| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সািকল খান
	মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা যেন কেমন!!কে আপন, কে পর, কে বাঁধিয়া রাখিবে বুকের পর তা বুঝা বড়ই দায়।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের আর জ্বালায়েন না, পাকিস্তানে যান। দিল মে যো পেয়ার হ্যায় তা নিয়ে পাকিস্তান যান।’
 
আজকে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
একজন প্রধানমন্ত্রীর মুখে এরকম বক্তব্য মানায় কিনা?
হয়ত মানায়!! না হলে কি আর উনি বিভিন্ন মন্তব্য করেন??
কারন কারো বেডরুম পাহাড়া দেওয়া...........
দূর্গা গজে করে...................
আবুল দেশপ্রেমিক...............
 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:২৬
সািকল খান বলেছেন:  
 
২| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
হাসান মাহবুব বলেছেন: আমি প্রথমে ভাবসিলাম যে এটা মতিকন্ঠের নিউজ ![]()
 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:২৭
সািকল খান বলেছেন:  
  
 
৩| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
আজনবী বলেছেন: প্রধানমন্ত্রীতো ব্যাপক রশিক!!!!!!!!!!!!
 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:২৭
সািকল খান বলেছেন: হয়ত ক্ষমতার রশিক।
৪| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
সচেতন প্রহরী বলেছেন: ওনার মুখেতো আরো অনেক কিছুই মানায়না তবুও তিনি বলেন । বয়স হইছেতো তাই উনার মতিবিভ্রাট ঘটে তাই কোন জায়গায় কোন কথা বলবে খিয়াল থাকেনা ।  
  
 
 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:২৮
সািকল খান বলেছেন: কিভাবে ক্ষমতা ধরে রাখতে হবে, বিরোধীদের দমন করতে হবে এগুলো...........
৫| 
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
মৃত্যুঞ্জয় বলেছেন: উনি ক্যান আওয়ামীলীগের কোন কর্মী ডিপ্লোম্যাসি মেনে কথা বলসে  
  
  
  
 
উনার তো রেকর্ড আছে গালি দেয়ার, এই হিসাবে উনিত তো কিছুই বলেননি। হ্যাঁ অবশ্য এইটা বলতে পারেন, যে অংশটুকু হিন্দিতে বা উর্দুতে বলছেন তা একটু সূর দিয়ে বললে ভালো লাগতো  
  
  
 
 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:২৮
সািকল খান বলেছেন: ব্যাফক মজাক..............
৬| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:০১
মামুন হতভাগা বলেছেন: কেউ যদি পাকিস্থান প্রেমে হাবুডুবু খায়,যারা আমাদের স্বাধীনতা মানেনি,যারা সেই ৭১ সালের মত মসজিদ-মন্দির ভাংচুর করতেছে,প্রশাসন ও সংবাদ কর্মীদের উপর হামলা করতেছে,যারা আজকের দিনে পতাকায় আগুন দিচ্ছে,যারা শহীদ মিনার ভাংচুর করছে,তাদের সমর্থন করে তবে তাকে পাকিস্থানে ফেরত যাবার কথা বলা কি অন্যায়?
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
সািকল খান বলেছেন: রাজনৈতিক ধাঁচে যদি না যান, তাহলে এলাকায় খবর নিয়ে জানতে পারবেন কোন কাজ কারা কিভাবে ঘটাচ্ছে?
হরতালে যখন বিরোধী দলকে দেখলেই গুলিবর্ষণ শুরু হয় তখন সরকারী দল অস্ত্র নিয়ে মিছিল করে নো বাঁধা।
কাজেই কোন ঘটনা কে ঘটাচ্ছে সেই খবর যদি সুষ্ঠুভাবে বিচার হত তাহলে সাগর-রুনি নিয়ে কি এত্ত টানাহেচরা হত? পদ্মা সেতুর রত্ন আবুলকে দেশপ্রেমিক বলা হত!!!!!!!!!!
ধ্বিক লইজ্জ্বা.......................
৭| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:০২
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আজনবী বলেছেন: প্রধানমন্ত্রীতো ব্যাপক রশিক!!!!!!!!!!!!
৮| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:০৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: 
মানুন ভাই অন্যায় কেন / বড়ই ন্যায় যদি তাদের নার্সারীতে ভর্তি করে দেন তাহলে শুনতে আমাদের খুবই মজা লাগতো 
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
সািকল খান বলেছেন: ব্যাফক মজাক পাইতাম................
৯| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:২১
বিডি আমিনুর বলেছেন: ওকে একজন পাকিস্তান চলে যাক অন্য জন ভারত চলে যাক  
  
  
  B-আমারা আমরা আম জনতা কিছুদিন শান্তিতে থাকি!!  
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
সািকল খান বলেছেন: হুুুুুুুুুুুুুুুম।
১০| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৮
উৎস১৯৮৯ বলেছেন: বিডি আমিনুর বলেছেন: ওকে একজন পাকিস্তান চলে যাক অন্য জন ভারত চলে যাক  
  
