| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
পাকিস্তানের সাথে সম্পর্ক পূনঃস্থাপন হচ্ছে বলে মনে হচ্ছে। পাকিস্তানী রাজনৈতিক, খেলাধুলা ও সামরিক বাহিনীর ব্যক্তিত্বরা বাংলাদেশ সফর করেছেন। সেই দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও সফর শুরু করেছেন আমাদের দেশে। বাংলাদেশ আগ বাড়িয়ে কারো সাথে শত্রুতা করুক, তা আমি চাই না। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে সেটা ধরাই যেতে পারে! কিন্তু, খুনীদের বন্ধু হিসেবে গ্রহণ করার ব্যাপারে একটু সাবধান থাকা প্রয়োজন বলে মনে করি।
এখানে মনে রাখা প্রয়োজন, পাকিস্তান বাংলাদেশের সাথে ১৯৭১ সালে তার কৃতকর্মের জন্যে এখনো ক্ষমা চায় নাই। তার উপর, নিজের দেশের ভিতর পাকিস্তানীদের অবস্থা ভালো অবস্থায় নেই, সেই দেশে আন্দোলন - সংগ্রাম চলছেই। সীমান্তের দুই প্রান্তে ভারত ও আফগানিস্তানের সাথেও তাদের সম্পর্ক ভালো নয়। এই অবস্থায়, এরকম একটি দেশের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ কি পেতে পারে? মনে হয়, ভারতকে একটু রাগিয়ে দেওয়াই বাংলাদেশের বর্তমান সরকারের লক্ষ্য। এটা অবশ্য করাই যেতে পারে! কারণ, ভারত একটু আগ বাড়িয়ে আমাদের দেশের সাথে শত্রুতা দেখাচ্ছে।
কিন্তু, কথা হচ্ছে, আমাদের মাতৃভূমির পুরনো শত্রু পাকিস্তান এখন হঠাৎ করে আমাদের বন্ধু হচ্ছে, এটা অনেকেই মেনে নিতে চাইবেন না। কারণ, একাত্তরে পাকিস্তান আমাদের পূর্বপুরুষের উপর অত্যাচার করেছিলো। ইসরায়েলকে কি কখনো ক্ষমা করতে পারবে ফিলিস্তীনী মুসলমানরা? পারবে বলে মনে হয় না।
একই কারণে, বাংলাদেশ বর্তমান প্রজন্ম যদি পাকিস্তানীদের আগ বাড়িয়ে ক্ষমা করে দেয়, দেশের আগের প্রজন্ম অবশ্যই প্রতিবাদ রাখবেন তাদের কাছে। ফলে, দেশ আবারও অস্থিতিশীল হবে। যে বাংলাদেশী পাকিস্তানের সাথে আগ বাড়িয়ে হাত মেলাবে, সেই বাংলাদেশী ইসরায়েলের সাথে হাত মিলাবে না, তার কোন গ্যারান্টি নেই।
তাই বলছি, সাধু সাবধান!
©somewhere in net ltd.