নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

জ্বীন কি শুধু বিশ্বাস করলেই হবে নাকি কাজে লাগাতে হবে!

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯








জ্বীনে বিশ্বাস করে আমল করা ও জ্বীন লালন পালন করে সমস্যা সমাধান করা একই ব্যাপার নয়। জ্বীনকে কাজে লাগিয়ে যদি আপনি ভোট জিতে যান, পার্লামেন্টে বসেন, তাহলে গায়েবীখেলা দেখবে সবাই ; সহসা বিল পাস হবে।
ঠিক তেমনি ইসলামী ঐক্যজোটের এক প্রার্থী(মৌলভীবাজার-২) স্পষ্ট বলে দিয়েছেন," ভোট কারচুপি রোধে জ্বীন থাকবে কেন্দ্রে, যারা মানুষরুপী এজেন্টকে গোপন খবর দিবে।


মানুষের কাছে গিয়ে ঝাড়ফুক,পানি পড়া দিয়ে ভোট নিজের দখলে আনার চেষ্টা করছেন ঐ প্রার্থী। জ্বীনকে কাজে লাগিয়ে ভোট জিতার কোনো গল্প আপনাদের মগজে আছে? ভালো খবর যে, জ্বীন মানুষের সাথে নাশকতা পছন্দ করে না, বাস -ট্রেন,কেন্দ্রে আগুন দেয় না, শুধুমাত্র অবলা এজেন্ট হিসেবে কাজ করে। আগামীকাল হয়তো জানা যাবে, জ্বীন ঠিক কতটুকু গোপন খবর মানুষকে দিয়ে সাহায্য করেছে, নাকি কাজে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করেছে।


মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

নতুন বলেছেন: এবাবের ভোট কেন্দ্রে অনেক জীনও ভোট দেবে...

সারা দিন কেন্দ্রের বাইরে ভোটার গুনে দেখবেন, দিনের শেষে বাক্সে ভোট বেশি পাবেন... ;)

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বীনরা এত দায়িত্ব পালন করেও, খালি হাতে নীড়ে ফিরে।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

এক চালা টিনের ঘর বলেছেন: You know what? In a madrasha that running by Hefajote Islam - Jin's childs are coming there to study.

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বীনেরা বাঙালীদের ভালোবাসে,তাই পড়তে আসে ; পড়া শেষে ভোটের দায়িত্ব পায়।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক খারাপ পীর জীনের সাহায্যে তার দর্শনার্থী সম্পর্কে আগে থেকেই এমন অনেক গোপন কথা বলে দিতে পারে যার কারণে সেই দর্শনার্থী ভাবে পীর সাহেব খুব কামেল লোক। বাংলাদেশের এই বারের নির্বাচন নিয়ে জীনের আগ্রহ মনে হয় কম। তবে চেষ্টা করলে জীনের সাহায্যে ভোটের কারচুপি জানা সম্ভব। তার জন্য সেই ব্যক্তিকে জীন নিয়ন্ত্রণের তরিকা জানতে হবে।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বীন নিয়ন্ত্রণের তরিকা জানা কামেল লোকজনদের একজন এবার ভোটে দাড়িয়েছে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ ঘটনা। তবে জ্বীনের ভয় দেখিয়ে লাভ হবে না। কবরকে বেহেশত বানানোর ফতোয়া সহজ কারণ মানুষ কবরের ঘটনা দেখে না। বেহেশত দোজখ এর সাথে জ্বীনের ব্যবসা খারাপ নয়। তবে অজ্ঞ মানুষ প্রতারিত হবে শুধু।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বীনেরা আজীবন বাঙালীদের সাথে থেকে ব্যবসাই করে গেলো।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

শ্রাবণধারা বলেছেন: আমি ঠিক একই ধরনের শিরোনামের একটি লেখা লিখে খুব সম্ভবত ব্যানের সম্মুখীন হয়েছি। আমার পোস্টের শিরোনাম ছিলো "জ্বীন-পরীতে বিশ্বাসই যথেষ্ট নয়, প্রয়োজন বাণিজ্যিক ভিত্তিতে এদের কাজে লাগানো" ! :)

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার তেমন পোস্ট পড়ে, আমি কমেন্ট করেছিলাম।জ্বীনেরা হয়তো আপনার পোস্টের শিরোনামটাই ভালোমত নেয়নি।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন: আপনার তেমন পোস্ট পড়ে, আমি কমেন্ট করেছিলাম।জ্বীনেরা হয়তো আপনার পোস্টের শিরোনামটাই ভালোমত নেয়নি।"

আপনার কমেন্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে। কাল রাতে "আমরা কেন ভোট দেই" এই শিরোনামে পোস্ট দিয়ে, মধ্যরাতে আধাঘন্টা ধরে বসে ছিলাম পোস্ট কেন প্রথম পাতায় আসছে না এই ভেবে। অনেক পরে মনে হলো হয়তো আমাকে ব্যান করা হয়েছে। ঘটনাটি দেখে একেবারে হতবুদ্ধ হয়ে গেছি! আমার এই নির্ভেজাল রম্য পোস্ট যে কারো বিষ দৃষ্টিতে পরতে পারে একবারও সেটা আগে কল্পনা করে দেখিনি।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


নোটিশে কি পেয়েছিলেন?

