নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

শান্তিতে নোবেলের জন্য মনোনীত ট্রাম্প

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১



২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্টি ডোনাল্ড ট্রাম্প।


ইসরায়েল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে 'ঐতিহাসিক শান্তি চুক্তির' জন্য তিনি এই মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান।

নোবেল কমিটির কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন নরওয়ের সংসদের সদস্য ক্রিশ্চিয়ান টিব্রিং-ইয়াদ্রা।

২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কান পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্প পেলে তিনি হবেন তার উত্তরসূরি।

ক্রিশ্চিয়ান টিব্রিং-ইয়াদ্রা বলেছেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ট্রাম্প।শুধু তাই নয়, সারা বিশ্বের বিভিন্ন দ্বন্দ্ব মেটাতে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট যে পদক্ষেপ করেছেন, তার ভূয়সী প্রশংসাও করেছেন নরওয়ের রাজনীতিবিদ।

তিনি বলেন, অন্যান্য শান্তি পুরস্কার মনোনীতদের তুলনায় শান্তি স্থাপনের জন্য ঢের বেশি চেষ্টা করেছেন ট্রাম্প।

টিব্রিং-ইয়াদ্রা বলেছেন, আমি ট্রাম্পের বড় ধরনের সমর্থক নয়। তিনি যা তা দিয়েই কমিটিকে তার মূল্যায়ন করা উচিত; মাঝেমধ্যে তিনি যা আচরণ করেন তা দিয়ে নয়।
সূত্র- সমকাল

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


নরওয়ের পার্লামেন্টেও ইডিয়ট লোকজন আছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন: ইডিয়টদের নিয়ে জরিপ করা দরকার পৃথিবীব্যাপি।বা ১০-১২ পৃষ্ঠার থিসিস।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: এটা জাস্ট ফান।
এরকম হওয়ার কোনো চান্স নাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৬

শূন্য সারমর্ম বলেছেন: ফান চাান্স থেকে বাই চ্যান্স" না হলেই হয়।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

মা.হাসান বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী মানবতার মাতা হযরত শেখ হাসিনা সব দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের চাইতে এগিয়ে। বার বার ষড়যন্ত্র করে ওনাকে বাদ দেয়া হয়। দুঃখ জনক। ছাত্রলীগের মতো নোবেল কমিটিতেও শুদ্ধি চালানো প্রয়োজন।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৩

শূন্য সারমর্ম বলেছেন: ট্রাম্প পেয়ে গেলে বলে দিবো, ১ ভাগ দেশেে পাঠিয়ে দিতে মাতার জন্য।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: খুশি হলাম জেনে । :D

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

শূন্য সারমর্ম বলেছেন: আমি গদগদ হবো হাতে নোবেল উঠলে।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫১

কলাবাগান১ বলেছেন: উপরের একজন শেখ হাসিনাকে কটাক্ষ করার জন্য যেমন 'সারকাজম' এর আশ্রয় নিয়েছেন তাদের কে বলি...আপনাদের দলের দলের লোকেরা তো সব সময়ই ধান্ধায় আছে কখন হাসিনার পিঠে ছুরি বসানো যায় (গ্রেনেড মেরেও আপনাদের দলের লোকদের শান্তি নাই)
আর আপনারা এমন 'নিরীহ' ভাবে কথা বললেই কি আমরা কিছু বুঝি না!!!

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন: হাসিনার পিঠে ছুরি পড়লে দেশ অনেকটা ডুবন্ত অবস্থায় চলে যাবে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২২

লরুজন বলেছেন: মা.হাসানরে ভূতে ধইচ্চে হেতেরে কলাবাগানতে দুইডা আইট্টা কলা খাবাই দাও

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন: হে হে..

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৭

অনল চৌধুরী বলেছেন: নারী নির্যাতনে সেরা রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের একটা পুস্কার প্রাপ্য।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

শূন্য সারমর্ম বলেছেন: নারী নির্যাতন???? একটু বলেন তো

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শান্তিতে নোবেল পাওয়া অনেকের চেয়ে ট্রাম্প ভাল।গত চার বছরে আমেরিকা একটিও নতুন যুদ্ধে জড়ায়নি।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

শূন্য সারমর্ম বলেছেন: ইসরাইল- আমিরাত " চুক্তি ট্রাম্পকে ফানুসের মত উড়িয়ে নিয়ে যাবে কিনা দেখা যাক।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫০

জাহিদ হাসান বলেছেন: হায় উগান্ডা X(( X((

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন: হে হে

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওনার মুরগী সামনে দিয়ে
কাটবে না পিছন দিয়ে তা
দেখে আমাদের লাভ কি!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮

শূন্য সারমর্ম বলেছেন: মুরগী কাটা শিখা যেতে পারে..

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাই চান্স যেমন প্রেসিডেন্ট হয়েছেন একইভাবে বাই চান্স নোবেল শান্তি পুরস্কারও পেয়ে যেতে পারেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮

শূন্য সারমর্ম বলেছেন: বাই চান্স "বিদ্যায় তাহলে পারদর্শী হতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.