নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনি আশপাশকে জানিয়ে ব্লগিং করছেন?

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫২




ব্লগারেরা বিরল প্রজাতি, লুকিয়ে রাখতে পারে বা চেষ্টা করে।অনেক ব্লগার লিখালিখি করে জীবন দিয়েছিলো এ সোনার বাংলায়। ব্লগিং নিয়ে মানুষের নেগেটিভ ধারণা সৃষ্টি করা হয়েছে সরকার ও মিডিয়া ম্যানিপুলেশনে ;সমাজতন্ত্রের সাথে নাস্তিকতার সাদৃশ্যতা ও ব্লগিং 'এর সাথে নাস্তিকতার সাদৃশ্যতা একই পাল্লায় মাপতে শিখে ফেলেছে সমাজ।শুরুর দিকে দলবেধে ব্লগে ভিড় করতো, কেউ লিখতো, সমালোচনা করতো,কেউ কেউ বায়োস্কোপ খুজে বের করে চোখ দিয়ে রাখতো, যা বিভিন্ন ব্লগারের পোস্টে বিভিন্ন সময় জেনেছি।

আপনি নিজের সময়টুকু বের করে ব্লগে আসেন, পোস্ট পড়েন, কমেন্ট করেন বা কোনোসময় দর্শনার্থী হয়েও আসেন।আপনার কাছের লোকজনও জানে না ব্যাপারটা?? একবার আমার আত্নীয়ের সাথে বিধিধ বিষয়ে কথা হচ্ছিলো,কথা প্রসঙ্গে হজ্ব ডুকে যাওয়ায় আমি একটু ভিন্ন মোড়কে একটা কথা বলাতে, উনি বলে ফেললেন আপনি তো ব্লগারদের মত কথা বলছেন, ব্লগারদের ভাত নেই। ধর্মীয় পতাকার নিচে বসুন; উনি আমার থেকে বয়সে একটু বড় হওয়ায় আমি ব্যাপারটা আগায়নি, হেসে উড়িয়ে দেই। উনি সময় করে "আরিফ আজাদ পড়ে, কলম দিয়ে দাগিয়ে রাখে,যা আমি খেয়াল করেছিলাম

আমার এলাকায় কয়েকজন সমবয়সী ছিলো যারা কয়েকজন জঙ্গী দর্শনে PhD করেছিলো,নিজেকে প্রমাণ করতে অ্যাটাকে গিয়েছিলো নাস্তিকতার শেকড় নির্মূল করতে, ধরা পড়ে আল্রাহর ইচ্ছায় জেলে,এটা বহু বছর আগের ঘটনা যখন আকাশে বাতাসে বিভিন্ন জঙ্গী দলগুলো খাবার ছিটিয়ে কাক খুজে বেড়িয়েছিলো,এখন কি অবস্থায় জানি না।আপনি যে ব্লগার স্থান, কাল পাত্রভেদে প্রকাশ করতে চান বা ইচ্ছে হয়? নাকি লুকিয়ে রেখে আনন্দ? ভেবে রেখেছেন, সামু বেঁচে থাকলে লিখবেন, ক্যাচাল করবেন, কেউ মারা গেলে শোকাহত হবেন ১ মাস পর-এভাবেই চলুক তাই না?


মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: ধর্মীয় ইস্যুতে ব্লগারদের সম্পর্কে যে নেগেটিভ ধারণা তৈরী হয়েছিলো তা এখন কিছুটা কমছে সত্য কিন্তু ভালো ধারণা এখনও তৈরী হয়নি ব্লগারদের পারস্পরিক মনোবৈকল্যের জন্য।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো ধারণা পৃথিবীতে বেশিক্ষণ থাকে না।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমি ব্লগিং করি সেটা কেউ জানে না।
সবচেয়ে বর কথা, আপনি বা আমি অথবা আমরা ব্লগিং করি সেটা কারো জন্য গুরুত্বপূর্ন নয়।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

গুরুত্ব খুজতে বেড়িয়ে যাচ্ছি না জীবনানন্দের মত।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: আমি বা আপনি ব্লগার বা ব্লগে লেখেন বিশ্বাস করেন এই বিষয় নিয়ে বাকি দুনিয়ার কারো কোন মাতগা ব্যাথা নাই। এটা কোন যোগ্যতার মধ্যেই পরে না। কিছু ধর্মান্ধ ব্লগারদের টার্গেট করেছে নিজেদের কাটতি বাড়াতে। ব্যাস।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


মাথাব্যাথা ছিলো একসময়, ধর্মান্ধরা কাজে লাগিয়ে মানুষের ভাবনা নিয়ন্ত্রণ করতে পেরেছে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্লগ আর ব্লগার সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষের ধারনা একেবারেই অযৌক্তিক রকম ভুলের উপরে দাঁড় করানো।

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

শূন্য সারমর্ম বলেছেন:


এ ভাবনা পরিবর্তনের সুযোগ তেমন নেই।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আমি যে ব্লগিং করি অনেককেই বলিছি। অনেকেই এই ব্লগে আনার চেষ্টা করেছি তারা খুব একটা আগ্রহ পায়নি।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার আশপাশ থেকে ভালো মত নিশ্বাস নেয়া যাবে সম্ভবত।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯

চারাগাছ বলেছেন:
আমার মনে হয় আপনি কি বিষয়ে ব্লগিং করবেন তার উপর অন্যকে জানানো বা না জানানো নির্ভর করে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

বুঝেছি ; পারলে আরেকবার কমেন্ট ব্যাপারটা স্পষ্ট করবেন।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি যে ব্লগে আছি তা আমার বাবা মা বাদে কেউ জানে না । জানতে দিই না কারণ এতে করে লিখে শান্তি পাওয়া যায় !