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: এইবার এরকম কিছুই হবে না আমার জানা মতে...
কেননা, কোন প্রতিদ্বন্দ্বিতা নেই, নেই কোন কেন্দ্র দখলের লড়াই।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


এবার জ্বীন হচ্ছে এজেন্ট, পরেরবার ভোটার,তারপর প্রার্থী।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন: নোটিশে কি পেয়েছিলেন?"

না, আমি কোন নোটিস পাইনি।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বীনেরাই ব্যান করিয়েছে তাহলে।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

বাকপ্রবাস বলেছেন: মৃতদের ভোটাধীকার থাকলে জিনদেরও থাকা উচিত

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বীনেরাও ভোট দেয়,দিচ্ছে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

নাহল তরকারি বলেছেন: জ্বীনেরা কেন মানুষ কে সাহায্য করবে? ওদের কি খেয়ে দেয়ে কাজ নাই?

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


সাহায্য যারা চাইতে পারে, তাদের করে।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:



- জ্বীন লালন পালন করা খুব খায়েম আমার। B:-/

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


আশ্রমের জায়গাটা কাজে লাগান।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা .........

এই জ্বীন মানুষ জ্বীন, অলৌকিক কোনো জ্বীন নয়।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষই জ্বীন, জ্বীনই মানুষ।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১

মারুফা ইয়াসমিন বলেছেন: জ্বীন ভায়েদের আত্মসম্মান থাকলে এই অপবাদের মোকাবেলা করুন।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


অদৃশ্য মোকাবেলা চলবে,কামেলরাই টের পাবে।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

মোগল সম্রাট বলেছেন:





জ্বীন কি তাইলে কোকাব শহর ছাইড়া ঢাকা শহরে আখড়া বানাইছে? শনির আখড়ার পর জীনের আখরা নামে একটা থানার নামকরন করলে মন্দ হয় না। :)

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষের হৃদয়েই আখড়া রয়েছে স্বযতনে।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

বিজন রয় বলেছেন: মারুফা ইয়াসমিন.... একজন নতুন ব্লগার।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

শুভকামনা রইলো।
থাকুক,টিকে থাকুক,লিখুক।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন: জ্বীনেরাই ব্যান করিয়েছে তাহলে।"

না মনে হচ্ছে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিলো। অবশেষে সমাধান হয়েছে। অনেক ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

পোস্ট শো করেছে।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

কামাল১৮ বলেছেন: জ্বীনে বিশ্বাস করার প্রধান কারণ হলো জ্বীন দিয়ে পরী ধরা।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


পরী ধরে কি হয়।?

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪২

কামাল১৮ বলেছেন: বেহেস্তে হুরী দিয়ে যা হবে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


বুঝেছি।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৮

রানার ব্লগ বলেছেন: আসুন জ্বীন নামক প্রজাতি কে কাজে লাগাই। এমন বিশাল ক্ষমতাশালী এক জাতি কে আমরা বেকার ফেলে রাখছি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


পার্লামেন্টে আইন পাস করে,সবাইকে কাজে লাগানো উচিত।

২০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জিন কি মানুষের শয়তানির সাথে পেরে উঠবে?

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন:



না,মানুষই শয়তান,জ্বীন।

২১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, দেশের বাইরে প্রায় এক কোটির উপরে মানুষ বসবাস করেন । তাদের ভোট দেয়ার কোন সুযোগই রাখা হয় নাই ।
তাদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা ইচ্ছা করলেই রাখা সম্ভব ছিল।

এছাড়া যারা সরকারি কর্মচারী অর্থাৎ যারা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন । এরকম সরকারি কর্মচারী আছেন প্রায় নয় লাখের মতো ।
তাদের ভোটগুলিও নেয়ার কোনো সুযোগ রাখা হয়নি ।
তাদের ভোটগুলি আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে নিয়ে রাখা যেত।
আফসোস।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২০

শূন্য সারমর্ম বলেছেন:

আফসোস!
দেখলাম, লোকজন বাসায় বাসায় পাঠিয়ে কলিংবেল দিয়ে ডাকা হচ্ছে ;নিচে অটোরিকশা অপেক্ষমান।

২২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় মুসলিম বিশ্বের বর্তমান প্রজন্মটাই শেষ প্রজন্ম যারা জ্বীন-ভূত বিশ্বাস করে, পরবর্তী প্রজন্মে এদের নিয়ে হাসাহাসি করবে। =p~

১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


আরও দেরী আছে।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: জ্বীন বিশ্বাস করা বোকামী। মূর্খতার পরিচয়।

১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বীন বিশ্বাসীদের আইকিউ মাপা সহজ।

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

আলামিন১০৪ বলেছেন: আপনার কাছে একটারে পাঠায়ে দেই, ঘার মটকে দিয়ে জানান দিবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বীন আমাকে দেখলে পালাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.