![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
মানব জাতি
- সত্যেন্দ্র নাথ দত্ত
============
জগত জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি।
এক পৃথিবীর- স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।
দোসর খুঁজি ও বাসর বাঁধি গো
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
কালো আর ধলো, বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙ্গা।
বাহিরের ছোপ, আঁচড়ে সে লোপ
ভিতরের রঙ পলকে ফোটে,
বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধুলায় লোটে।
====
ঈষৎ সংক্ষেপিত
============
©somewhere in net ltd.