নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তারেক জিয়ার বিরুদ্ধে যেসব ডাহা মিথ্যা তাঁকে আরো পপুলার করবে

২৬ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২১



সামুতে এখন কোন মডারেশন টিম জুতসই ভাবে কাজ করতে পারছেন না। সেই সুযোগে ব্লগকে নিজের বস্তাপচা চিন্তা-ভাবনার ডাম্পিং জোন বানিয়ে তা অন্য ব্লগারদের উপর চাপিয়ে দিতে সচেষ্ট কিছু ব্লগার। তারেক জিয়াকে টার্গেট করে দেশের জনগণ ও বিচার-ব্যাবস্থাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তারা খুব একটা ভালো কাজ করছেন না। আমি নিচে একজন ব্লগারের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করছি।
==========================================================
একজন ব্লগার আজ লিখেছেন -
"সর্বপ্রথম ইউনূসকে দিয়ে তারেক তার পথের কাটা সেনাবাহিনীর ২৫ উর্ধ্বতন কর্মকর্তাকে জেলে দিয়েছেন।"

সেনা কমান্ডকে পাশ কাটিয়ে ডঃ ইউনুসকে দিয়ে তারেক রহমান এই কাজ কীভাবে করালেন, কীভাবে প্রভাব খাটালেন তা নিয়ে উক্ত ব্লগার কিছু লিখেন নাই! তাই, বলতে হয়, উক্ত ব্লগার বোকার রাজ্যে বাস করছেন।
==========================================================

উক্ত ব্লগার এরপরে লিখেছেন - "দশ ট্রাক অস্ত্র ও ২১ শে আগষ্ট শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা চেষ্টার মাষ্টারমাইন্ড হয়ে গেলেন তারেক রহমান।"

তারেক রহমান যদি মাস্টারমাইণ্ড হয়ে থাকেন, তাহলে তাঁর শাস্তি হতো। যদি সত্যি তা-ই হতো, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মোবাইলের কল রেকর্ড পাওয়া গিয়েছে, তারেক রহমানের সেই রকম কল রেকর্ড বের হয়ে যেতো এতো দিনে। তাই, বলাই যায়, ব্লগার ডাহা মিথ্যা, মথ্যার রাজ্যে বাস করছেন।
==========================================================

এরপরে ব্লগার লিখেছেন - "খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি মাথার উপর দিয়ে ২০০৫ সালের ১৭ ই আগষ্ট সারা বাংলাদেশের ৫০০ এর অধিক স্থানে একযোগে বোমার বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়।"

পাগল! একজন মানুষের সুপারপাওয়ার হলেও এই কাজ করতে পারতেন না! ৫০০ স্থানে একযোগ্যা বোমা বিস্ফোরণ অর্থ ৫০০-জনের টিম! এতো মানুষকে তিনি বোমা দিয়ে পাঠালেন, আঃর, পুরো দেশের প্রশাসনের একজন মানুষও তা বুঝতে পারলেন না!!!
==========================================================

এখানেও শেষ নয়, উক্ত ব্লগার লিখেছেন - "তারেক রহমান চিকিৎসার বাহানা সাজিয়ে " আর কখনোই রাজনীতি করবেন না ' এই মর্মে সেনাবাহিনীকে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যান।"

এরকম মুচলেকা নেওয়া হয়ে থাকলে তা দেশের জন্যে খুবই ভয়ংকর অশনির ব্যাপার। কারা এমন করলেন!!! এটা তো ব্যাক্তি স্বাধীনতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ! ব্লগারটি কি বুঝে লিখেছেন?
==========================================================

এরপরে ব্লগার আরো লিখেছেন - "বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে লন্ডনের পাসপোর্ট নিয়েছিলেন তারেক রহমান।এর একমাত্র উদ্দেশ্য ছিল ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা থেকে নিজেকে রক্ষা করা।"

একটা উন্নত এবং বাংলাদেশের বন্ধু দেশের পাসপোর্ট পাওয়া এটি সোজা! ঐ ব্লগার কি উন্নত দেশের নিয়ম-নীতি কী রকম কঠিন তা জানেন? মনে হয়, জানেন না।
==========================================================

ব্লগার লিখেছেন - "তারেকের পিতা জিয়াউর রহমান ছিলো বঙ্গবন্ধুর খুনি ও পাকিস্তানের প্রমাণিত গুপ্তচর। বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়া সরাসরি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর হয়ে কাজ করছেন।"

উনি প্রয়াত জিয়াউর রহমানকে সরাসরি গুপ্তচর বলেছেন। অর্থাৎ, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দেশদ্রোহী ছিলেন এটাই বোঝাতে চেয়েছেন!!! তিনি গুপ্তচর হলে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এতো দিন কি করেছে?
==========================================================

ব্লগার লিখেছেন - "দশ ট্রাক অস্ত্র মামলায় পাকিস্তানের আইএসআই এর হয়ে পাকিস্তানের পক্ষে কাজ করা তারেক ও চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার সিইউএফএল জেটি ভারত এত সহজে ভুলে যাবে বলে মনে হয় না।"

এতক্ষণে ব্লগারের আসল পরিচয় বের হলো। তিনি ভারততে টেনে এনেছেন!!! বাংলাদেশের প্রতি গাত্রদাহের কারণ জানা গেলো!!! আমি ব্যক্তিগত ভাবে ভারতের সাধারণ জনগণকে শত্রু হিসেবে মনে করি না। কিন্তু, উক্ত ব্লগারের বক্তব্য যে শুধুই মিথ্যা ছড়ানো!!!
==========================================================













মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার দল চরমোনাই তো তারেক রহমান কে নিয়ে আজে বাজে কথা বলেছেন । তাহলে বাকিরা বললে দোষ কোথায় ? এক দল আরেক দলের বদনাম করবে , উইকনেস নিয়ে কথা বলবে এতে খারাপ লাগার কি আছে ?

যিনি এসব লিখেছেন উনার দলের দিনকাল কেমন চলছে ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.