নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনপুরা মুভিতে একটা ডায়ালগ ছিলো যে, গাজী বেটারে তুমি চিনো না, বেশি ফাল পাইরো না। এদিকে ব্লগের গাজীকে সবাই চিনে, যারা লাফালাফি করে তারা ব্যবস্থা নেয়,গাজী কিছু করতে পারে না,ব্যান খেয়ে খেয়ে ফিরে আসে শুধু।
বাংলা ব্লগে আজ গাজীকে খুজতে গিয়ে দেখি, ইংরেজী লেখা ' Sorry,blog has been suspended ' উনি রুলস ভেঙেছেন তাই উনাকে ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। কথা হলো, কে কে খৃশি হয়েছেন? মিলাদ দিয়েছেন নাকি কেউ কেউ? আপদ গেলো, ব্লগে এখন জান্নাতের ন্যায় সুবাতাস প্রবাহিত হবে,এমন কারা ভাবছেন?
দেশ,জাতি, সমাজ নিয়ে উনার লেখাসমূহ কি কারও কারও চুলকানির উদ্রেক ঘটায়, নাকি কমেন্ট জনিত সমস্যাই একমাত্র কারণ।কোথাও কি কিছু ফাঁস হয়ে যায় নাকি, ইগোকে হিট করে কিছু? যাই হোক উনি চিরতরে কবে যাবেন কেউ জানলে ব্লগে খবর আসবে, তবে আপাতত ব্লগে নেই, নতুন 'গাজী লোডিং হচ্ছে কিনা তাও জানার উপায় নেই।
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
শূন্য সারমর্ম বলেছেন:
নিক ব্যাপার না, উনার খবর নিন শরীর কেমন।
২| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: হায় হায় তাইতো!!!
তো তুমি সবার আগে খবর পেলে নাকি ভাইয়া???
কারণ কেউ তো এখনও কিছুই লিখেনি দেখছি।
যাইহোক একটা অতি কঠিন কষ্টকর সত্য হলো কাউকে ছাড়াই কিছু অচল হয়ে যায় না। তাই যদি হত অতি অতি আপনজনকে পৃথিবী থেকে হারিয়েও কেউ বেঁচে থাকতে পারতো না। তবুও এই পৃথিবীও একদিন নিঃশ্বেষ বা অচল হয়ে যাবে।
তবুও আমি চাই ভাইয়া আবার নতুন নিকে ফিরে আসুক যেহেতু ভাইয়া এইখানে লিখতে ভালোবাসে। আর ব্যানড হতে হয় এমন কাজ না করুক।
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
উনি কি এমন কাজ করতো আপনারা এত বুঝধার মানুষও উনাকে শেখাতে পারলেন না।
৩| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৬
সৈয়দ কুতুব বলেছেন: আমি মাত্র একমাস হয়েছে লিখালিখি করছি। উনার সাথে ভালোভাবে পরিচয় হইলো না! সিনিয়র কেউ জানতে পারেন উনার অবস্থা!
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
দেখি খবর আসে কিনা।
৪| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯
শায়মা বলেছেন: বাপরে! আমি তো শিখাই ৩/৪/৫ বছরদেরকে । ভাইয়াকে কিছু শিখাবার বা বুঝাবার মানুষ কি একজনও আছে এই ধরিত্রীতে?
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
ধরিত্রী উনাকে শিখায়, পাশাপাশি কর্তৃপক্ষো শেখাতে চায় বারংবার।
৫| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯
অপু তানভীর বলেছেন: চিন্তা নাই, উনার কাছে তো কারো নিকের পাসওয়ার্ড রয়েছে । সেটা নিয়ে মন্তব্য করবেন ।
করলেন বলে .....
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কি কনপিবরেন্সী থিউরীরর জনক নাকি?
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি অনেক কিছুই জানেন, তবুও মুর্খের ন্যায় আচরণ করেন।
৬| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯
ঢাবিয়ান বলেছেন: এই সিদ্ধান্তটা খুব ভাল হয়েছে গাজী সাহেবের জন্যই । এই বৃদ্ধ বয়সে যেভাবে মিথ্যাচার করে বেড়ান তা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে।
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি উনার ভালো চান, তাই হয়তো মিথ্যাচারের জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন।
৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
আলামিন১০৪ বলেছেন: ওনার ব্লগীয় মন্তব্যের ভাষা শিষ্ঠচারের সীমা অতিক্রম করে প্রায়শই। তিনার ভাষায়, বেশির ভাগ লিখাই গার্বেজ...।
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি নিশ্চই গার্বেজ লিখেন না।
৮| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
অপু তানভীর বলেছেন: হা হা হা ! সব চেয়ে জ্ঞানী তো আপানর সোনামিয়া । দো জাহানের সকল জ্ঞান কেবল তার ভেতরেই । তার সাগরেদ হিসাবে আপনিও বিশাল জ্ঞানী । আমি অতি সাধারণ ।
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
সত্যি বলতে জ্ঞানীরা কখনো স্বীকার করে না আমি জ্ঞানী, এই দেখৃন আপনি। কত সহজ,সরল স্বীকারোক্তি দিলেন আমি অতি সাধারন।
৯| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
মিরোরডডল বলেছেন:
I feel so sorry for him.
