নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্ব ভ্রমণের প্ল্যান

২৫ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩২

আমি প্রায়ই অদ্ভুত সব আইডিয়া নিয়ে কাজ করি। কখনো নিজের জন্যে, আবার কখনোবা অন্যদের জন্যে। একজন আইডিয়াবাজ হিসেবে মনে করি, আইডিয়া খোদা থেকে আসে। যেহেতু, তা আমি ফ্রি-তে পাই, ফ্রি-তে বিলিয়ে দিতে আপত্তি নেই।


গত সপ্তাহে হঠাৎ সকালে ঘুম থেকে উঠে মনে হলো, আমার জমানো টাকা দিয়ে এরকম একটা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করলে কেমন হয়? আমি যদি 'একজন বাংলাদেশি হিসেবে সবচেয়ে কম সময়ে বেশি দেশ ঘোরার রেকর্ড' করতে পারি, তাহলে, বেশ হবে! ৮০ দিনে বিশ্বভ্রমণ বইটি ছোটকালে মনে বেশ আঁচড় কেটেছিল। তারই প্রভাব হবে, হয়তো!

এর আগে, প্লেনে করে মাত্র ২৯ ঘণ্টা ৫৫ মিনিট ৬ সেকেন্ডে পুরো বিশ্ব প্রদক্ষিণ করেছিলেন ডেনমার্কের Sander Vikaune Tomassen. আর, রোয়িং, কায়াকিং, হাইকিং আর সাইক্লিং করে পুরো বিশ্ব ভ্রমণ করেছিলেন Erden Eruç, তাঁর লেগেছিল ৫ বছর ১১ দিন ১২ ঘণ্টা ২২ মিনিট।

ব্যাপারটা বেশ সময় সাপেক্ষ, অনেক অর্থের প্রয়োজন। হিসাব করে দেখলাম, প্রায় ৩০ লক্ষ টাকা লেগে যাবে। জমানো টাকা দিয়ে এরকম একটি কাজ করে ফেলা উচিৎ হবে কি না তা নিয়ে অনেক গুরুজনের সাথে মত বিনিময় করে যাচ্ছি। সবাই আমাকে পাগল ঠাউরাচ্ছেন! ইতিমধ্যে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশয়াল ওয়েবসাইটে একটা একাউন্ট করে ফেলেছি। আর, চ্যাট জিপিটি একটা প্ল্যান করে দিয়েছে।

সামু থেকে একজন সঙ্গী পেলে সাহস করে ফেলবো। কেউ যেতে হলে, তাঁর সাথে পুরো প্ল্যান শেয়ার করবো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৫

শায়মা বলেছেন: কেউ যাবে না তোমার সাথে ভাইয়ু!!!!!!!


বৃথা আশা!!!!


হি হি :)

২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সব আশায় গুড়ে বালি!!!

পুরো পোস্টটাই বৃথা হয়ে গেলো!!!

তোমার লেখার কত দূর এগুলো?

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার অদ্ভুত সুন্দর আজকের এই সৃজনশীল এই আইডিয়া উপর জনাব উমর খৈয়াম কাউন্টার কি জানতে পারলে খুব ভাল লাগতো! আপনাদের বোঝা পড়া বেশ‌ ভাল।

২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনার সাথে বোঝা পড়া??!!!

নাকি, বোঝা পোড়া????!!!!! অথবা, বেগুন পোড়া?!!!!

তবে, আইডিয়া আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লেগেছে। আপনি উনার সাথে ভালো ফাইট দিচ্ছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: এক ফোটাও লিখিনি...... টাইমও নাই ........ :(

২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ঠিক আছে। টেইক ইউর টাইম, প্লিজ।

ইংক ডট কম - এর লিংক দিলাম। ওদের মাথায়ও আইডিয়া গিজ গিজ করে।

এই যে লিংক - https://www.inc.com

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১০:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জমানো টাকা থাকলেও আপাতত মহাব্যস্ত। অনেক কাজ পড়ে আছে। আপনি গিয়ে অভিজ্ঞতা অর্জন করে আসুন, তারপর আপনার ফিডব্যাক নিয়ে যাওয়ার ইচ্ছে হলেও হতে পারে। শুভ কামনা থাকছে। ধন্যবাদ।

৫| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে যাবো।

৬| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৮

নতুন নকিব বলেছেন:



ভ্রমন সবসময়ই একটি কঠিন কাজ। আপনার ভ্রমনের ইচ্ছেকে স্বাগত জানাই। আগাম শুভকামনা জানিয়ে রাখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.