নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনি নিশ্চই আপনার নাড়ী-নক্ষত্র ব্লগে জানতে দেন না!

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:১০







ব্লগিং করেছেন অনেক বছর তো হলো আপনাদের, ব্লগের বয়সও কম হয়নি। এখনো টিকে আছে, সচলায়তন মৃত হয়ে গেছে, দাফন-কাফন সম্পন্ন। অনেকে আফসোস করে বলে, সামু এই গেলো বলে,আইসিউতে, চিল মুরগীর বাচ্চা নিলো। অনেকদিন পর ব্লগে ক্যাচাল দেখা যাচ্ছে, কমেন্ট একশের কাছাকাছি যাচ্ছ,কাউন্টার পোস্ট আসছে।সবাই নিজের মত করে নৈতিকতার বাণী প্রচার করছে। ক্যাচালেে অনেকে যেতেই চায় না,দেশে যুদ্ধ শুরু হলেও প্রেমিকার গ্রীবা নিয়ে কবিতা ছুড়ে দেয়। ব্লগিং -এ আপনাদের পারফরমেন্স কেমন ছিলো; যা সহজে তেমন জানতে পারে না,ধীরে ধীরে বুঝতে পারে। এই যেমন-


: আপনার কয়টি মাল্টি ছিলো?
: কতবার জেনারেল হয়েছেন? ব্যানে পড়েছেন? প্রথম পাতা ব্যানে পড়েছেন?
: অন্য ব্লগারের পাসওর্য়াড আপনার কাছে ছিলো? এক্সেস নিতেন?
: কতবার ক্যাচাল যুদ্ধ জিতেছেন?
: নিজের সর্ম্পকে যা জানিয়েছেন,তা শতভাগ সঠিক ছিলো?

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সব প্রশ্নের উত্তর না বাচক। শুধু শেষেরটা হে বাচক। অর্থাৎ আমি নিরিহ ব্লগার।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার খামার বাড়ী নিয়ে নতৃন পোস্ট আসছে না দেখছি।

২| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৩১

রানার ব্লগ বলেছেন: দ্বিতীয় টা বাদে সব কয়টার উত্তর "না"

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


দ্বিতীয়টায় সর্ব্বোচ্চ কতদিন ছিলেন?

৩| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: নিজের ভাললাগা থেকেই ব্লগিং করি।ক্যাচাল-প্যাচাল ভাল লাগেনা।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


ক্যাচালে মাঝেমাঝে ঝড়াবেন, নতুন কিছু শিখবেন।

৪| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭

মোগল সম্রাট বলেছেন:


লাইফটাইম একটা নিকেই আছি। অতিব নিরীহ ব্লগার।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


সম্রাটদের এক নিকেই ভালো দেখায়।

৫| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সব না।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


ইদানীং ব্লগে সময় দিচ্ছেন; চাকুরী কেমন যাচ্ছে?

৬| ০১ লা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০১

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: দ্বিতীয়টায় সর্ব্বোচ্চ কতদিন ছিলেন?

হাতে গোনা দশ বারো দিন

০১ লা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১২

শূন্য সারমর্ম বলেছেন:


আমি জেনারেল মাস খানেক ছিলাম।

৭| ০১ লা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাবছি সবাই মিলে কোম্পানিটা কিনেই ফেলবো !
একটু সুবিধাজনক অবস্থায় আছি। তাই এক্সেস করতে পারছি।

