নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ওয়াসওয়াসা বন্ধী।

১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৪












পবিত্র মাসে শয়তান বন্ধী থাকে, তা হতে পারে কাশিমপুর কারাগারের মত বা এল সালভেদরের কারাগারের মত।শয়তান গং দলবল নিয়ে বন্ধী থাকে জানার পর আপনি রিল্যাক্স ফিল করেন? বাঁচা গেলো, সে আমার নফসে নেই,দিলে নেই,হার্টে নেই -ঐ খানে শুধু আমি আর আমি।ওয়াসওয়াসায় নেই, দোষ চাপানোর ফন্দীতেও নেই।




আমি মাঝেমধ্যে বিভিন্ন সাইকোলজিক্যাল বইয়ের সামারী পড়ি,হিউম্যান ন্যাচার নিয়ে এক লেখকের বইয়ে উনি ১৮ পদের Undeniable কিছু ফ্যাক্ট তুলে এনেছেন, তাতে তিনি মানুষের অন্তরে ওয়াসওয়াসার লাল-হলুদ বাতির কথা না বললেও, তিনি মানুষের হাসির ভেতরের মাস্কটা তুলে আনতে চেয়েছেন।মানুষ নিজের কনফিডেন্স নিয়ে সে স্টোরী নিজেকে বলতে শুরু করে তা ওয়াসওয়াসে রুপ নিয়েছে বলতে লিখতে,জানাতে বসে থাকে অনেক মানুষ।অসৎ মানুষ কি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে? কোথায় কি ঘটে যায়?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই একটু আগে চা খাইলাম।গরুর দুধের চা। চা ওয়ালা সাচ্চা মসলমান। দেখি চা পানশে। চিনি ১ চামচ কম দিসে। দুই টাকা বেশি নিছে চায়ের দাম। শয়তান যদি বন্দী হয়ে থাকে তাহলে ওরে দিয়ে এই শয়তানিটা করালো কে? রমজান মাসে শয়তান আসলে নিজে শয়তানি করেনা তার শিষ্য গণের দিয়ে করায়।

১২ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


শিষ্যগণ রমজানের আগে ঘুমিয়ে থাকে।

২| ১২ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগে কাউকে অনুসরণের মতো না পাওয়াটা ভয়ংকর রকমের চিন্তা-ভাবনা। :|

১২ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


বুঝিনি ঠিক।

৩| ১২ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪২

কামাল১৮ বলেছেন: নিজের সাইকোলজি কাজে লাগান।আর কিছু যুক্তি বিদ্যা শিখুন।যুক্তি বহু রকমের আছে।

১২ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ,আপনি আজও লিখলেন না।

৪| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এগার মাস শয়তান যে ট্রেনিং দেয় তাতেই তার শয়তানি একমাস অটোমেটিক চলতে থাকে।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

অটোমেটিক শয়তান।

৫| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৪

এম ডি মুসা বলেছেন: মানুষ যে গুলো শয়তানের কথায় চলে তারা পরিবর্তন হবে না

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই তো শয়তানের বাইরে নয়।

৬| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:



আপনি কি বলতে চান, সেটা পরিস্কার মনে হয় না।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক বলেছেন।

৭| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চেয়েছেন সেটা আমি বুঝি নাই।

১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবো।

৮| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.