নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি এন্টারটেইনমেন্টের খুবই জনপ্রিয় মাধ্যম,সবাই মুভি দেখে,যারা দেখে না তাদের নিয়ে হয়তো পরে বায়োপিক বানানো হয়, তখন নিজের মুভি দেখতে পারে। আমি, আপনি যাদের নিয়ে কখনো বায়োপিক বানানোর সম্ভাবনা কখনো নেই তাদের কি দশা?
দেশের মুভি নিয়ে দেশের মানুষ হয়তো হতাশ, তেমন কিছু নেই ; হিরো আলম, জায়েদ খান, জলিল ও শাকিব খান তাদের দিয়ে ইন্ড্রাস্টি আগাচ্ছে? শাকিব বেশি দুর যায়নি কলকাতা পর্যন্ত গিয়েছে, জলিল মুভিতে টাকার গরম দেখায় যা হয়তো ঠান্ডায় কাজে দিবে। ব্যবসা সফল মুভি কিছু আছে,সেন্সরবোর্ডে মুভি আটকে থাকতো ফারুকীর,এটান সমাধান হয়ে গেছে, উনি এখন উপদেষ্টা। মুভিতে আমরা রাজকীয় আসন দখল রাখবো।
পাশের দেশের মুভির প্রভাব অনেক এদেশে, সাউথের মুভি কিশোর গ্যাংদের মোটিভেশনে সহায়তা করে।বলিউডের কিছু মুভি নিয়ে ফ্যাশিনেশন কাজ করতে দেখেছি অনেককে; থ্রী-ইডিয়ট দেখে আমির সাজা, হৃত্তিকের জিন্দেগী থেকে বন্ধৃত্বের নতুন মানে বের করা, এদিক সেদিক ঘুরে বেড়ানো।সবই ঠিক আছে ; তবে আপনি জ্ঞানী ব্লগার আপনি কীভাবে দেখেন, কিছু লেসন নিয়ে নিজের জীবনে প্রয়োগ করেছেন কখনো?
পশ্চিমে সবকিছু নিয়ে মুভি হয়, যারা মুভি দেখে তা হয়তো জানবে।রেটিং জানবে, নিজেও রেটিং দিবে, রিভিউ করবে,ব্লগে এখন রিভিউ তেমন দেখা যায় না, বিপ্লব সব নস্যাৎ করেছে মনে হয়। দেশের নাটকের রাঘববোয়ালরা এখন নতুন আইটেম খুজে পেয়েছে, ভালোবাসা কমে গেছে কন্টেন্টে। সত্য ঘটনা তুলে ধরতে চায় অনলাইন প্লাটফর্মে;এসব দেখতে টাকা লাগে।পশ্চিমের মুভি ইংরেজী শিখার মাধ্যম, পশ্চিমের রোমান্টিকতা বেশিদিন থাকে না, ছাড়াছাড়ি হয়ে যায় তাই অনেকে পছন্দ করে না।কিছুদিন আগে একজন বললো সে বছর খানেক যাবৎ তুর্কী সাম্রাজ্য নিয়ে সিরিজ দেখছে, এটা দেখলে নাকি তান ঈমানের জোর বাড়ে, আযান কানে আসলে ওযু করে নামাযে বসে, কিন্তু হাতে কখনো তলোয়ার থাকে না।আপনাদের এমন কিছু হয় নাকি?
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
ফলো করে কি উন্নতি করেছিলেন।
২| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭
নতুন বলেছেন: বিদেশী বেশি বাজাটের মুভিগুলিতে ভালো ম্যাসেজ থাকে।
দেশী নাটক মুভি এখন টাকা কামানোর জন্য পাবলিক যা খায় তাই বানায়।
There Is No Secret Ingredient (Kung Fu Panda)
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
কিছু মেসেজ দেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
নতুন বলেছেন: There Is No Secret Ingredient (Kung Fu Panda)
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
লিংক কাজ করছে না।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৪
সোনাগাজী বলেছেন:
আমি মুভি দেখি পরিচিত লেখকের বই না পড়তে; মুভি দেখলে ২ ঘন্টায় পড়া হয়ে গেলো।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
মুভিতে বইয়ের সব পাওয়া যায়?
৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: আমার কাছে ডার্ক মুভি ভালো আগে। লাস্ট ৫ বছরে দেখা মুভির মধ্যে Super deluxe মুভি মনে দাগ কেটেছে।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
ডার্ক জার্মান সিরিজটা দেখেছেন নাকি।
৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: মুভি দেখি অলস সময় কাটানোর জন্য।শুরু থেকে শেষ পর্যন্ত দেখি না।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি এজন্য মসে হয় পোস্টও করেন না।
৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩২
সৈয়দ কুতুব বলেছেন: হ্যা! সেটা তো সিরিজ।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে ধারণা না থাকলে, সিরিজটা কঠিন।
৮| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৭
শেরজা তপন বলেছেন: থ্রিলার আর হরর বাদে আর সব ধরনের মুভি মোটামুটি ভাল লাগে। আমি বেছে বেছে অনেক মুভি দেখি। টাকা পয়সা দিয়ে মুভি দেখায় আনন্দ আছে, যারা করছে তাদের দু'পয়সা আয় হয়- ফ্রি দেখলে নিজেকে চোর চোর মনে হয়।
বাংলাদেশের কিছু ওয়েব কন্টেন্ট ভাল মানের হচ্ছে।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
ওয়েব কন্টেন্ট ভালোর দিকে যাচ্ছে, ভালো; মানুষের রুচি পরিবর্তিত হলে ফ্রী খুজবে না।
৯| ২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সিনেমা, উপন্যাস, নাটক থেকে কখনো কিছু শিখার চেষ্টা করি নাই।
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি হয়তো বুদ্ধিমান।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
আমি সাজিদ বলেছেন: অনেকদিন দেখি না। ক্যামেরার কাজ, গল্প বলা ধরন ফলো করতাম।