০১ লা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

কোম্পানী ক্রয়ের ব্যাপারে ব্লগে কিছু লিখেন।

৮| ০১ লা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

নয়া পাঠক বলেছেন: আমি এই ব্লগে প্রথম আইডি খুলি ২০১২ সালে। তখন থেকে এ পর্যন্ত আমার প্রায় ৫-১০ টি আইডি ওপেন করতে হয়। এর মধ্যে কিছুদিন মাল্টি চালিয়েছি, কিন্তু আমার বড় সমস্যা পাসওয়ার্ড ও আইডি ভুলে যাওয়া। যার কারণে প্রায় সবই হারিয়েছি। এখন শুধুমাত্র এই একটি নিক-ই চালু রয়েছে। তাও আবার কাজী ফাতেমা ছবি আপুর সাহায্য নিয়ে পাসওয়ার্ড উদ্ধার করে। যাক আমি একজন নিরিহ ব্লগার, আগে মাঝে মাঝে লিখতাম, কিন্তু এখন শুধুই পাঠক, লিখার চেয়ে আমি পাঠ করতে বেশি পছন্দ করি। কারণ আমি এক অকাট মুর্খ, অজ্ঞানী একজন মানব সন্তান। যে কেবল শিখতেই চায়। ধন্যবাদ সবাইকে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই দেখছি নিজকে নিরীহ ব্লগার দাবী করে বসে আছে।

৯| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:৪৬

এম ডি মুসা বলেছেন: আমি ইরি ক্ষেত থেকে উঠে আসছি আমি পল্লী বালার গ্রাম থেকে উঠে আসছি। থাকিও চরে। তাই আমার গ্রামের মাঝে আমি আমার প্রকৃতির কাছে সেরা আর কোথাও নয়। তবে আমি নিরীহ ব্লগার। ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:১৮

শূন্য সারমর্ম বলেছেন:



প্রকৃতির সন্তান থেকে নিরীহ ব্লগার।

১০| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:৫০

এম ডি মুসা বলেছেন: আমি বলছিনা আমাকে কেউ মনে রাখুক ব্লগে । তবুও আমি চাই সবার মনে থাকতে সেটা হোক আমার আচরণে তার হৃদয়ে বাজুক স্থান করার বাদ্য। আমি চাইনা কেউ আমাকে মনে রাখুক তবু চাই কেউ যদি বলে আমাকে আমি তোমায় চিনি তবুও সেদিন বলবো আমি কারো হৃদয়ে কিছুদিন হলেও স্থান করছি। তবুও চোখের আড়াল হলেও যদি হয়তো দূরে আমাকে মনে পড়ে। সেদিন আমি বুঝতে পারবো প্রিয় আমায় গেছে ওরে........

০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:



হৃদয়ে জায়গার জন্যই অনেক মানুষ অনেক কিছু করে; ব্লগে আপনাকে মনে রাখতে হলে ক্যাচলে অংশগ্রহণ করতে হবে।

১১| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:২০

মৌরি হক দোলা বলেছেন: শেষেরটা বাদে সবগুলোই না। B:-/

০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কয়টি বই লিখেছেন?

১২| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১২:০৮

এম ডি মুসা বলেছেন: নো ক্যোচাল আই এম নট হেয়ার

০২ রা জুলাই, ২০২৪ সকাল ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


দ্যাটস গুড।

১৩| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১২:৩৭

নূর আলম হিরণ বলেছেন: একজনের পাসওয়ার্ড আরেকজনকে ভাড়া দেওয়া হয় এই ক্লেইমটার সাথে নতুন পরিচিত হলাম :) কত কিছু আরো দেখার আছে :-&

০২ রা জুলাই, ২০২৪ সকাল ১০:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


ভাড়ার ক্লেইম আমিও প্রথম শুনলাম।

১৪| ০২ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: ভাই মানুষ এতো সময় কই পায় যে মাল্টি নিক বানাইয়া কমেন্ট করে?

এতো পাসওয়াড মনে রাখে কিভাবে?

আমিতো ১ টা নিকের পাসওয়াডই অট সেভ কইরা রাখছি, যদি ব্রাইজার থেকে মুছে যায় তবে ফরগেট পাসওয়াড করতে হবে...

