নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনাদের সহযোগিতার হাত কত লম্বা হয়েছে?

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪২







ব্লগারেরা বিরল প্রজাতি, নিজেদের লুকিয়ে রাখে' লুকিয়ে রেখেও কেউ সরকারের সমালোচনা করে,কেউ ইজমা কিয়াসের মান উন্নয়নের প্র্যাকটিস করে, তুলা গাছে অবয়ব দেখে গল্প উপন্যাস জুড়ে দেয়,কেউ সমুদ্রের তলদেশে ব্যাকটেরিয়ার আচরণ বুঝতে গিয়ে লিখে ফেলে,দেশের নানাবিদ সমস্যা নিয়ে আলোচনা করে সাথে মতামতের আধিক্যে সমাধান উঠে আসে,সময় গত হয় ; সমাধান কেঁদে দেয়। সমস্যা বাড়তেই থাকে।

শিক্ষিত মানুষজন বিশ্বকে বুঝতে পারে,তার আগে নিজেকে বুঝতে পারার সম্ভাবনা বেশি।।বিভিন্ন আইডোলজির ভিতরে ডুকে পড়ে,লালন করে বড় ককরে তোলে ; চিন্তাভাবনায় ফাঁদ,বায়াস,ফ্যালাসি সঠিকভাবে নিরুপণ করতে পারে।আমাদের শিক্ষিতরা মানুষ ঠকিয়ে যে পৈশাচিক আনন্দ পায়, ব্যাপারটা হাজার বছর ধরে 'উপন্যাসের অশিক্ষিত আবুল চরিত্রের চেয়েও বেশি, যে কিনা বউ পিটিয়ে আনন্দ পেতো।দেশের সবচেয়ে বড় পেশা হবে 'সিন্ডিকেট, বিসিএস বাদ দিয়ে সিন্ডিকেটে নাম লেখাতে চাইবে।



ব্লগারেরা শিক্ষিত বিধায় সমাজের মানুষের পাশে দাড়ায় বিভিন্ন বিপদে ' দেখেছি, দেশের স্থলভাগে পানি বেড়ে বন্যা হলে, ব্লগারেরা সাহায্য করেছে সাধ্যমত; কেউ অর্থাভাবে থাকলে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করে,চাকুরীর ব্যবস্থা করে,বিভিন্ন সামাজিক সংগঠনের হয়ে কাজ করে ; অন্যদিকে কেউ মারা গিয়ে বডি পঁচতে শুরু করলে তখন ব্লগারদের হুশ ফিরে যে, আমাদের মাঝের একজনকে অনেকদিন দেখা যাচ্ছে না,মারা পড়লো নাকি।


আপনাদের বলার মত যদি কিছু অভিজ্ঞতা থাকে মানুষের বিপদে সাহায্য করেছেন বা আপনি বিপদে থাকাকালীন কারও সাহায্য পেয়েছেন তাহলে জানাতে পারেন।ভূপেনের "মানুষ মানুষের জন্য গানের সুরের মাঝেই বাতাসে মিশে গিয়েছে কত শত কর্মকান্ড,বাস্তবে রুপ নেয়নি। বেশিরভাগ মানুষ 'রবিঠাকুরের একটা লাইন মেনে চলতে চায় শুধু তাহলো - 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ; তবে একলা চলতে গিয়ে পশ্চিমা বিশ্ব থেকে খবর আসে যে 'একাকীত্ব নাকি ড্রাগের ন্যায় ক্ষতিকারক।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৯

অক্পটে বলেছেন: সত্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


সত্য টুকটাক সবাই তুলে ধরতে পারে, সহজে সবাই পরিবর্তিত করতে পারে না।

২| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫০

এইযেদুনিয়া বলেছেন: একাকিত্ব্ব ঠিক ড্রাগের মতো ক্ষতিকর না। প্রতিদিন ১৫টা সিগারেট খাবার সমান ক্ষতিকর।

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


সিগারেট টানা ২০/২৫ বছর খেলে ক্যান্সার হয়।

৩| ২৬ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

বিষাদ সময় বলেছেন: কত ব্লগার যে নীরবে হারিয়ে গেছেন্। বেঁচে আছেন কিনা তাও জানা নাই।

মান্না দের "মানুষ মানুষের জন্য.....

