নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগারদের বই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩









বইমেলায় আপনি কি বই বের করেছেন? আপনার বই সর্বাধিক কত পাঠক পেয়েছে?,হুমায়নের হিমু/মিসির আলী চরিত্র সৃষ্টি করতে না পারলে পাঠককে কল্পনার রাজ্যে আটকে রাখা সহজ নয়। ধর্মীয় বই দিয়ে যদি মানুষের জীবনের সমস্যার সমাধান দেয়া যায় নিজের মত ব্যাখ্যা করে তাহলে হয়তো পাঠক পাওয়া যাবে; না হলে পাঠক পথিক হয়ে অন্য পথ খুজে নিবে। কিছুদিন আগে সাইকেলে মাইক লাগিয়ে বই বিক্রির জন্য বলা হচ্ছে,বইটির বিশেষত্ব হলো ' মাত্র ১০ টাকায় জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে,এমনি হযরত খিজির আ: দেখা দিবে প্রসেসে ভূল থাকলে,সমাধান সহসা না হলে কারণ বইটি ধর্মীয়।



ব্লগের বয়সতো কম হলো না, ব্লগার প্লার্টফর্মে এসেছেন, কেউ কেউ ট্রেনে চেপে প্লাটফর্ম চিরতরে ছেড়ে চলে গেছেন। যারা এখনো ব্লগে উকি দেন 'তাদের মধ্যে কারা বই বের করেছেন? কি বই সেটা? কবিতা নাকি রোমান্টিক উপন্যাস নাকি থ্রিলার? কোন ব্লগারদের কি কি বই আপনি কালেকশনে রেখেছেন,পড়েছেন বা পড়বেন ঠিক করেছেন এখনো খুজলে পাওয়া যাবে বাসায় কিন্তু হাতে ধুলো লাগবে বলে খুজতে যেতে মানা।

এখনপর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বই কোন ব্লগারের বই?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

সোনালি কাবিন বলেছেন: এখনপর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বই কোন ব্লগারের বই?

## আমার মতে হাসান মাহবুবের বই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


কি বই? আপনি পড়েছেন।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতার বই আছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো। এই বই নিয়ে পোস্ট থাকলে লিংক দেন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ব্লগারদের লেখা তো ব্লগেই পড়ি। তাই ব্লগারদের বই পড়ার আগ্রহ হয় না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি তো বই লিখেছিলেন মনে হয়।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১

চারাগাছ বলেছেন:
একজন জন্য ব্লগারের কিছু বই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:

লিখতে লিখতে উনি ১০ টা বই লিিখে ফেলেছে।আপনি পড়েছেন কয়টা?

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার একটা কবিতার বই আছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


বিরহের কবির বিরোহী কবিতাসমূহ।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৯

নয়ন বিন বাহার বলেছেন: আমার একটা কবিতার বই প্রকাশ হয়েছে ২০২২ এর বই মেলায়। শেষ মানুষের কবর। বিক্রি তেমন হয়নি। মানুষ না কি এখন কবিতার বই পড়ে না।
এই সপ্তাহে আসছে রিয়েলাইজেশনাল ধারায় লিখিত রিসেট ইউর মাইন্ড। জানি না, মানুষ কিনবে কি না। তবে এই বই সবার পড়া উচিত বলে আমি মনে করি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার শেষ বইটি সম্পর্কে পোস্ট পড়েছি, ; আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি ব্লগ ছাড়া/ মেইল//হোয়াটসএপ?

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

চারাগাছ বলেছেন: হামা ভাইয়ের তিনটা বই পড়েছি।
এই নিন আরেকজন ব্লগার এর বই..

ছুপা রুস্তমের দুইটা বই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি তো ভালোই খোজ খবর রাখেন,আপনার বই কবে বের হবে?

