নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিছু বলতে চান?

১৩ ই জুন, ২০২২ রাত ১১:২৫



কিছু তথ্য-

/ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ছাড়ার নির্দেশ দেয় কুমিল্লা-৬ আসনের এম.পি বাহারকে, তিনি এলাকা ছাড়েননি + আচরণবিধি ভঙ্গ করেছেন, উনার নজরে নির্বাচন করবেন আওয়ামীলীগের রিফাত প্রতিপক্ষ স্বতন্ত্রের সাক্কু, গত দুইবারের মেয়র। অন্যদিকে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিয়ে বলে অসহায়ত্ব গ্রাস করছে আমাদের।

/মেয়র প্রার্থীদের ৬০ভাগ ও কাউন্সিলর প্রার্থীর ৩০ ভাগ বিভিন্ন মামলার আসামী।

/ সিটিতে ২ হাজার কোটির মেঘা প্রকল্পের হাতছানি,মেয়রদের কামড় বসানোর অপেক্ষা।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২২ রাত ১১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ৬০ / ৩০ % বিভিন্ন মামলার আসামি। হাস্যকর।

১৪ ই জুন, ২০২২ রাত ১২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

মামলার আসামীর জন্য নির্বাচন প্রেস্টিজের লড়াই।

২| ১৩ ই জুন, ২০২২ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:



কিসের মেগা প্রজেক্ট?

১৪ ই জুন, ২০২২ রাত ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন:
১২ টি প্রকল্প ; প্রকল্পগুলোর মধ্যে আধুনিক নগর ভবন নির্মাণ, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ব্যবস্থাপনা ‘সেবক কলোনি’ তৈরি, দখলমুক্ত করে পুরোনো গোমতীসহ ডিসি পুকুর ও রাজবাড়ী পুকুরের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নকাজ, ৩০৫ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ, ২০৪ কিলোমিটার নতুন আরসিসি ড্রেন নির্মাণ, ১৩ দশমিক ৮৩ কিলোমিটার নতুন ফুটপাত নির্মাণ, ভূমি অধিগ্রহণ করে মোস্তফাপুরে ট্রাক টার্মিনাল স্থাপন এবং চকবাজার বাস টার্মিনালের উন্নয়ন, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ উল্লেখযোগ্য।

এ ছাড়া জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থারও (জাইকা) ৪০০ কোটি টাকার প্রকল্প আছে শহরে।

৩| ১৩ ই জুন, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজীর ভাল্লুকের মতো
সাদা বক কি আপনার ট্রেড মাক'?

১৪ ই জুন, ২০২২ রাত ১২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

সাদা বক কোথায় পেলেন?

১৪ ই জুন, ২০২২ রাত ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

প্রোফাইল পিকচারই দিই,কিছু একটা দিতে হয় তাই। এটা সাদা বক নয়, এটা দিয়াশলাইে জলন্ত আগুন।

৪| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: কিচ্ছু কওয়অর নাই। :#)

১৪ ই জুন, ২০২২ রাত ১২:১২

শূন্য সারমর্ম বলেছেন:

বলেন কিছু / একজন হেসেছে, একজন ট্রেডমার্ক খুজেছে, একজন প্রক্ল্প হাতড়ে দেখতে চাইছে।

৫| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



প্রকল্পের খবর নিচ্ছি, চোরদের ভোট ডাকাতদের কর্মকান্ড দেখে! কি কারণে এত জয়ী হওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠা?

১৪ ই জুন, ২০২২ রাত ১২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

জি, খবর নেন ;পোস্ট আকারে দেন।

১৪ ই জুন, ২০২২ রাত ১২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

:! কি কারণে এত জয়ী হওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠা?
- দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এলিটিসিজম প্রতিষ্ঠা করা, ক্ষমতা, অর্থ ও আধিপত্য বজায় রাখা।

৬| ১৪ ই জুন, ২০২২ রাত ২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ সাদা বক কোথায় পেলেন?

@শূন্য সারমর্ম ভাই,
পূর্ণিমার-চাঁদ কারো কারো কাছে
ঝলসানো রুটি মনে হতেই পারে. ...

১৪ ই জুন, ২০২২ সকাল ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:

রুটি সুকান্তের কাছেই মনে হয়েছে,বাকিরা আশ্রয় নিয়েছে।

৭| ১৪ ই জুন, ২০২২ সকাল ৮:৫৩

বিটপি বলেছেন: আপনি যেগুলো বললেন, কন্টাই মেগা প্রকল্প না। এগুলো ছোটখাট কাজ।

১৪ ই জুন, ২০২২ সকাল ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

বুঝলাম,মেগা প্রকল্পের ডেফিনিশন কি?

৮| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:২১

জুল ভার্ন বলেছেন: বর্তমান সরকারের যেকোনো নির্বাচন নিয়ে কিছু বলা সব চাইতে নির্বুদ্ধিতা।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

তাহলে কি নিয়ে কথা বলবেন? ৭০ 'এর নির্বাচন, ৭১ 'এ যুদ্ধ?

৯| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৪২

বিটপি বলেছেন: একনেকের দেয়া ডেফিনেশন অনুযায়ী যেসব প্রকল্পের পাক্কলিত ব্যয় ১ বিলিয়ন ডলারের বেশি যেগুলো বাস্তবায়ন করতে এক বছরের বেশি সময় লাগে অর্থাৎ একাধিক ফিসকাল ইয়ার কাভার করে, সেগুলো হল মেগা প্রজেক্ট

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ, জানা হলো।

১০| ১৪ ই জুন, ২০২২ রাত ১০:০১

আলআমিন১২৩ বলেছেন: মামলা একশতটা থাকলেই কি?

১৪ ই জুন, ২০২২ রাত ১১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:
বর্তমানে মামলা থাকাই প্রেস্টিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.