি না, আমি ন্যায়ের পক্ষে থাকি!"
১২ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজা ফুনফুন থেকে অনেক কিছু শেখার আছে।
শুভেচ্ছা নিরন্তর, লিটন ভাই।
২| ১২ ই মে, ২০২৫ বিকাল ৩:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ দুপুর ১২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার গল্প বেশ মজা পেলাম দাদা