নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মহাবিশ্বের সম্প্রসারণ আমার মগজের ডিসঅর্ডারের মতই।

০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩১







আমার ডিসঅর্ডারের শিকড়ে পুষ্টিগুণ ছিলো না, বিষ মাখানো ছিলো। ধীরে ধীরে বিষ পৌছে যাচ্ছে মগডালের সবুজ পল্লবে। শত চেষ্টা করেও শিকড় উপড়ে ফেলা যাচ্ছে না,পরিণত মগজের বিপ্লবী ভাবনা রুপকথার মত কাজ করছে না, চোখের সামনে বাচ্চা নিমগাছ অশরীরী হয়ে প্রকৃতিকে মোহাচ্ছন্ন করে রাখছে, মধ্যদুপুরে কাকের ভোজ সীমিত আকারে আনন্দ দেয় না আগের মত। সস্তা কাগজে কলমের কালির লেপনে মগজের নিউরোকেমিক্যাল বেঈমানী করে অবলীলায়। বহুপদী রোগীর মূত্রথলির পানি শহরের রাস্তায় ভেসে ভেসে গন্ধ ছড়িয়ে ছড়িয়ে মিলিয়ে যায় বাতাসে। শহর জুড়ে ভাসতে থাকা গালিসমুহ আগের মত টানে না,আপনি অন্ধকার ঘরে নীল কালিতে আর কত সুইসাইড নোট লিখবেন?


বেওয়ারিশ লাশঘরে যৌনতার লালসা কাব্যিক রুপ নেবে না, আন্তঃনগর ট্রেনের বগিতে ঝিমুতে থাকা মধ্য বয়স্ক কেউ জীবনের মায়ার দোলন দৌদল্যুমান থাকে ট্রেনের সাথে পাল্লা দিয়ে।তোমার ভালোবাসায় আমি কখনো পাপ খুজিনি, তবুও তুমি কেন প্যান্ডোরার বক্স খুলে আমাকে তা উপহার দিয়েছিলে? গৌধুলির সময়টায় আমাকে ডাকা হয় বহু দূর থেকে, মৃত্যুর হাতছানি আমাকে ফিরে নিয়ে যায় দেব-দেবীদের গ্রহে। টেলিস্কোপে ধরা দেওয়া গ্যালাক্সিতে স্রস্টার আবেদন মেপে আমি হারিয়ে যাবো জাপানের সুইসাইড ফরেস্টে এবং এমিব্যা হয়ে মগজ খাওয়ার চেতনায় ডুকরে কেঁদে দিবো স্বয়ং আত্নার সাথে।


শ্বাস:প্রশ্বাস চালু থাকলেই আমি দেখে যেতে পারবো আশপাশের বিচ্যুতির ভাবনার ধ্বংসলীলা। হিংসার জ্বলনে পুরো মানবজাতির পরিণতি বহু আলোকবর্ষ থেকে দেখতে পাবে বুদ্ধিমান প্রানীরা।এখনো উনারা এত আলোকবর্ষ দুরে থাকে যে, আলো পৌছানোর অভাবে আজও পৃথিবীতে উনারা ডাইনোসর প্রীতি দেখে;ওরা চিন্তাপরাধে রেখেছে মহাবিশ্বের সম্প্রসারণের সাথে সাথে আমাদের হিংসার কুটিল বীজ বৃক্ষে পরিণত হবার বাসনা দেখার পরিতৃপ্তিতে ঢেকুর তুলবে, ঘুরে ফিরবে গ্যালাক্সি থেকে গ্যালাক্সীতে; আমরা নিঃশেষ হয়ে যাবো আদিমতম কামনা বাসনায়।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



কি বলতে চেয়েছেন, উহাকে বাংলায় লিখুন।

০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৪

শূন্য সারমর্ম বলেছেন:



ভাষাবিদদের কবর জিয়ারত ও বাংলা একাডেমী থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বলছি।

২| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৩

জুল ভার্ন বলেছেন: খুব কঠিন করে লিখেছেন তাই বুঝতে পারিনি।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


মগজের একটা ডিসঅর্ডারকে একটা হেয়ালীর মাঝে রাখতে চেয়েছি, তাই হয়তো কঠিন।

৩| ০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গদ্যের মাঝে জটিল কাব্যিক রূপ।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


হেয়ালী কিছু কথাবার্তা, তেমন কিছু নয় গুরুত্ব দেবার।

৫| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ১:০১

কামাল১৮ বলেছেন: টেষ্ট

০৭ ই মার্চ, ২০২৩ রাত ২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


কি হলো আবার?

৬| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ১:৪১

আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,




মহাবিশ্বের সম্প্রসারণ, একটি বিশৃংখলার মাঝেও শৃংখলা বলে বলা হয়ে থাকে।
আপনার লেখাটিও তেমনি! মস্তিষ্কের "ডিসঅর্ডার"গুলো "অর্ডারলি" হয়ে কী-বোর্ডে সুর তুলেছে; এখন আর সস্তা কাগজে কলমে কালির লেপনের দিনগুলো নেই বলেই হয়তো! কিছু না বোঝানোর মাঝেও যেন কিছু একটা বোঝানোর চেষ্টা।
ভালো লাগলো।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ২:১০

শূন্য সারমর্ম বলেছেন:


কিছু না বোঝানোর মাঝেও যেন কিছু একটা বোঝানোর চেষ্টা " ভালো লাগলো এমন মন্তব্য। ধন্যবাদ।

৭| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৩:৫৭

কামাল১৮ বলেছেন: রাজীবের পোষ্টে মন্তব্য লিখে পোষ্ট করায় দেখলাম,একটা ভুল পাওয়া গেছে।ভাবলাম আবার হয়তো সামু আমাকে ব্যান করেছে।এটাই হয়েছে।এমন কিছু না।

০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


এনিয়ে কতবার ব্যান?

৮| ০৭ ই মার্চ, ২০২৩ ভোর ৪:০০

কামাল১৮ বলেছেন: আমার ইদানি করা মন্তব্য আমারই পছন্দ না।ভালো পোষ্ট আসে না,তাই মনোযোগ নাই।

০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


মনোযোগ বৃদ্ধির দোয়া আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.