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার মতই আমার সিচুয়েশন,ব্রাউজারই ভরসা।

১৫| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:২৫

লিখন২০১৬ বলেছেন:

আন্নে আপনার নাড়ী-নক্ষত্রের খপর ব্লগে জানতে দেন না মানিলাম কিন্ত আন্নের বহুৎ সুবাকাঙ্খী গোফরাইন্না তো আপন্নের নাড়ির খপর পকাশ কইরে দিতেসে।


আন্নে নাকি অবিনয়ে বড় মেধাবী।আন্নে নাকি শুন্য নিক খুলিয়া অন্যর মত মানে সোনামিয়ার মতুন এক্ট করিতে পারেন বড় বালাভাবে। আপনার সিভিও উনার মত বিশাল চাকরীদাতার কাছে আছে। মুনে কয় আপনারে মঠেলিং লয়া ফুডো তলবেইন। আন্নে অনুকরনে বড় বালা বড় বালা তাই চাদগাজির স্টাইল সোন্দরভাবে ফলো কইরছেন। তাই তিনি আন্নের সিভি লয়াও আপনারে কিচ্চু পে করবো না। উনার বড় খায়েস উনারে নিয়া জাহেদ হোক ইরজন্য উনি সোনামিয়ার লগে এক লগে মুততেও রাজী আছেন আর সেই মুতে নাকি আমরা হক্কলে ভাইসা যামু। কামডা কি ঠিক হইলো? আপনের নাড়ি নক্ষত্রর খপর উনি একাই বুলগে প্রকাশ করি দিলো। আন্নের সিভি দেওয়া তো বালির ঢিবি হই গেলো ভাউজান।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার কাছে সিভি পাঠাবো,মেইল দেন।

১৬| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:১২

ধুলো মেঘ বলেছেন: আমি যতবার মাল্টি খুলেছি, সব পাসওয়ার্ড ভুলে যাবার কারণে। আর মার ৪/৫ টি আইডি নাই হয়ে যায় সামু কর্তৃপক্ষের একটা হঠকারি সিদ্ধান্তে।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার মত সামুতে তেমন কাউকে চোখে পড়ে না,হঠকারিতার ক্ষেত্রে।

১৭| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:০৮

কিশোর মাইনু বলেছেন: একটাই চালাতে পারিনা ঠিকমত, আবার মাল্টি। জীবনে কখনো কোথাও কোন ধরণের ব্যান এ পড়িনি। ক্যাচালে না যাওয়ার চেষ্টা করি সর্বদা। সো জিতা হারার প্রশ্ন ই আসে না। আর আমার সম্পর্কে এ পর্যন্ত অনেক কিছুই শেয়ার করেছি ব্লগে। আজকে ও একটা পোস্ট দিতে পারি নিজের জীবনের কিছু মজার কাহিনী নিয়ে। আমার ব্লগ পড়লে আমি কেমন মানুষ সে সম্পর্কেই একটা ধারণা হয়ে যাবে এত বেশী শেয়ার করে ফেলেছি ইতিমধ্যেই। মিথ্যা কথা না বলার চেষ্টা করি। একদম ই বলিনা বললে ও খুব একটা ভুল বলা হবে না। সবচেয়ে বেশী ঘৃণা ই করি আমি এই দিক টা। আমার বন্ধুরা আমার সত্যবাদীটা নিয়ে গালাগালি পর্যন্ত করে আমাকে। তো মিথায় বলার প্রশ্ন ই উটে না। কেন মিথ্যাবাদীদের প্রতি এই বিদ্বেশ??? কারণ আমার জীবনে যতবার মারাত্বক ধরণের কষ্ট পেয়েছি, কেদেছি, তার সিংহভাগের কারণ ছিল মিথ্যা কথা। হয়তো অন্য কারো মিথ্যার কারণে আমাকে ভুগতে হয়েছে, অথবা আমার হেলায় বলা কোন মিথ্যা আমার ডাউনফলের কারণ হয়েছে। আমি হয়তো ন্যাড়া নই, কিন্তু মাথায় বেল পড়লে ব্যাথা ঠিক ই হয়।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি নিরব দর্শকের ভূমিকা পালন করেন ব্লগে।

