নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ব্লগে সবাই সময় কাটাতে চাচ্ছে,মনে হচ্ছে।

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩৬






ব্লগ আইসিউ থেকে বাসায় ফিরেছে; গ্লোবাল ওয়ার্মিং 'এর কারণে তাপমাত্রায় দেশে হিট স্ট্রোকেও মানুষ মারা গিয়েছে, বৃষ্টির জন্য নামাজও পড়েছে। বৃষ্টি নামতেই ব্লগে পোস্ট এসেছে স্মৃতিকাতরতার, সবাই ইমোশনের জোয়ার ভাটায় দেখা মিলছে।বিচারকের প্যানেল গঠিত হয়েছে 'জুলভার্নের ম্যাজিক রিটার্ন সবাই কামনা করছে; স্মৃতিচারণ নিয়ে লেখালেখির পর্যালোচনা করতে গোল টেবিলে হয়তো বসছে বিচারক প্যানেল।



গত কয়েকদিন আগে আমি অনেক বছর বয়ে নিয়ে যাওয়া 'হাটুর ইনজুরীতে ' আবার ব্যাথা পেয়েছি,ফুটবল খেলতে গিয়ে। ফলাফল: গত এক সপ্তাহ বেড রেস্ট,গতকাল করে আসলাম MRI । ভালোবাসা যদি অনুভবের বিষয় হয় তাহলে আমি বোধহয় খুব ভালোমত ফুটবলকে ভালোবাসি, বারবার ফুটবল খেলতে গিয়েই ইনজুরী ট্রমায় ফিরে যাই।

MRI ' তে সিরিয়াস কিছু ধরা পড়লে অপারেশন থিয়েটারে সার্জনের সাথে দেখা করা লাগতে পারে,তবে আমার মনে হয় তেমন কিছুর প্রয়োজন হবে না। দেখা যাক, ব্লগের ডাক্তারগণ আগ্রহ দেখিয়ে আমার হাটুর কথা জানতে চাইবেন, তাহলে আপনাদের কাছ থেকে আমিও মূল্যবান কিছু তথ্য পেতে পারি।



মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে আবার ফুটবল রাজ্যে ফিরে আসুন এই কামনা করি।

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ। ফুটবলে আপনার স্পন্সরশীপের খবর কি?

২| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনলাইনে চিকিৎসা করা বিপদজনক। হাঁটুর রোগ অনেক সময় জটিল হয় এবং সারা জীবন ভোগায়।

ব্লগাররা স্মৃতি কাতর হলে সেটা ব্লগের সম্প্রীতির জন্য ভালো। এটাই বোঝা যাচ্ছে এই কয়দিনের ব্লগের কর্মকাণ্ডে। ভবিষ্যতেও উৎসাহ সৃষ্টি করে এই ধরণের বিষয় নির্ধারণ করা যেতে পারে। আশা করি অনেক সারা পাওয়া যাবে। ব্লগ ধীরে ধীরে জমে উঠছে। এটা ভালো লক্ষণ।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:০০

শূন্য সারমর্ম বলেছেন:


হাটুর চিকিৎসার জন্য নয়, ডাক্তারদের অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম।
**
ব্লগ জমে উঠেছে, মনে হচ্ছে বায়োস্কোপ বসানো হয়েছে সবাই এসে চোখ দিচ্ছে।

৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন:
ধন্যবাদ। ফুটবলে আপনার স্পন্সরশীপের খবর কি?
===============================

এখনো সময় হয়নি জাজ করার।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:০২

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের ফুটবলটা একটু ভালো হলে দেখতে ভালো লাগতো, কালো ছায়া সরতেই চায় না।

৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ডাক্তার কি বললো জানায়েন।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:০১

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি স্মৃতিচারণ লিখে, এডমিনকে জানান।

৫| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সময় কাটাতে না আসলে ।

সব সময় তো আর গুরুগম্ভীর হয়ে থাকা যায় না , তাই একটু হাসতে চাওয়া আরকি !!

ভালো কথা এখানেও প্রশ্ন রেখে গেলেন । অনেক ধন্যবাদ আপনি নিজের খবর জানিয়েছেন বলে । বদনগ্রন্থি মানে ফেইসবুকে আপনাকে আমি পাইনি । তাই খবরাখবর পাই না । তা এখন কোথায় আছেন ঢাকা না চট্টগ্রাম !!