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


আমারটা কেউ জানে না, জানবেও না।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

রানার ব্লগ বলেছেন: মজার ও দুঃখের অভিজ্ঞতা বলি। নিজেকে ব্লগার হিসাবে একবার পরিচয় দিয়েছিলাম আত্মীয় স্বজনের মধ্যে তাদের যে ভয়ানক অপমানজনক প্রতিক্রিয়া ছিলো তা প্রকাশ্যযোগ্য না।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


ভয়ানক? -পোস্ট দেন তো পড়ে দেখি।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪

গেঁয়ো ভূত বলেছেন: ব্লগারদের প্রতি মানুষের নেতিবাচক ধারণা তৈরির পেছনে এক শ্রেণীর ব্লগারদের কিছু দায় রয়েছে এটাও অস্বীকার করার উপায় নাই, আর সেটাকে মৌলবাদীরা ঠিক মতোই কাজে লাগিয়ে দিয়েছে।
গুজব-প্রোপাগান্ডার এই দেশে যেকোনো বিষয়কে খুব সহজেই নেগেটিভ লেবেল লাগিয়ে দেয়া যায় ।
একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি, সম্ভবত ২০১৩ সালের মে মাসের ৫ তারিখ সকালে আব্দুল্লাহপুর (উত্তরা) মোড়ে হুজুরেরা অবস্থান নিয়েছে, আমি তাদের মাঝে দিয়ে হেটে যাচ্ছিলাম, সবার হাতে বাঁশের লাঠি, আরবি লিখা পতাকা নিয়ে বিভিন্ন উত্তেজক স্লোগান দিচ্ছিলো, কেউ কেউ ব্লগারদের বিরুদ্ধেও শ্লোগান দিচ্ছিলো, আমি কয়েকজন মাদ্রাসা ছাত্রকে সবার থেকে একটু দূরে পেয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ব্লগার রা কি করছে? ব্লগিং কি?

তারা উত্তর দিয়েছিলো - ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়! =p~

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


চমৎকার বাঙালীর চমৎকার উত্তর।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:



ব্লগিং হলো লেখার ও লেখার উপর আলোচনার সর্বশেষ আধুনিক পদ্ধতি; বাংগালীরা যেকোন আধুনিক ভাবনায় ও পদ্ধতিতে পেছনে আছে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


পেছনে থেকে এগিয়ে তাল মিলাতে পারলেই হবে।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৮

নেওয়াজ আলি বলেছেন: প্রথম প্রথম বগ্ল নিয়ে লোকের ভুল ধারণা ছিল বেশী। অন্ধ ধর্মীয় গোড়ামির লোক বলেছে বগ্লে ধর্ম বিরোধী লেখা হয় আর তা প্রচার পেয়েছে বেশী ।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

ধর্মের কারনেই ব্লগ পেছনের সারিতে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ব্লগিং করা ভাল।
আমি আমার কন্যাকে ব্লগিং করতে বলব।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগ জীবিত থাকুক।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৬

কামাল১৮ বলেছেন: সমাজতন্ত্রের সাথে নাস্তিকতার কোন সম্পর্ক নাই।নাস্তিকতা হলো সৃষ্টিকর্তা সম্পর্কিত একটি প্রশ্ন।আর সমাজতন্ত্র হলো সমাজ বিকাশের একটা তত্ত্ব।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:



সমাজে সমাজতন্ত্রের গ্রহণযোগ্যতা হারিয়ে যায়, ধর্ময়ে বলয়ে থাকলে।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৭

চারাগাছ বলেছেন:
আপনার ব্লগিং এবং ব্লগীয় বিষয়বস্তু যদি আপনার জন্য ঝামেলার হয়ে থাকে তবে আপনার উচিত আশপাশে না জানিয়ে ব্লগিং করা।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


এটা সঠিক কথা।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: ব্লগিং তখন ছিল ট্যাগিং। সময় পাল্টিয়েছে, এখন অতোটা ট্যাগিং হয় না।

আমি জানি না আপনি সে সময়ের ধর্মীয় পোস্টগুলো পড়তেন কিনা। যেভাবে আক্রমানত্বক লিখা আসতো তা এক কথায় লিমিট ক্রস করার মতো। বাক স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু সে বাক যদি কাউকে আঘাত করে তাতে আমি বিশ্বাসী নই। যাহোক, এ জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে বিষয়টা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করেছে।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


নো, আমি সেই সময়ের ধর্মীয় পোস্টসমূহ পরিনি।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার পরিবার জানে। তবে এত ভালো করে জানে না। তারা জানে আমি কিছু লিখি। একবার আমার লেখা একটা কবিতা স্ত্রী, ছেলে মেয়েকে প্রিন্ট করে দিয়েছিলাম। তারা পছন্দ করেছিল। কিন্তু কোন ব্লগে লিখি এটা তারা জানে না। পরিবার ছাড়া কেউ জানে না। তবে ব্লগে এমন কেউ থাকতে পারে যে বা যারা আমাকে চেনে। কারণ আমার ব্যক্তিগত কিছু তথ্য আমি বিভিন্ন সময় শেয়ার করেছি।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার ছোট হলেও একটা বলয় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.