১৮| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:১১

লিখন২০১৬ বলেছেন: আমারে সিভি দিয়া কি কইরবেন? আমি কি মঠেলিং ফুটো তোলক? ওহ আন্নে তো আবার এন্জিনীওর। ভাই এন্জিনীওর হয়া ফুডোতোলকের কাছ সিভি কেন দিসিলেন জানতে মুনে চায়।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আমারো মন চায়, আপনাকে সিভি দেই।

১৯| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৩১

লিখন২০১৬ বলেছেন: বাহে আমি ওয়েটাইতেসি কহন আন্নে আন্নার সিভি দেওয়া বেক্কল বস গোফরাইন্নার লাহান আমাকে ব্লক মাইরা ফাল পাড়বেন।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

মেইলটা দিন,সিভি দিবো, ব্লক দিবো না।

২০| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৩৯

লিখন২০১৬ বলেছেন: [email protected]
ইমেইল আইডিডা দিলাম ভাউজান। তয় সিভি দিয়েন না আমি মঠেলিং ফুডো তুলবার চাইতেসিনা। তয় গোফরাইন্না আর তার মালডিগো মতন ডরপুক না আপনে। আপনে সাহসী। নেন শুভেচ্চা লাল নিশিপদ্ম।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে মেইলে সিভি দিবো না, অন্য কিছু দেবো সময় মত।

২১| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:০৫

কিশোর মাইনু বলেছেন: আর কী করার আছে ভাই? আমি ব্লগের না মডূ না সিনিয়র। ইচ্ছা থাকলে ও পড়ালেখা, জব, ফ্যামিলি মিলে ব্লগে ও অরকম সময় দেওয়া হয় না। আর এমনেই গালাগালি যুক্ত পোস্ট বা ব্যাক্তি আক্রমণ যেটা এবার এসে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ইগ্নোর করার চেস্টা করি সর্বদা। তবু ও কিছু জিনিস জানতে পারলাম। একজন নাকি অবসর নিয়েছেন, আরেকজন নাকি ব্যান খেয়েছেন। সেটা নিয়ে আবার অনেক ব্লগার ২/৩ ভাগে ভাগ হয়ে কামড়াকামড়ি শুরু করে দিয়েছেন। এখন দুঃখের বিষয় হচ্ছে এই ক্যাচালের মধ্যে আমার কিছু পছন্দের ব্লগারদের ও দেখতে পাচ্ছি। দুই নৌকায় পা দিয়ে নিজের বিপদ ঢাকার কোন মানে হয়না। সব কাহিনী ঠিকমত জানিনা বলে এই সব ক্যাচালের সুত্রপাত কোথাথেকে হচ্ছে বা ইন্ধন কে জোগাচ্ছে সেটা ও বুঝতে পারছি না। নীরব দর্শক হওয়া ছাড়া তো আর কোন পথ দেখছি না।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


থাকুন, ব্লগ আপনাকে হৃদয়ে টানেনি সম্ভবত।

২২| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:১৩

লিখন২০১৬ বলেছেন: দিয়েন তবে যাই দিবেন চিন্তা কইরে দিবেন ভাউ। আমি তো গোফরাইন্নার মত বেক্কল না কাজেই ভাবনা চিন্তা কইরেই দিয়েন যা দিবার।

তয় আন্নের গোফরাইন্না বসে একখান গল্প লিখছে আইজকা। গল্প পইড়া মনে হইলো গল্পের গরু গাছে উডে। ভাউ আমি টার গল্পের গরুর পাঙ্খা হয়া গেলাম।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:



গ্রাম্য শালিস বসাবেন নাকি? খালি গোফরান গোফরান করছেন যে ; এসব বাদ দিন।

২৩| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২৯

লিখন২০১৬ বলেছেন: কি কন এইসব? গেরাম পাইলেন কই আর শালিসই বা পাইলেন কই? গোফরাইন্না গোফরাইন্না করতেসি তার কারণ জানতি কি বাকী আছে আপনের? তয় আপনে বলছেন যখন খেমা দিলাম। আর আসুম না।

০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.