  আমারা আমরা আম জনতা কিছুদিন শান্তিতে থাকি!!  
পুরাই আমার মনের কথা বলছেন ভাই। ++++
১১| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কি আর কইবো?কওয়ার তো আর কিছু নাই।
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
সািকল খান বলেছেন: হুুুুুুুুুুুুুুুম।
১২| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪২
মিজানুর রহমান মিলন বলেছেন: কিছু কওনের নাই ভাই । আর এটা কি নতুন কিছু ? আমরা হলাম বেকুব কারন আমরা এদেরকেই ভোট দেই । এই দুই নেত্রী ছাড়া আমাদের গতি নাই ।
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
সািকল খান বলেছেন: আমাদের ভোট না হলেও হয়ত তাদের কেউ হবে
১৩| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৯
হরিসূধন বলেছেন: রাষ্ট ভাষা বাংলার জন্য ১৯৫২ তে এই দেশের মানুষ প্রাণ দিয়েছে আর  সেই দেশের প্রধানমন্ত্রী ২০১৩ সালে রাষ্টীয় অনুষ্ঠানে হিন্দি তে তার প্রতিপক্ষের নেত্রী কে আক্রমন করে!!! মাঝে মাঝে ভাবি "আমার ফাসি চাই" র মতিউর রহমান রেন্টু কি সত্য বলেছে? 
তাছাড়া খালেদা পাকিস্তান কে সব কিছু উলংগ করে দেয় নি যতটুকু আপনার (হাসিনা) সরকার দিয়েছে। বিনিময়ে শুধু হিন্দি ভাষা টা পেয়েছেন? আবার নিজেরা বাঙ্গালী চেতনার গল্প পাড়েন! 
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
সািকল খান বলেছেন: উনার সম্পর্কে কিছু বললে দেখা যাবে রাত শেষ হওয়ার আগেই আমি শ্যাষ, কোনো মন্তুব্য করতে পারব না।
শুধু একটা কথা মাথায় ঘুরপাক খায়, ফেসবুকে উনার নামে এক লাইন লিখাতেই মামলা আর স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিয়া গুলি কইরা ১ মাসে কয়েকশ মানুষ মাইরা ফালায়, নো কিছু..........
১৪| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৫২
দিশার বলেছেন: কথা তো খারাপ বলে নাই . জামাত শিবির বিম্পির , পাকিস্তান চলে গেলে ভালো , সরিয়াহ আইন পাবে ..
১৫| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৯:১৪
উলাম বলেছেন: খালেদা মেডাম পাকিস্হানে চলে যাবে যদি সব যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়া হয়। ওখানে গিয়ে নতুন দল গঠন করতে পারবে সবাই মিলে
১৬| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৯:৩৪
নিকষ মেঘ বলেছেন: খালেদা পাকিস্তান কে কোন কিছু উলংগ করে দেয় নি যতটুকু হাসিনা সরকার দিয়েছে।
১৭| 
২৭ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৪
রাসেল ভাই বলেছেন: প্রধানমন্ত্রী আধোয়া প্লেটে আর কত খাবেন? যান প্লেট সহ হাত মুখ ধুইয়া আসেন গন্ধ বের হইতেছে ( নাক চেপে ধরার ইমো হবে ) ।
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
সািকল খান বলেছেন:  
  
  
  
  
  
 
১৮| 
২৮ শে মার্চ, ২০১৩  রাত ১:১২
পেন্সিল চোর বলেছেন: শেখ হাসিনা বড় হইলে মারাত্মক পুংটা হইব!!  
  
  
  
 
 
২৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৫০
সািকল খান বলেছেন: উনি কি আপ্নের ছোট আফু??
১৯| 
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:২৯
আমরা তোমাদের ভুলব না বলেছেন: উৎস১৯৮৯ বলেছেন: বিডি আমিনুর বলেছেন: ওকে একজন পাকিস্তান চলে যাক অন্য জন ভারত চলে যাক 
 
 আমারা আমরা আম জনতা কিছুদিন শান্তিতে থাকি!!
পুরাই আমার মনের কথা বলছেন ভাই। ++++ 
২০| 
২৯ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২০
িট্রপ্ত বলেছেন: এত সময় পায় কই  ভাবনা চিন্তা করে এসব শব্দ-বাক্য  ব্যবহার করার । সত্যি বলতে কি পদাধিকার কাজের পরিমান নিয়ে একটু চিন্তা করলে প্রশাসন, দেশ ও জাতির কাজে লাগতে পারতো । আর অতি ব্যস্ততার প্রমান দেয় মানুষের কর্মফল ও বিবৃতি প্রদানের বিষয়ের উপর,কতক্ষন বক্তৃতা দেয়া হলো সেটা বিবেচ্য নয় । বাক্য-শব্দের মিশ্রন বিবৃতি উপস্থাপনে দৃষ্টি ভঙ্গি ও মানষিক অস্তিত্বের প্রমান দেয় । এককথায় প্রজাতস্ত্রের ভাষা বহির্ভুত, প্রকৃত নেতৃত্বের অনুপুস্থিতির ঈঙ্গিত এবং শ্রী-হীন, রাস্ট্রর পদবী লঙ্ঘিত, স্বীয় যোগ্যতার অভিনব প্রদর্শন ছাড়া কিছুই নয় ।
 যার যেমন রুচী ....................![]()
২১| 
২৯ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩১
কালোপরী বলেছেন:  
  
 
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
মদন বলেছেন: