নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন কখনো।এক ব্লগারকে বহুদিন ফোন দিচ্ছি, রিসিভ করে না -ব্যাকও করে না; উনি কি কোনো কিছুর ভয়ে তা করছে? উনি তো আওয়ামীলিগার নয়, কোথায় কি সমস্যা? অন্য জন্ এত সেনসিটিভ যে, জোরে নক দেয়াতে বলে আমি বহু আগেই আপনার পার্সোনালিটি সম্পর্কে বুঝে এড়িয়ে যেতে চেয়েছি, তবে তিনি এডিট করে দিতে চায়নি -এই হচ্ছে ইগোর দশা।
আপনি কি মাল্টি ব্যবহার করে দুই হাতে দুইটা আইডি চালিয়ে ব্লগিং করেছেন, করলেও কি নিয়ে গেছেন? কি দিয়েছেন, ব্লগকে? ব্যান ব্যান খেলায় জয়ীরা ভিতরের কাউকে কি জিতিয়ে দেয়,খেয়াল করেছেন? পশ্চিমে কমলা হয়তো জিতবে, হয়তো না তবে কমলা ম্যাকডোনাল্ড চিনে আর আমেরিকা নয়। হলুদ হলুদ আলু ভাজা। আমাদের ইউনুসও গণভবন চিনে না, চিনে বঙ্গভবন ও যমুনা এবং ছাত্র জনতা চিনে জাতীয় পার্টির অফিস। আপনি নিজে আপনার ইগোকে চিনেছেন?
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি উনার ফোনটাই দেখলেন, অন্য কিছু জানেন না। আচ্ছা ঠিক আছে ফোনে কানেক্ট করা গেলে আপনাকে ফোন দিতে বলবো।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
চারাগাছ বলেছেন:
যে ফোন ধরছে না নিশ্চয়ই কোন কারণ আছে।
আননোন নাম্বার থেকে চেষ্টা করুন।
হুট করে ইগোর প্রশ্ন তুলবেন না।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
আননোন নাম্বার থেকে আপনিও ফোন ধরবেন না, কে জানি আপনি পূনজন্মে উনি হয়ে জন্মান কিনা।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১০:২৮
জুল ভার্ন বলেছেন: আমি সাধারণত আননোন নম্বরের ফোন রিসিভ করিনা। আবার আমাকে চেনেন না তেমন কাউকে আমি ফোন দিলে আগে একটা মেসেজ দিয়ে নিজের পরিচয় জানিয়ে দেই।
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার ইগো সম্ভবত প্রোফাইলের তোতার মত।
৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৬
শায়মা বলেছেন: আননোন থেকে ফোন আসলে আমি ধরে নেই নিশ্চয় কোনো পারসেলের লোকের ফোন। তাড়াতাড়ি ধরে ফেলি!
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
মেয়ে/মহিলাদের ইগো ওরা বুঝতে পারে না।
৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২৪
চারাগাছ বলেছেন:
আপনার চেনে বলে আপনার ফোন রিসিভ করছে ধরে নেয়া যায় আপনার পোস্ট অনুযায়ী।
তাই বললাম আননন নাম্বার ট্রাই করতে।
অনেক ক্ষেত্রে আপনি সহজ কথা বুঝতে চাননা।
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
আননোন স্ট্রেটেজী কি মার্কেটে নতুন আমদানী? সব ট্রাই করা হয়েছে, আপনি দেখবেন চারাগাছে যেন শৈশব লেপ্টে না থাকে।
৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ২:০৫
চারাগাছ বলেছেন: যারা আমার ফোন রিসিভ করে না আননোন নাম্বার থেকে কল দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি।
চারাগাছেরও শৈশব আছে।
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার সাথে উনার যোগাযোগ থাকলে বলবেন, আমাকে কাল কল দিতে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
মিরোরডডল বলেছেন:
এক ব্লগারকে বহুদিন ফোন দিচ্ছি, রিসিভ করে না -ব্যাকও করে না; উনি কি কোনো কিছুর ভয়ে তা করছে? উনি তো আওয়ামীলিগার নয়, কোথায় কি সমস্যা?
ফোন না ধরলে, কল ব্যাক না করলে এখানেও আওয়ামীলীগ কে টেনে আনা হয়!!
আজব!!!
কেউ ফোন না ধরলে কেনো মনে হয়েছে সে ভয় পাচ্ছে?
মানুষের কত রকম বিপদ হতে পারে, সমস্যা থাকতে পারে।
এমনও হতে পারে সে বিরক্ত।