নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনার আশেপাশে জিনিয়াস/ব্যাক্তিত্ববোধের মানুষ আছে?

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০





বইপত্রে,মিডিয়া,অন্য কারও বর্ণনায় আমরা জিনিয়াসদের জেনে এসেছি, যে মাধ্যমে ওদের সম্পর্কে জেনেছি সেই মাধ্যম আমাদের 'জিনিয়াস কি? ডেফিনিশন শিখিয়েছি, কাজ বর্ণণা করেছে। আপনি জানেন দ্যা ভিন্চি সম্পর্কে উনি সায়েন্স, আর্ট,এনাটমি বিভিন্ন শাখায় পান্ডিত্য দেখিয়েছে। আইনস্টাইন ক্লাসিক ফিজিক্সের রুপান্তর ঘটিয়েছে,নিউটন জীবনী আপনাকে অনুপ্রানিত নাও করতে পারে,রিচার্ড ফাইনম্যানের জীবনী করতে পারে। হকিং এর মৃত্যু জিনিয়াস আসার পথ বন্ধ করে দিয়েছে নাকি? স্পোর্টসে মেসি জিনিয়াস হয়ে গেলো,সক্রেটিস, প্লেটো স্কুলে যায়নি সভ্যতায় উনাদের প্রভাব অনেক, ম্যান্ডেলা কারাবাস থেকেও প্রেসিডেন্ট হয়েছিলো, এগুলোও বলার মত উদাহরণ নয় কি।


বাঙালীদের প্রিয় ব্যাক্তিত্বের লিস্টে শিক্ষক থাকার সম্ভবনা বেশি, যদিও এই লিস্ট ছোট হয়ে আসছে ধীরে ধীরে।লেখক শ্রেণী থাকতে পারে,হুমায়ন-জাফরদের প্রভাব বাঙালীর মনন মগজে লক্ষ্য করা যায়। কোনো আইডোলজি নিয়ে জীবন-যৌবন কাটিয়ে দেয়া মানুষ লিস্টে থাকতে পারে।জীবনসংগ্রামে জয়ী হওয়া মানুষ অন্যের মুখে কতটুকু হাসি ফোটাতে পারে তা বলা কঠিন,তবুও লিস্টে আসতে পারে।

প্রথম প্যারায় যাদের কথা বলা হলো,তারা সভ্যতার চাকায় হাত লাগিয়ে গতি বাড়ানোর চেষ্টা করেছে, আপনি আপনার জীবদ্দশায় এমন ক্যাটাগরির মানুষের সাথে মেশার সুযোগ পাবেন না। তবুও এদের বাদে আপনার চোখে এমন মানুষ কি আছে যাদের প্রভাব এখনো আপনার জীবনে পড়ে? আর যাই হোক আপনার ডেফিনিশনে সে জিনিয়াস ও ব্যক্তিত্ববান!!







মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

চারাগাছ বলেছেন:
আপনি কি আপনার পোস্ট ড্রাফটে নিচ্ছেন ?
কয়েকটা পোস্ট লক্ষ্য করলাম।

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী, এমনটা হয়েছে। একটাতে আপনার কমেন্টও ছিলো।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: বৈদুতিক বাল্ব এর ভেতরে তেমন কিছুই নেই। একটি বিশেষ তার আছে। এই তারটির সহ্য ক্ষমতা অনেক বেশী। তারটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, তারটি গরম হয়, কিন্তু পুড়ে যায় না। না পুড়ে তারটি জ্বলজ্বল করে। আর এভাবেই, আলো দেয়। তারটি যদি পুড়ে যেতো, তাহলে আলো দিতে পারতো না।

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

মানুষের ভেতরের তার পুড়িয়য়ে সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে হয়, তারপর আলো ও ব্যক্তিত্ববোধ পাওয়া যায় সহসাই।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

জুল ভার্ন বলেছেন: "সবার আমি ছাত্র" – সুনির্মল বসু

"বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে,
নেই দ্বিধা লেশমাত্র।"

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার জায়গায় বসু ব্লগিং করলেও কি এই কমেন্ট করতো কিনা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: আমার আশে পাশে যারা থাকেন তারা অতিমাত্রায় জীবনবাদি প্র্যাক্টিকাল । তারা জিনিয়াসদের মানুষ বলে গোন্যই করে না । এদের ধারনা জিনিয়াস মানে সমাজের জন্য বোঝা । এদের কাছে একজন কবি লেখক বিজ্ঞানী অভিনেতা ভালো বক্তার মূল্য তখনি হয় যখন এরা ভালই টুপাইস কামায় । উহা ছাড়া এরা সব ভেরেন্ডা ভাজা লোক । তবে টেবিলের তলার কর্মে যিনি পারদর্শী তাকে আপনি যদি জিনিস বএন তাহলে তা বেশ ভালো মাত্রায় আছে এবং তারা বেশ সমাদৃত ।

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালীরা ক্ষমতা পেলে পুরো সৌরমণ্ডল বেঁচে দেবার চেষ্টা করবে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: কোনো প্রশ্ন করা চলবে না। শুধু সেই পথে হাঁটো যে পথ অন্ধকারের দিকে ধাবিত হয়েছে ৷ রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, বঙ্কিম, রামকৃষ্ণ, বিবেকানন্দ- প্রবল পরাক্রমে হিন্দুধর্মের কুসংস্কারের জঞ্জাল দুহাতে সরিয়েছেন ৷ মুসলিম সমাজে এমন প্রতিভাধর ও সাহসী মহামানবের আবির্ভাব হয়নি ৷

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


বহু পুরোনো ধর্ম,তাই ঝামেলা বেশি ছিলো বিধায় মহামানবদের দরকার হয়েছে।আপডেটেড ধর্মে তেমন ঝামেলা নেই,তাই মহামানবদের প্রয়োজনীয়তাও নেই।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:


৬ নং কমেন্টে টাইপো:

আমার আশেপাশে জিনিয়াস নেই

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার নিজকে জিনিয়াস মনে হয় নাকি? আপনার চোখে জিনিয়াস কারা?

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নেই, একজনও নেই, আধাজনও নেই।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


যাক ভালোই, আপনার আশ্রমে লালুভুলু আছে, যা অনেকের নেই।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

কামাল১৮ বলেছেন: যে বস্তুর অন্তরনিহিত সম্পর্ক জানে এবং তাদের গতি ব্যাখ্যা করতে পারে সেই জিনিয়াস।

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

নিজের মত করে ডেফিনিশন দেয়েছেন,ভালো।তবে কখনো কোনো জিনিয়াস চোখে পড়েছে?

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


পোস্ট ভালো হয়নি,পঠিত/কমেন্ট কম। অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

কামাল১৮ বলেছেন: বিজ্ঞানে যারা নোবেল বেয়েছে সবাই জিনিয়াস। এমন কি যারা নির্বাচিত হয়েছেন কিন্তু নোবেল পান নি তারাও জিনিয়াস।বাংলাদেশেও যারা বিজ্ঞানে গভেষণা করে তারা সবাই জিনিয়াস।

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


আলফ্রেড জিনিয়াসদের ভার নিজ কাধে তুলে নিয়েছিলো।

১১| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৯

হাসান জামাল গোলাপ বলেছেন: কিবরিয়ার Branding Bangladesh এপিসডগুলোতে যাদের আনা হয় তাঁরা কোন ক্যাটাগরিতে পড়বেন?

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


এ শো সম্পর্কে কোনো ধারনা নেই আমার।

১২| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:২৭

নূর আলম হিরণ বলেছেন: আমার এক বন্ধু ফিজিক্স পরীক্ষার দিন হলে গিয়ে ছবি দেখছে। পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগে এসে অনেক অনুরোধ করে হলে ঢুকছে। সে এ প্লাস পেয়ে পাস করেছে। বিসিএস একবারেই প্রশাসন ক্যাডারের উত্তীর্ণ হয়েছিল। তাকে খুব বেশি পড়তে দেখতাম না।

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:

এমন ক্যাটাগরির মানুষ আমি তেমন দেখেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.