নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ভারত সফর কি নিয়ে আসবে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫০





এই সময়ে, আমাদের প্রধানমন্ত্রী কি কারণে ভারত ভিজিটে গেলেন: আগামী বছর আমাদের ভোট, পানি সমস্যা, সীমান্ত-হত্যা, দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য, ভারত থেকে জ্বালানী সংগ্রহ, বিজেপি'র আওয়ামী লীগের সেকুলারিজম থেকে জামাত-বিএনপি'র ধর্মীয় রাজনীতির প্রতি আগ্রহ, শেখ হাসিনা যাওয়ার মতো কোন দেশ পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি?

দেশ-প্রধানেরা যখন দেখা করেন, তারা প্রকাশ্য যত কথা বলেন, উহাকে সব সময় ফুলিয়ে ফাঁপিয়ে বলেন; যেমন, আমরা ২ দেশ পরম বন্ধু, চরম বন্ধু, আমরা পরস্পকে সব সময় সাহায্য করবো, আপদে-বিপদে পাশ দাঁড়াবো । এ'ছাড়াও তারা কিছু গোপন আলাপ করে থাকে, উহা কোন নাগরিক কোনভাবে জানতে পারবে না।

২০২১-২০২২ সালে, ভারত বাংলাদেশে ১৬.২ বিলিয়ন ডলারের প্রোডাক্ট রপ্তানী করেছে; পক্ষান্তরে বাংলাদেশ রপ্তানী করেছে ২ বিলিয়ন ডলারের মালামাল।

ভারতের প্রতিবেশীরা হচ্ছে: বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, চীন, ভুটান, নেপাল, বার্মা; চীন ব্যতিত বাকীদের অবস্হা ভারত থেকে অনেক অনেক খারাপ। প্রতিবেশীদের সাহায্য করার জন্য, ভার‌ত "প্রতিবেশীরাই আমাদের বন্ধু ( Neighbourhood First Policy )" প্রোগ্রাম চালু করেছে; এই প্রোগ্রামে কে কতটুকু উপকৃত হয়েছে? পাকিস্তান বেশী উপকৃত হয়েছে মনে হয়; মোদীর গত ভোটের আগে, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে জংগীদের উপর আক্রমণ চালায়েছে।

ব্লগে প্রধানমন্ত্রীর ভারত ভিজিট নিয়ে ২/১টা পোষ্ট এসেছে, লেখকেরা মুলত বলছেন, আমাদের প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে সঠিকভাবে অভ্যর্থনা জানানো হয়নি; আসলে, এগুলো কোন সমস্যা নয়; এগুলো নিয়ে ২ দেশের প্রোটোকল অফিসারদের মাঝে আগে আলোচনা হয়েছে , ইহা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, প্রধানমন্ত্রী মাথা ঘামাননি; তিনি বেড়াতে যাননি, কাজে গেছেন।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১

জুল ভার্ন বলেছেন: ফলাফল অশ্বডিম্ব।
তবে পিএম যে হুমকি দিয়েছে ("তিস্তার পানি না দিলে আমরা ইলিশ দেবোনা";) তাতে ইন্ডিয়ার অবস্থা যায়যায়....এমন সাহসী হুমকির জন্য ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

কেমন হুমকি দিয়েছে? আপনি পানি দেন আমি সেই পানিতে ইলিশ চাষ করে আপনাকে পাঠাবো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

শেখ হাসিনা নিজের ভাবনা থেকে কিছু করলেও উহা বিশ্বমানের কিছু নয় ; পাশাপাশি পরিবারের হত্যাকারীদের টাইটে রাখতে হয়।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ হাসিনা একজন ভাগ্যবতী পিএম। তিনি ভারত যাওয়ার ফলে আজ শ্রীলঙ্কার সাথে রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করে ভারতকে এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের সাথে দাঁড় করাবে, এবং চীর প্রতিদ্বন্দ্বী পাকস্থানকে হারিয়ে এশিয়া কাপ জিতবে। এটা কম প্রাপ্তি নয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

রোহিত আউট, কাজ করে গেছে যা করার ; ১৭০ নিচে রাখলে শ্রীলংকা টপকিয়ে যাবে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
যাই নিয়ে আসুক, যেই নিয়ে আসুক সেটি সাধারণ জনগন কখনোই জানতে পারে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬

শূন্য সারমর্ম বলেছেন:



তিস্তার আচরণে মানুষ বুঝতে পারবে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৬

জুল ভার্ন বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


রেল সংস্ক্রান্ত বিষয়টা কার্যকর হতে পারে।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২২

কামাল৮০ বলেছেন: এ সফর কিছু নিয়ে আসার সফর না।মনে হয় সৌজন্য সফর।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


পেয়েছে লাল গালিচা, গার্ড অব অনার।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: টার্গেট ১৭৫। ইন্ডিয়া বোলিং ভালো করসে। জিতবে মনে হচ্ছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


পিচ দেখে মনে হচ্ঘে বল ব্যাটে আসছে, ব্যাটার বেনিফিডেড।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৪

অঙ্গনা বলেছেন: কি আনবে সেটা তো ভাবে বুঝা যাচ্ছে
আজকে বলতাসে মমতা র সাথে দেখা হবে ভাবসিলাম ।
দেশের প্রধানমন্ত্রী কে অন্য দেশের রাজ্যের প্রধান মন্ত্রী দাম দিচ্ছে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


দাম/ পাত্তা/ আমলে নেয়া এসব বাঙালীদের সাথে করতেই পারে, যা বাঙালীর প্রোফাইল দেখলে বুঝা যায়।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজের কাজ কতটুকু হয় সেটাই প্রশ্ন। বিরোধীরা সুযোগ নিচ্ছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

দেখি বিরোধীরা হাসিনা থেকে দেশ বের করতে পারে কিনা।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯

নূর আলম হিরণ বলেছেন: নির্বাচনকে মাথায় রেখে এই সফর। বিরোধীদের বুঝাচ্ছে ভারত আওমীলীগের সাথেই আছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভারত কিভাবে নির্বাচনে প্রভাবিত করতে পারে?

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৩

বিটপি বলেছেন: হাসিনা দেশের জন্য কি আনবে জানিনা, তবে টীম ইন্ডিয়ার জন্য কুফা বয়ে এনেছে। অবশ্য ইনজামাম আগেই কুফা লাগিয়ে দিয়েছিল।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১

শূন্য সারমর্ম বলেছেন:



রোহিত বলেছে 'বিশ্বকাপে দেখে নিবে। ইনজামাম কি কুফা বিশারদ? কি করেছে?

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২১

Bondi বলেছেন: কিছু মন্তব্য পড়ে হচ্ছে এইটা কোনো ক্রিকেটিয় পোস্ট। বিষয়বস্তুর সাথে মিল আছে এমন মন্তব্য করাই ভালো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


পোস্টে ক্রিকেট নিয়ে মন্তব্য আসলে, আমাকে নিশ্চই সেই আলোকে মন্তব্য করতে হবে।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

রানার ব্লগ বলেছেন: ভোট!

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

নেক্সট পোস্ট তবে গদি নিয়েই হোক।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১২

জুন বলেছেন: গদি টিকিয়ে রাখা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে না?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


পরবর্তী পোস্টে আসুন, গদি নিয়ে দিচ্ছি।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

অক্পটে বলেছেন: সোজা হিসাব আমরা সবাই জানি। গদি রক্ষার সফর।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


নেক্সট পোস্ট তাহলে গদিই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.