I'm shocked!!!
আমি জানি ওনার কিছু বিল্ট-ইন প্রবলেম ছিলো, উনি নিজেকে কন্ট্রোল করতে পারেনা কিন্তু সেটা খুব সহজেই ম্যানেজেবল।
যাদের ওনার কমেন্টে প্রবলেম হয় তারা তাকে ব্লক করতে পারতো, কমেন্ট ইগ্নর করতে পারতো।
ব্যান না করেও ওনাকে ওনার মতো ব্লগিং করতে দেওয়া যেতো।
আমি ওনার অসংলগ্ন আচরণকে সমর্থন করিনা, কিন্তু এটা বুঝি যে এই আচরণ ওনার নিয়ন্ত্রনের বাইরে।
এই একটা বিষয়ে ওনার নিজের ওপর কন্ট্রোল নেই। উনি বার বার প্রমিজ করেও প্রমিজ রাখতে পারেন না।
তাই আমি এটাকে ওনার একটা মানসিক সমস্যা হিসেবেই দেখি, যার কোন নিরাময় নেই।
আমার অবজারভেশন হচ্ছে ওনার যেমন অনেক ভুল আছে, একইভাবে অনেক ব্লগারেরাও ওনার সাথে অনেক অন্যায় করে। আবার অনেকে অনেকসময় ওনাকে সঠিক বুঝতে পারে না বা ভুল বোঝে। সমস্যা ওনার একার নয়।
এনিওয়ে, এটা ব্লগ টিমের সিদ্ধান্ত।
আমাদের অনেকের পরিবারেই ওনার বয়সের সিনিয়র সিটিজেন আছেন, যারা এই ধরণের আচরণ করে থাকে।
পরিবারে অনেকেই বিরক্ত হয়, তারপরও মানিয়ে নেয়। কারণ তারা পরিবারের একটা অংশ।
সামুকে আমরা মুখে মুখে পরিবার বললেও আমাদের আচরণ সেটা বলেনা।
আমার সাথেও কত সময় খেলাঘরের কনফ্লিক্ট হয়েছে।
লাস্ট ফিউ মান্থস উনি আমাকে কমেন্ট ব্লক করে রেখেছে।
So what?
আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছি, হয়তো আমার কোন আচরণ ওনার ভালো লাগেনি তাই অভিমান থেকে করতেই পারে।
আমার দৃঢ় বিশ্বাস উনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারেনা, it's kind of disorder.
That's why I feel for him.
I wish I could help him, but unfortunately that's how he is, it's a built-in problem.
এনিওয়ে, খেলাঘর আমার অনেক প্রিয় একজন ব্লগার।
With all his shortcomings, I do like him and respect him.
My best wishes always for him.
I'll miss you খেলাঘর।
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
নিজের মত ব্যলেন্স করে ব্যাখ্যা করেছেন, ভালো। আচ্ছা উনি ঠিক কোন মেন্টাল ডিসঅর্ডারে ভুগছেন বলে মনে হয়?
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
উনি বাদে ব্লগের আচরণ নিয়ে কিছু বলবেন।
১০| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
সৈয়দ কুতুব বলেছেন: বুধবার রাতে কঘা হয়েছে আমার সাথে ব্লগে। নতুন ব্লগারদের সাপোর্ট দিতেন সবসময়!
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি সাপোর্ট পেয়েছেন, কারণ আছে।সবাই পায় না এটারও কারণ আছে।
১১| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
আমি সাজিদ বলেছেন: আমার সোনাগাজীকে নিয়ে অভিযোগ নাই। তিনি যা করেন/ তার যা করা উচিত, সবাই জানেন। ব্লগের মডারেশন প্যানেল তাকে তার আইডি ফিরিয়ে দিবে এই প্রত্যাশা করি। চেক এন্ড ব্যালেন্সের জন্য তাকে দরকার আছে। অহেতুক ঝামেলা না করে ব্লগে থাকুক।
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
শূন্য সারমর্ম বলেছেন:
দেখি কবে ফিরে,আদৌ ফিরে কিনা।
১২| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
কামাল১৮ বলেছেন: অলি বার বার ফিরে যায়,অলি বার বীর ফিরে আসে।
অপেক্ষায় থাকলাম।
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
শূন্য সারমর্ম বলেছেন:
আসুক,গাজী বেশে।
১৩| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
জটিল ভাই বলেছেন: নেক্সট পার্ট লোডিং...........
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার প্রোফাইলের ছবি অনেক জায়গায় দেখেছি, কাজটা কি আপনার?