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

ফেসবুক নেই, তাই হয়তো পাননি। আমি এখন চট্রগ্রামে।

৬| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিশ্রাম নিন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী 'ধন্যবাদ। রিপোর্টের অপেক্ষায় আছি।

৭| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫৬

আমি সাজিদ বলেছেন: আমরা সবাই আগেও আপনার হাঁটুর ইনজুরি নিয়ে পড়েছিলাম। এই নিয়ে বোধহয় আপনার একটা পোস্ট ছিল। এমআরআই দেখে আপনার চিকিৎসক যে পরামর্শ দিবেন, আশা করি সেটাই সবচেয়ে ভালো হবে।

০৯ ই জুন, ২০২৩ রাত ১১:০২

শূন্য সারমর্ম বলেছেন:


হাঁটু নিয়ে ভুগতে চাই না আর।রিপোর্ট কি আসে তাই দেখার বিষয়।

৮| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: আশা করি রিপোর্টে সিরিয়াস কিছু ধরা পড়বে না।

নিজেকে সেফ রেখে খেলতে পাড়াটাও কিন্তু ভালো খেলোয়ারের গুন, যেমন মেসি।

০৯ ই জুন, ২০২৩ রাত ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

আমি বাংলায় না জন্মালে 'মেসির উপরেও যেতে পারতাম।

মেসি আরবে যাবে না বুঝা গিয়েছিলো,বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে মেসি আরবদের চিনেছে, ফরাসীদের চিনেছে,তাই ছেড়েও চলে এসেছে।

৯| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৪৫

শাওন আহমাদ বলেছেন: ব্লগ সেরে উঠেছে, আপনিও সেরে উঠুন। আপনার জন্য দুআ ও শুভ কামনা রইলো।

১০ ই জুন, ২০২৩ সকাল ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


অনেক ধন্যবাদ রইলো।

১০| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:০৭

অপু তানভীর বলেছেন: অনলাইন ডাক্তারদের কাছ থেকে পরামর্শ না নেওয়াই ভাল ।
এই বয়সে ফুটবল দেখতে যাওয়া উচিৎ না । বাসায় বসে কেবল খেলা দেখা উচিৎ ।

১০ ই জুন, ২০২৩ সকাল ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


এই বয়স বলতে? আমার বয়স কত বলে মনে হয় আপনার?

১১| ১০ ই জুন, ২০২৩ সকাল ১১:৩৯

মুজাহিদুর রহমান বলেছেন: লেখক বলেছেন:
এই বয়স বলতে? আমার বয়স কত বলে মনে হয় আপনার?

আপনিই বলে দিন।

১০ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৬

শূন্য সারমর্ম বলেছেন:



হাঁটু সার্জারী না করা লাগলে বয়স কমবে, না হলে বেড়ে যাবে।রিপোর্ট পেলে বয়স জানাবো।

১২| ১০ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৯

কাছের-মানুষ বলেছেন: পায়ের যত্ন নিন! বছর দুয়েক আগে পায়ের গোরালি টুইষ্ট হয়েছিল আমার ফুটবল খেলে, ২-৩ মাসের মত লাগছিল ঠিক হতে বাট খেলা বন্ধ দেইনি! খেলে গেছিলাম ইনজুরির সময়েও, তখন টুর্নামেন্ট হত, সিরিয়াস খেলা হত, কেউ না কেউ ইনজুরিতে পরতই !

১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনিও মনে হয় ভালো ফুটবল খেলেন।

১৩| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:২৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনাকে অনেক ধন্যবাদ, আমার পোস্ট প্রথম কমেন্ট করলেন বোধ হয়।

১৪| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৪০

মুজাহিদুর রহমান বলেছেন: লেখক বলেছেন:
হাঁটু সার্জারী না করা লাগলে বয়স কমবে, না হলে বেড়ে যাবে।রিপোর্ট পেলে বয়স জানাবো।

সেই লেভেলের একটা কথা বললেন। :)

১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


অপেক্ষা করুন, বয়স জানানো হবে।

১৫| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: সময় খুব দ্রুত চলে যায়।

১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


সময় বলে কিছু নেই।

১৬| ১১ ই জুন, ২০২৩ রাত ১:৩৩

চারাগাছ বলেছেন:
রিপোর্ট পেলেন কি?

১১ ই জুন, ২০২৩ সকাল ৯:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

আগামীকাল সকালে পাবো।

১৭| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

আমি সাজিদ বলেছেন: আপনার পড়া সেরা পাঁচটি নন ফিকশন বইয়ের নাম বলুন।

১২ ই জুন, ২০২৩ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

আমি কোনো বই পড়া শুরু করে শেষ করতে পারিনি, পরে বই সম্পর্কে সামারী/ইন্টারভিউ দেখে বুঝতে পারি। যেমন - রুশ লেখকদের বই পড়িনি, সামারী/ফিডব্যাক দেখে আইডিয়া হয়েছে ; হারারীর বই শুরু করে শেষ করতে পারিনি,রবার্ট গ্রীনের বইগুলোও তেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.