মান্নাদের, না ভূপেন হাজারিকার?

২৬ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০১

শূন্য সারমর্ম বলেছেন:


মান্নার কফি হাউজের সাথে মিলিয়ে ফেলেছিলাম, ঠিক করে দিয়েছি।ধণ্যবাদ।

৪| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:০০

নতুন বলেছেন: আপনাদের বলার মত যদি কিছু অভিজ্ঞতা থাকে মানুষের বিপদে সাহায্য করেছেন বা আপনি বিপদে থাকাকালীন কারও সাহায্য পেয়েছেন তাহলে জানাতে পারেন।

মানুষকে সাহাজ্য করার চেস্টা করি। তবে তেমন উল্লেখ করার মতন কিছু করে উঠা হয় নি।

কিন্তু মানুষের সাহাজ্য পেয়েছি সব বিপদেই। বন্ধু, আত্নীয়দের কাছে থেকে এবং কি কয়েকজন সম্পর্ন অপরিচিত মানুষের কাছেও আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো যারা আমার বিপদে সাহাজ্য করেছেন।

২০০৫ এ আমার বড় মেয়ের ৬ দিন বয়সে মারা যায়। মেয়ে স্কয়ারের নিউনেটাল আইসিউ তে ছিলো ৬ দিন, বাইরে সারাদিন বসে অনেক অভিঙ্গতা হয়েছিলো জীবনে।

সেই সময়টায় অনেক বন্ধু, আত্নীয় স্বজনের সাহাজ্য পেয়েছি।
* দুবাইতে আমার এক কলিজ + বন্ধুকে আমি জরুরি ভিক্তিকে রাতের ফ্লাইটে দেশে যাবো জানালে তিনি নিজের থেকেই ১ লক্ষটাকা এনে হাতে দিয়ে বলেছিলেন যে লাগলে আরো পাঠাবেন।
* দেশে কাছের বন্ধু ২টা ব্যাংকের কাড দিয়ে বলেছিলো এতে ১ লক্ষ করে টাকা তুলতে পারবো। লাগলে আরো ব্যবস্থা করেবে।
* বন্ধুকে ফোনে মেয়ের জন্য রক্ত লাগবে জানাতেই পাশের বন্ধ যার একই রক্তের গ্রুপ তাকে নিয়ে সাথে সাথে হাসপাতালে চলে এসেছিলো।
* স্ত্রীর আত্নীয় স্কয়ার হাসপাতালের আমাদের জন্য ১ লক্ষ টাকা জমা করে দিয়ে পরে জানিয়েছিলেন যে টাকা উনি পাঠিয়েছেন।
* হাসপাতালে পাশে বসে কথা বলে পরিচয় হয় একজনের সাথে তিনি ডা: তিনি তার স্ত্রীর জন্য আনা রক্ত আমার মেয়েকে দিতে বলেছিলেন হাসপাতালে।
* ডাক্তার একটা ওষুধ লিখে বলেছিলো ইন্ডিয়াথেকে আনাতে, পরে এক ভদ্রলোকের ফোন নম্বার দিয়েছিলেন যে তার কাছে থাকতে পারে। আমি পকেটে ৫০ হাজার টাকা নিয়ে তার বাসায় গিয়েছি যা দাম চাইবে তাই দিয়ে ওষুধ আনবো বলে। কিন্তু তিনি ১ টাকাও নেয়ে নাই। কারন তাকেও একজন ঐ ওষুধ বিনামুলে দিয়েছিলো। আমার মেয়ে মারা গিয়েছিলো আর তারপরে তাকে আর ধন্যবাদ জানাতে পারিনি। তার নম্বরটাও এখন নেই। :(

* উনি ৪ বোতল ওষুধ আমার মেয়ের জন্য দিয়েছিলেন পরের দিন আরেক বাবা আমাকে ফোন করে বলে তার মেয়ের জন্যও এই ওষুধ দরকার। আমিও তাকে ২ বোতল দিতে বলেছিলাম নার্সদের।