১৪| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
শাহ আজিজ বলেছেন: আমিও কদিন গাজির লেখা না পেয়ে আজ সকালে প্রফাইল চেক করে সাজা এ মউত এর সংবাদ পেলাম ।
ব্লগে একটু হৈ চৈ না হলে জমে না ।
গাজি ফিরে আসুক ।
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
দেখি।
১৫| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫
আঁধারের যুবরাজ বলেছেন: @যাদের ওনার কমেন্টে প্রবলেম হয় তারা তাকে ব্লক করতে পারতো, কমেন্ট ইগ্নর করতে পারতো।
ব্যান না করেও ওনাকে ওনার মতো ব্লগিং করতে দেওয়া যেতো।
@গাজি ফিরে আসুক ।
- অপেক্ষায় থাকলাম।
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
দেখি, কে কাকে ব্লগিং করতে দেয়।
১৬| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৭
জুল ভার্ন বলেছেন: জীবনানন্দ দাশের কবিতা
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায় – রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে,
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কবিতা কোথায়, জীবনানন্দ ও বলাই নিয়ে পড়লেন।
১৭| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯
আমি ব্লগার হইছি! বলেছেন: উনার মেধা ও জ্ঞানের পরিধি এভারেজ ব্লগারদের চেয়ে ( বিশেষ করে আমার চেয়ে) অনেক বেশি। তার সব মতামত আমার পছন্দ না হলেও আমি তার লেখা পড়তে চাই। তাকে ব্লগে ফিরে পেলে ভালো লাগবে।
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনান মত অনেকেই আছে।
১৮| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩
জুল ভার্ন বলেছেন: @মিরোরডফল; আমি তাকে কমেন্ট ব্লক করেছিলাম....। তারপরও তিনি আমাকে মেনশন করে প্রতিনিয়ত অন্যের পোস্টে মন্তব্য করতেন, আমাকে মেনশন করে আক্রমনাত্মক, উস্কানীমূলক পোস্ট দিতেন.....
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনিও দেন পোস্ট।
১৯| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: মিরোরডডল এর মন্তব্যের সাথে একমত পোষণ করছি।
২০| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৭
জনারণ্যে একজন বলেছেন: আবারও! হা হা হা.....
আহারে, কতো বিনোদন না জানি এই কয়দিনে মিস করে ফেললাম! এনিওয়েজ, যা দেখছি, মনে হচ্ছে এই ব্লগের মূল উদ্যেশ্য এখন মানুষকে বিনোদিত করা। ঠিক জানি না, এইবার কেন ওনার নিক ব্যানড হলো, তবে গুরুতর কোনো কারণ নিশ্চয়ই আছে।
না থাকলেও; থাকতেই হবে। যেহেতু এই ব্লগের মডারেটরগণ অইতন্ত জ্ঞানী-গুণী, সৎ, সদয়, সহানুভূতিশীল, সুশিক্ষিত এবং প্রাজ্ঞ মানুষ - ওনাদের সুচিন্তিত, অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্যে দিয়ে আসা এই সিদ্ধান্তকে দু' হাত তুলে স্বাগত জানালাম।
বৈদেশের বিখ্যাত কর্পোরেট প্রতিষ্ঠানগুলি এই ব্লগের মডারেটরদের তেনাদের উচ্চপদে আসিন না করতে পাইরা কি থিকা যে বঞ্চিত হইতেছে, ওই বেডারা তা জানেও না!
২১| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২
জনারণ্যে একজন বলেছেন: থাক @ জুলভার্ন, ওকথা ভেবে আর মন খারাপ করবেন না। সোনাগাজী ছাড়াও এখানে আরো কয়েকজন আছেন, যাদের সিডেড অভ্যাস আছে, অন্যদের নিয়ে পোস্ট দেয়া অথবা অন্যকোনো পোস্টে যেয়ে বিভিন্ন ব্লগারদের নিয়ে হাসি-ঠাট্টা করা।
মাগার আপনি বিশিষ্ট ব্যক্তি, প্রাজ্ঞ মানুষ। নিশ্চয়ই জানেন ওনাদের আসলে কোনো দোষই নেই। কারণ সেই বিখ্যাত প্রবাদ - "কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলেই দোষ"।
এখানে "আমরা" কেটে "সোনাগাজী" বসিয়ে দিতে পারেন চাইলে, যদিও তা আবশ্যিক নয়।
২২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৭
ইলি বলেছেন: যাদের ওনার কমেন্টে প্রবলেম হয় তারা তাকে ব্লক করতে পারতো, কমেন্ট ইগ্নর করতে পারতো।
ব্যান না করেও ওনাকে ওনার মতো ব্লগিং করতে দেওয়া যেতো।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: একেবারে নির্ভেজাল ব্লগে কমেন্ট করিয়া আজ উনার নিক উধাও হইয়া গিয়াছে।