নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

৩য় বা ৪র্থ বিশ্বযুদ্ধ কিভাবে থামানো যাবে?

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪১

পৃথিবী ইতিমধ্যে দুইটি বিশ্বযুদ্ধ দেখেছে। সবাই বলেন, পরবর্তী বিশ্বযুদ্ধ হবে নিউক্লিয়ার যুদ্ধ। এতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আমি তাদের সাথে একমত নই। আমি মনে করি পৃথিবীর পরবর্তী বিশ্বযুদ্ধগুলো হবে পানি নিয়ে বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ নিয়ে।

চীন যদি সত্যিই বিশ্বের একটি পরাশক্তি হতে চায়, আর, তা যদি দ্রুততম সময়ে অর্জন করতে চায়, তাহলে, তাদেরকে পানির মতো প্রাকৃতিক শক্তির সাহায্য নিতে হবে। হিমালয় হচ্ছে দক্ষিণ এশিয়ার মূল ৩টি নদী, ইন্দুস-গঙ্গা-ব্রহ্মপুত্রের উৎস। নিজেদেরকে বিদ্যুতের দিক দিকে স্বয়ংসম্পুর্ণ করতে চীন যদি হিমালয় থেকে নেমে আসা নদীগুলোতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ নেয়, তাহলেই যুদ্ধটা বেঁধে যাবে। কারণ, ভারতে পশ্চিমাদের বড় ব্যবসায়িক স্বার্থ রয়েছে যা তারা হারাতে চাইবে না। ভারতও চীনের কাছে মাথা নোয়াতে দ্বিধা বোধ করবে। ফলে, কেউ পানির উৎস নিয়ন্ত্রণ করতে চাইলে, যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা বিশাল!

এই পর্যায়ে, সেই মহাযুদ্ধ থামাবার বা তা হতে না দেওয়ার কয়েকটি পথ আছে। যার একটা হচ্ছে - লবণাক্ত পানি থেকে সুপেয় খাবার পানি তৈরি করা। আরেকটি হচ্ছে, কৃত্রিম মেঘ তৈরি করে পানি ঝরানো। এছাড়াও, আরেকটি পথ হচ্ছে - ল্যাবে তৈরি কৃত্রিম পানি বানানো।

যদি, সত্যিই পানির জন্যেই মহাযুদ্ধ হয়, তাহলে, কৃত্রিম পানি অথবা কৃত্রিম পানির উৎস তৈরীই যুদ্ধা থামাবার সেই পথ। কেউ এই নিয়ে গবেষণা করছেন কি? না করলে ক্ষতি নাই, আমার পরবর্তী উপন্যাস 'পানি'-এর নায়িকা সোহানা ও তাঁর টিম সেটা নিয়েই কাজ করছেন!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৬

মাথা পাগলা বলেছেন: যুদ্ধ শুরু হলে জানাবেন। আমাদের এলাকায় এক পড়াশোনা করা পাগল ছিলো, প্রায়ই বলতেন পরের বিশ্বযুদ্ধে তিনি বড় পার্ট নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.