নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

গদি রক্ষার জন্যই প্রাইম মিনিষ্টার ভারত গেলেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭




গদী রক্ষার জন্য শেখ হাসিনাকে ভারত যেতে হবে না, উনি গদী ছাড়ার কথা বললে, কিংবা উহার গদী হারানোর সম্ভাবনা দেখা দিলে, উনাকে গদীতে রাখার জন্য আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারতীয়রা সুদাসদনের সামনে লাইন ধরে দুর্বাঘাসে বসে থাকবে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য অনুরোধ করতে; কারণ, ওরা জানে, শেখ হাসিনা সরলে কিসব পদার্থ শুন্যস্হান পুর্ণ করবে।

শেখ হাসিনা-বিরোধীরা এবারের ভিজিটকে 'গদী রক্ষার' ভিজিট বলছেন, ইহা অবশ্যই ভুল ধারণা; মানুষের এই ধরণের ভুল-ধারণাপুর্ণ রাজনৈতিক ধারণা শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে সহজ করে দিয়েছে, তিনি বিরোধীদলের এই ধরণের রাজনৈতিক প্রজ্ঞাকে সন্মান করে আসছেন।

কোভিড ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির যেই অবস্হা ইহাতে বাংলাদেশের অর্থনীতি বেশ অনিশ্চয়তার মাঝে আছে, সরকারের আয় কমে গেছে, সরকারকে রিজার্ভে (হার্ড-কারেন্সী ) হাত দিতে হচ্ছে, যা উনার সরকারের জন্য বিপদজনক; তিনি শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তানের অবস্হা দেখছেন; তিনি দরকারী পরিমাণ জ্বালানী পাবেন কিনা ও দরকারী পরিমাণ ঋণ পাবেন কিনা, সেগুলো নিয়ে ভারতের সমর্থন নিশ্চিত করতে চাচ্ছেন।

বর্তমান অর্থনৈতিক অবস্হায়, বাংলাদেশে নতুন কোন বিনিয়োগকারী নেই; কিন্তু ভারতে অনেক বিয়োগকারী আছে, ভারতে আধা-সরকারী বিনিয়োগের ব্যবস্হাও আছে, যা বাংলাদেশের নেই, তিনি সেই পথ খুঁজতে গেছেন; উনাকে কমপক্ষে আরো কিছু বছর বাংলাদেশ চালাতে হবে, উনি জানেন যে, গদি ঈদের পর চলে যাবে না, উনাকেই থাকটে হবে ও দেশকে কমপক্ষে চালু অবস্হায় রাখতে হবে, ইহাকে শ্রীলংকা হতে দেয়া যাবে না।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

তানভির জুমার বলেছেন: গত পোস্টে যেভাবে আপনি আর জনৈক ব্লগার শ্রীলংকার বিপক্ষে ইন্ডিয়ারে মনে মনে জিতায়া দিছেন, পরে কি হল? আপনিও জানেন আমরাও জানি। আওয়ামীলিগের ব্যাপারেও এরকম তে পারে। গত দুইবারের মত এবার পাতানো আর চুরির ভোট হওয়ার সম্ভবনা কম। বাংলাদেশে কাউরে গদিতে রাখার জন্য কেউ কখনো লাইন দেয়না ইন্ডিয়া ব্যতীত। ইন্ডিয়া নিজের ধর্মীয় আর অর্থনৈতিক স্বার্থের জন্য এসব করে, তবে আশার কথা হচ্ছে ইন্ডিয়াকে ৮৫% বাংলাদেশী ভয়ংকরভাবে ঘৃনা করে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ভোট দিয়েছেন কতবার?

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

জ্যাকেল বলেছেন: গদি রক্ষার জন্য সে ত অবশ্যি তবে আশংকার কথা হইল আসলে করদ রাজ্যের আর কি কি দেবার আছে সে নিয়ে। সম্ভবত আনুষ্টানিকভাবে হস্তান্তর করার প্রস্তাব দিয়ে দিতে পারেন যা মুন্ত্রি মোমেন দিয়ে উনি শুরু করাইসেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


মোমেন ব্লগে পোস্ট দিলে সুবিধা হতো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: না, বিএনপি কে কিভাবে ক্ষমতায় বসানো যায় তা নিয়ে আলোচনা করতেই তিনি এবার ভারত সফরে গিয়েছেন।
অনেক তো হলো আর কত ক্ষমতায় থাকবেন তিনি, তাই বিএনপিকেও একটু লুটপাট করার সুযোগ দেওয়া হউক।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কোন দল করেন?

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০

জ্যাক স্মিথ বলেছেন: নাহ, আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই, আর কোন দলকে ভোটও দেইনি কোন দিন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

কামাল৮০ বলেছেন: বিএনপির মুলদাবি দিনে ভোট।এবার মনে হয় ভোট দিনেই হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

দিনে, রাতে কিংবা ঈদের আগে পরে ভোট হলেও শেখ হাসিনাই জয়ী হবে।"

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৩

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: আপনি ভোট দিয়েছেন কতবার?

ভোট দেওয়ার আগেই ফলাফল প্রকাশিত হলে ভোট দেওয়ার কোন দরকার আছে? আমাদের মত তরুণদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য অবশ্যই একদিন আওয়ামীলিগ কে জবাব দিতে হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


এক জাতের তরুনরাই দলে ডুকে, রাজনীতিবিদ হয়ে বের হচ্ছে!

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৮

জ্যাক স্মিথ বলেছেন: কিন্ত আমি চাই আওমী সরকার আরও ৩০ বছর ক্ষমতায় থেকে দেশটাকে একটু ঠিক ঠাক করে দিয়ে যাক। তবে দূর্ণীতিটাকে একটু খেয়াল কইরা, কিন্তু সমস্যা হচ্ছে ক্ষমতা আর দূর্ণীতি একে অপরের ভাই আর তাই সমস্যার অন্ত নাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:



ভেতরে ভেতরে দলটা নিঃশেষ হয়ে যাচ্ছে কিনা তাও দেখা দরকার।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: গদি ছাড়তে কে চায়। মিলিটারির কাঁধে চড়ে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ তো পাকিস্তান হয়ে যাবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

শূন্য সারমর্ম বলেছেন:



তখন কি এটমিক বোমা ও ক্রিকেটে বিশ্বকাপ থাকবে?

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সবাই গদি চায়।
যে গদিতে আছেসে গদিতে বসেই থাকতে চায়।
যে গতিদে নেই সে গদি খালি করে নিয়ে নিজে বসতে চায়।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


গদির গরমে গদি টিকে থাকবে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৮

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের সকল রাস্ট্র নায়কের মেয়াদের শেষ দিকে ভারত সফর মাস্ট ইহা তারি ধারাবাহিকতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

সঠিক প্যার্টান এটা?

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০১

বাংলার এয়ানা বলেছেন: ভারত সফরে এইবার শেখ হাছিনা ভারতীয় নাগরিক যারা মূক্তিযুদ্ধে নিহত হন তাদের নাতি নাতনিদের বৃত্তি প্রদান করেন, আর বাংলাদেশে অসংখ্য মুক্তিযোদ্ধা'র পরিবার নাতি নাতনিদের কোন হদিস নাই - সত্যিই এন্টিনার উপর দিয়া চলে যায়।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের মুক্তিযোদ্ধা পরিবার সঠিক সম্মান পায়নি।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: কোন দিকে গেলে আপনার কাছে সঠিক প্যাটার্ন বলে মনে হবে ???

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার কাছে অপশন নেই তো ; কাছে কিনারে ভারতই ভরসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.