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুইজন সামু ব্লগারের বই আমি পড়েছি। একজন হোল সোহানী আর আরেকজন নারী ব্লগারের নাম ভুলে গেছি। উনি এখন ব্লগে আসেন না। তার বয়স তখন ছিল ২২/২৩ বছর সম্ভবত। বলতে গেলে ব্লগের কনিষ্ঠ সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সাহিত্য চর্চা করতেন। পরে মনে হয় অভিমান করে ব্লগ থেকে চলে গেছেন। অভিমানের কারণ বলতে চান নি। অনল চৌধুরী ভাইয়ের কিছু প্রবন্ধ এবং পত্রিকার কলাম পড়েছি। উনি বেশ ভালো মানের একজন লেখক। কিন্তু ওনাকে ব্লগ থেকে স্থায়ীভাবে ব্যান করা হয়েছে।

সোহানির বইয়ে দেশে বিদেশের মানুষের বিচিত্র আচরণ এবং সামাজিক সমস্যা ফুটে উঠেছে। বিশেষ করে নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে উনি লিখেছেন। বইটা পড়ে ভালো লেগেছে। নতুন কিছু জানতে পেড়েছি। নারী অধিকার নিয়ে উনি বেশ সোচ্চার। কিন্তু মজার ব্যাপার হোল ধড়িবাজ নায়িকা পরীমণি হোল ওনার দৃষ্টিতে বর্তমান সময়ের সংগ্রামী নারীর প্রতীক। এটা শুনে আমার একটু হাসি পেয়েছিল।

দ্বিতীয় তরুণীর লেখা বইটার নামও ভুলে গেছি। তবে এটা মুলত একটা কিশোর উপন্যাস বা গল্প। বেশ ভালো লিখেছেন। কিন্তু উপসংহারটা তেমন ভালো লাগে নি। এই দুইটা বইয়ের খুঁজে বের করতে একটু সময় লাগবে। এখন বলতে পাড়ছি না।

অনল চৌধুরী ভাই সামাজিক সমস্যা, সামাজিক অনাচার, ফিল্ম এবং মিডিয়ার অনাচার, রাজনীতির নোংরামি সহ বহুবিধ বিষয় নিয়ে লিখে থাকেন। এখনও ওনার কিছু বই/ প্রবন্ধ আমার কাছে যেগুলি আমি সময় পেলে পড়বো আশা করি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

পরিমনীকে ব্যক্তিগত ভাবে চিনে নাকি তিনি ; অনল চৌধুরীর লেখা পড়েছি ব্লগে, রাগ করে ব্লগ ছেড়েছেন।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৩

কামাল১৮ বলেছেন: আমি ব্লগের কারো বই পড়িনি,তাই কিছু বলতে পারবো না।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে 'পোস্ট-টোস্ট কি কখনোই লিখবেন না নাকি

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি তো বই লিখেছিলেন মনে হয়।

হ্যাঁ দুটা বই।
রবীন্দ্রনাথকে নিয়ে- ''বিকল্পহীন রবীন্দ্রনাথ''।
আর একটা গল্পের বই- ''টুকরো টুকরো সাদা মিথ্যা'' নামে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


আরও বই নিশ্চই বাজারে আসবে।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি ব্লগ ছাড়া/ মেইল//হোয়াটসএপ?
E-mail: [email protected]
Whatsapp: 01723919252
ধন্যবাদ!

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০০

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ '

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনল ভাই রাগ করে ব্লগ ছাড়েন নি। ওনাকে স্থায়ীভাবে ব্যান করা হয়েছে। উনি ব্লগের আয় ব্যয় নিয়ে প্রশ্ন করাতে ব্লগ কর্তৃপক্ষ একটু মাইন্ড করেছিল মনে হয়। আরও কারণ থাকতে পারে।

তবে ওনার লেখাগুলি খুব ভালো ছিল। বহু বছর ধরে লেখালেখির সাথে জড়িত।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

উনি নিজেকে গবেষক হিসেবে পরিচয় দিতেন।

১৩| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: আমার মনে হয় হাসান মাহবুব এর বইগুলো ভালো চলেছে। ব্লগেও ওনার যথেষ্ট পাঠকপ্রিয়তা রয়েছে।

২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


উনার কথা অনেকেই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.