![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনি চাইবেন আপনাকে যেন কোন দূর্ঘটনা জাগিয়ে না তুলুক। আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস থেকে বের হবেন, আপনি চাইবেন আগামীকাল যেন ঠিক সময়ে নিরাপদে নিজ অফিসে হাজিরা দিতে পারেন। আপনার ঘুমুতে যাওয়ার পরে এবং অফিস থেকে বেরুবার পরের সময়টাতে আমাদের সুরক্ষা দিয়ে রাখার দায়িত্ব কার? নিশ্চয় কোন সুপারম্যান বা ওয়ান্ডারগার্লের নয়! বরং, এই দায়িত্ব রাষ্ট্রের এবং নগরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর।
আমরা নিজেদের নিরাপত্তা দিতে পুলিশ, র্যাব, ডিবি, সিআইডিকে দায়িত্ব দিয়েছিলাম। দেশের সীমান্ত রক্ষা করতো বিডিআর। আর, দেশকে নিরাপত্তায় সদা প্রস্তুত থাকতো সামরিকবাহিনী।.........'করতো' 'থাকতো'???!!!.........হ্যাঁ, ঠিক পড়েছেন। আমি সুচিন্তিত ভাবে এই শব্দগুলো ব্যবহার করেছি। এসব এখন অতীতের ঘটনা! কারণ? বলছি!
আমরা অন্তর্কলহে অনেক আগেই দেশের সামরিক বাহিনীর বীর সেনানীদের পিলখানায় হত্যা করেছি। সেই থেকে যাত্রা শুরু! এরপরে, দেশের সীমান্ত রক্ষায় সদা প্রস্তুত বাহিনীর মনোবল দূর্বল করতে তাঁদেরকে আমাদের মাতৃভূমিকে 'ডিফেন্স' করার দায়িত্ব থেকে 'গার্ড'-এ অবনমন করে 'শাস্তি' দিয়ে সদা প্রস্তুত থেকে সদা 'আতংকিত' অবস্থায় ছেড়ে দিয়েছি।
এবারে আসি, র্যাবের কথায়। আমেরিকার সাহায্যে এই বাহিনীকে 'কালো তালিকায়' নিয়ে এই বাহিনীর মনোবল এখন তলানিতে। আর, পুলিশ! গত আন্দোলনের সময়ে নিজেদের ভুলে তাঁরা যে মার খেয়েছেন, আজও তাঁরা জনগণের সামনে মাথা তুলে দাঁড়াতে তো পারছেনই না, বরং অনবরত এখনো যেখানে-সেখানে মার খেয়ে যাচ্ছেন!
এই যখন অবস্থা, কে আমাদের বাঁচাতে এগিয়ে আসবেন? অন্য গ্রহ থেকে সুপারম্যান আর ওয়ান্ডারগার্ল? কক্ষনো না! তাঁরাও বরং এই পরিবেশে নিজেদের বাঁচাতে সচেষ্ট হবেন।
তাই বলছি, সাধু সাবধান!
১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
RAB একটি সরকারী প্রতিষ্ঠান। প্রতিটি উন্নত দেশে র্যাপিড একশন ফোর্স আছে, সন্ত্রাসীদের ধরার জন্যে।
কয়েকজন খারাপ মানুষের জন্যে পুরো একটি ফোর্সকে ডিমোবিলাইজ করা উচিৎ নয়। দেশের এতে ক্ষতি হয়।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি RAB এর কাজকে সাপোরট করলেন নাকি ? আমেরিকা কি শুধু শুধু এদের পিছে লাগসে ? কোনো দোষ নেই তাদের ?