![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে
ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে,
লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে
কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে।
বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে
অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে,
কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে
আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে।
একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি
করছে নিশ্চিহ্ন ঘাসফড়িং আর কত ঘাস কচি কচি,
ঝড়বৃষ্টি আর করাল করোনা মহামারী
শত দূষণের ফলে ভারাক্রান্ত আজ প্রকৃতি।
আজ মানুষ গৃহবন্দী মৃত্যুর সঙ্গে করে সন্ধি
এসব কিছুর জন্য আমরাই দায়ী মানবজাতি,
যেদিকে তাকাই চারিদিকে মুমূর্ষু পৃথিবী
কেউ শুনছে না মানবজাতির বেদনার আর্তি।
২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৪
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাইয়া, অশেষ কৃতজ্ঞতা জানাই আমার ব্লগে আসার জন্য ও পোস্টে লাইক দেয়ার জন্য। আশা করব, এভাবে সবসময় আপনার স্নেহাশিস পাব। ভালো থাকবেন ভাইয়া।
২| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: মানুষের ক্ষমতা আসলে বড়ই কম.....
২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: পোস্টে লাইক ও মন্তব্যের জন্য জানাই অফুরান শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়া।
৩| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৩
এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন প্রকৃতির প্রতিশোধ শুভেচ্ছা অবিরত
২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ভাইয়া আমার ব্লগে আসার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই তাই প্রকৃতি যেন আজ প্রতিশোধ নিতে মেতেছে। আর কত সহ্য করবে জীব শ্রেষ্ঠ মনুষ্যকুলের অত্যাচার।
কবিতা ভালো হয়েছে। এভাবেই লিখতে থাকুন....
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় হোসেন ভাইকে।