আমাদের চারিপাশে অনেক ভালো মানুষ আছে। সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি। সমাজ এখনো খারাপ হয়ে যায়নি। হয়তো অল্পকিছু খারাপ মানুষের খারাপ কাজের পরিমান বেশি। কিন্তু এখনো মানুষের বিপদে অনেক মানুষই এগিয়ে আসে।

২৬ শে জুন, ২০২৩ রাত ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো,চিকিৎসা কেন্দ্রিক সব।আপনার এমন এক অভিজ্ঞতা পোস্ট আকারে পড়েছিলাম বোধ হয়।

৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:০৩

নতুন বলেছেন: ২০১৩ সেপ্টেম্বের ঘটনা এই সব।

২৬ শে জুন, ২০২৩ রাত ১০:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


প্রায় দশ বছর হয়ে এলো।

৬| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: আমার হাত লম্বা। অথচ দেখুন পকেট ফাঁকা।

২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


হৃদয় বিলিয়ে দিন।

৭| ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় ব্লগার'রা সবাই কম বেশি নিজ নিজ সাধ্য অনুযায়ী মানুষকে সহায্য সহযোগীতা করে। যারা লেখালেখি করে তারা আর যাই হোক স্বার্থপর হতে পারে না এবং মেইনস্ট্রিম সোসাইটির অন্য আট-দশজন মানুষের চেয়ে তারা অনেক বেশী মানবিক।

২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

এটা জানার জন্যই এই পোস্ট ফেঁদে বসেছি।

৮| ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:১৫

কামাল১৮ বলেছেন: বৈজ্ঞানিক ভাবে প্রমানিত সত্যই সব থেকে গ্রহন যোগ্য সত্য। বাকি সব সত্যের মাঝেই মিথ্যার মিশ্রণ আছে।

২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


সহমত।

৯| ২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৭ শে জুন, ২০২৩ রাত ৮:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ,হাজিরা কাউন্ট হলো।

১০| ২৭ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৬

অক্পটে বলেছেন: একবার এই চেষ্টাটা করেছিলাম। কেউ পাশে এসে দাড়ায়নি। অগত্যা আমিই ওই মেয়েটির সমস্ত চিকিৎসার ব্যয়ভার নিয়েছিলাম। সাড়ে পাচঁ ঘন্টার অপারেশন! ওরা এখন ভাল আছে। নীচের লেখাটা কি আপনাদের চোখে পড়েছিল? হাসান কালবৈশাখীর সহযোগিতা চেয়েছিলাম ভর্তির ব্যপারে, তার দেয়া তথ্য কাগজে বিদ্যমান হতে পারে তবে বাস্তব বড় কঠিন, আমেরিকায় থেকে এখানকার বাস্তবতা সম্পর্কে না জানারই কথা।

https://www.somewhereinblog.net/blog/jonomot/30335758

২৭ শে জুন, ২০২৩ রাত ৮:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


সাহায্য না পেয়ে কি মনে হয়েছিলো? নির্দয় পৃথিবী নাকি আমার সাহায্য চাওয়ার পদ্ধতিগত ভুল।

১১| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩৪

অক্পটে বলেছেন: আমার দুটোই মনে হয়েছিল। দুঃসময়ে যখন সাহায্য খুবই জরুরী। তখন আসলে মনের যে অবস্থা থাকে আর যদি কেউই সহযোগী না হয়, সেই পরিস্থিতি বয়ান আর কি বলব। পৃথিবীর মানুষকে নির্দয়ই মনে হয়েছিল।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৩:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

নির্দয় পৃথিবীকে কৌশলে বশে রাখতে হয় মনে হয়।

১২| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ১১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



উপকার করার মাঝে আনন্দ আছে। তবে সেই উপকার নেওয়ার জন্য যোগ্য লোক হতে হয়।



০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৩:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার সাথে ব্লগ ব্যাতীত যোগাযোগের অন্য মাধ্যম আছে? ইচ্ছা থাকলে জানাতে পারেন।

১৩| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই ব্লগে একজন ব্লগার আমাকে অনেক বড় একটা উপকার করেছিলেন।
সেই ঋণ শোধ হবার নয়। তবুও আর্থিক ব্যাপারটা শোধ হয়ে গেছে কিন্তু মানবিক ব্যাপারটা রয়েই গেল।

০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগারেরা পাশে দাড়ায়, শুনতে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.