নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বিমর্ষতার ভাবনার জগৎ।

১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০




মগজের ভিতরে থাকা কেমিক্যালস আমাকে নিয়ে খেলা করে, ছদ্মবেশে বসে থাকা অবচেতন কিছু বুঝে না, বুঝতে চায় না। দূরের বিশাল আকাশ ভেঙে হৃদয়ে কম্পন সৃষ্টি হলে আমি নিতান্তই সুবোধ বালকের ন্যায় আচরণ করি, তারপর আকাশের কালো মেঘ হৃদয়ে আন্দোলন সৃষ্টি করে। পরক্ষণেই ভেবে বলি, পাথরে পাথরে ঘষে মানুষ আগুন জ্বালানো শিখেছিলো,যা সর্বকালের আরাধ্য বস্তুর মধ্যে একটা ছিলো তখন। আপনি জীবনে আরাধ্য বস্তু খুজেছেন? পকেটে থাকা লাইটার ছুড়ে ফেলে দিন,ওদের কথা ভাবুন।

হিমালয়ের পাদদেশে নাকি পাপমুক্তির জন্য এখনো আয়োজন করা হয় তা হয়তো কখনো জানবে না জেলখানার যাবৎজীবনের আসামী। উনি জানবে ননা, ওখানে আজও আত্নারা ভিড় করে, শীতের রঙচঙ কাপড় পড়ে থাকে, আপনি গেলে অবাক হবেন।যেতে জচান? জেল খানায় পাঠানো চিঠির আলাদা গন্ধ আপনাকে আকর্ষিত করবে,একটুখানি নোংরা, একটুখানি আশা ও হতাশার পৃষ্ঠায় কলমের লেপন। বন্ধুক হাতে পাখি মেরে ভোজ করে আপনি স্বাদ পেয়েছেন এক প্যাকেজে অনেক কিছুই; পরিণতি ভাবেননি কেন?

নিকোটিন আপনাকে আগলে রাখে, তিলে তিলে নিঃশেষ করে ;আপনার বিকার নেই। আগলে রাখাটাই বড় আপনার কাছে। চিরকাল আপনি বাঁচবেন না, তবুও কি বিশ্বাস নিয়ে মরবেন? বিশ্বাসের প্রতি গভীর ভক্তি আপনাকে সুখী করবে,সময় পেলেই বুঝতে পারবেন।মৃত্যুর পর কি আপনি বুঝতে চান আপনার ভাবনার জগৎ কত ক্ষুদ্র ছিলো?



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:


আপনি কোন বিষয়ের উপর কথা বলতে চেয়েছিলেন?

১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

কোনো বিষয়ই নয়, কিছু এলোমেলো বাক্য পোস্ট দিয়েছি।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:




আপনার লেখার বিষয় পরিস্কার হতে হবে লেখায়, এবং লেখায় বিষয়ের উপর আপনার মতামত থাকতে হবে।

১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


এটা ভালো পরামর্শ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতার মতো মনে হইছো!!

১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


খিচুড়ি হয়েছে সম্ভবত।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪১

জুল ভার্ন বলেছেন: ধর্ম বিশ্বাস আর আবেগ খুব কঠিন একটা বিষয়। কাব্যিক কথায় কেউ কারোর ধর্ম বিশ্বাস থেকেও বিচ্যুত হয়না।

১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


আবেগ দিয়ে বিশ্বাস করলে ফল ভালো হয়?

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

গেঁয়ো ভূত বলেছেন: একচুয়ালি আপনি কি বলতে চেয়েছেন বুঝি নাই, সব মাথার উপর দিয়া গেলো!

১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

শূন্য সারমর্ম বলেছেন:

নেক্সট পোস্ট আর এমন হবে না ' পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: সকল ধর্মে পাপ মোচনের বিষয়টা আছে।এটা ধর্মের সবথেকে খারাপ দিক।এতে করে অন্যায় করার প্রবনতা বাড়ে।

১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


ধর্ম এখনো বিশ্ব কন্ট্রোল করছে।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৬

কামাল১৮ বলেছেন: ধর্ম কোন কিছুই কন্ট্রোল করে না।চার পাঁচটি দেশ বিশ্বকে কন্ট্রোল করছে।সেখানে ধর্মের কোন স্থান নাই।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


ফুটবল দিয়ে বিশ্ব করতে হবে।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: সবাই পড়লো আমিও পড়লাম ছবিটা পরিচিত বলে

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:১৮

শূন্য সারমর্ম বলেছেন:

পাঠকের কথা খেয়াল রাখা দরকার ছিলো।ধন্যবাদ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আপনি চলবেন আপনার ইচ্ছায়। অবচেতনের মনের ইচ্ছা পরিচালাইত হবেন না।

১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


অবচেতনকে ট্রেইন করছি।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: মাসে সাড়ে তিন হাজার টাকা নিকোটিনের পেছনে উড়িয়ে দিচ্ছি।

১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

বেনসন এন্ড হেজেস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.