নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণ কনসাসনেসে কি পাওয়া যায়; অন্য ধারার মুসলিম কনসাসনেসে কৃষ্ণ কখনো মেনে নেওয়া হবে না তা ব্লগেই ভালোমত বুঝা যাচ্ছে। হাজার হাজার বছর আগে কৃষ্ণ নামের কেউ থেকে থাকলেও কি করে বেড়াতেন? অরিজিনাল কৃষ্ণ আইন বুঝতো না, ভয় কাজ করতো না তাি হয়তো লীলাখেলা করে বেড়াতো। কৃষ্ণের চেতনা কিভাবে কাজ করতো তা ভালোমত হয়তো বুঝতে পেরেছে ইসকনের প্রতিষ্ঠাতা, তাই সংগঠনের মেম্বার বাড়ছে,কৃষ্ণ কিভাবে ভাবতো তা ইসকন ছাড়া কেউ ভালোমত বুঝতে পারবে না। হিন্দুদের ধর্মীয় বিভাজনে ইসকন একটি রাজকীয় পার্ট, গরীবদের জন্য ইসকন সাপোর্ট কিছু কল্যাণ করে না মনে হয়। আমার পরিচিত কয়েকজন হিন্দু ছিলো, ইসকন দেশে যখন শোনা যাচ্ছিলো তখন তারা নিজেরাই এটাকে ভালোচোখে দেখতো না, আইনজীবি হত্যার পর কীভাবে দেখছে তা জানা হয়নি।
আমার,আপনার কনসাসনেসে কৃষ্ণ ইনপুট করা লাগবে কেন; কৃষ্ণ বাদ দিন।আপনার ডিভাইন কনসাসনেসে কি ইনপুট করেছেন যাতে আপনার নিজস্ব ভাবনা সবার সামনে আসবে, আপনাকে নিয়ে কাল্ট হবে।মানুষ ফলো করে নিজে মরবে,অন্যকে মারবে।আপনি ঐ লেভেলে পৌছেছেন? নাকি অন্য কারও ভাবনায় ভরসায় দিব্যি কেটে যাচ্ছে জীবন।
২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
পশ্চিমের দায়িত্বহীন তরুণ ও তৃতীয় বিশ্বের দায়িত্বহীন তরুনদেের মাঝে পার্থক্য একটু বলুন।
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭
জেনারেশন৭১ বলেছেন:
পশ্চিমের দায়িত্বহীন ও বখাটে তরুণ-তরুণীরা সমাজের সাথে খাপ খাওয়ার কষ্টটুকু করতে নারাজ; তাদের বেশীরভাগের আয় করার ক্ষমতা আছে; ৩য় বিশ্বের তরুণ-তরুণীদের ৩ ভাগের ১ ভাগের আয়ের সঠিক পথ নেই।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক আছে।
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১১
সৈয়দ কুতুব বলেছেন: মেরা অকাদ কে বাহার ইয়ে কৃষ্ণ কনশাসনেস কা ম্যাটার;মে বুদিস্ট ফিলোসোফি সে প্রভাবিত হু! লেকিন এক মুসলমান বি হু। মে সুফিবাদ কো বহুত পেয়ার কারতা হু লেকিন পলিটিক্যাল ইসলাম কে বারে মে রিসার্চ করণা মেরা হবি হ্যায়। মে সৈউদ কুতুব ফাউন্ডার অব পলিটিক্যাল ইসলাম। ইবনে তাইমিয়া, আবুল আলা মওদুদী মেরা শিষ্য হ্যায়।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
সবাই রাঘববোয়াল কনসাসনেসে আটকা।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬
কামাল১৮ বলেছেন: রামায়ন এবং মহাভারতের লেখকরা কৃষ্ণ চরিত্রটিকে সুন্দর ভাবে উপস্থাপন করছে।তার বানীগুলো একত্রিত করে রচিত হয়েছে গীতা।যেটা হিন্দুরা ভক্তি সহকারে পাঠ করে মুসলমানদের কোরানের মতো।
পৃথিবীর কোন ধর্মই মানুষের কোন উপকার করে না।মানুষের উপকার যা করার সেটা করে মানুষ।অপকার করলেও মানুষই করে।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
ফিকশন সবসময় ক্ষতিই করে।
৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৩
আজব লিংকন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: মেরা অকাদ কে বাহার ইয়ে কৃষ্ণ কনশাসনেস কা ম্যাটার
এই প্রথম আপনার করা কমেন্ট পড়ে পরাণ খুলে হাসলাম।
হে প্রভু হে হারি রাম কৃষ্ণ. . . ইয়ে ক্যা হুয়া
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
লিংকন কনসাসনেসে কুতুব বনসাসনেস দেখা দিয়েছে।
৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৫
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: জঙ্গি জাশি ভয়ংকর নাকি ইসকন ভয়ংকর?
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
ইসকন হচ্ছে শিয়া, সুন্নী, ওহাবী, আহমেদিয়াদের মতই ১টি কাল্ট; ইহাতে ইহজগতের লীলা ( ফ্রি সেক্স ) থাকাতে পশ্চিমের
দায়িত্বহীন তরুণ তরুণীরা বেশ চালিকা শক্তি ঝিসেবে কাজ করছে; গাঁজা ও যেকোন মাদক ইশ্বরের সাথে সেতু বন্ধন করতে সাহায্য করে।