নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশের ক্রিকেট যোগ্যতা!

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১







কোনো এক সাক্ষাৎকারে ভারতের জয়সংকর বলেছিলো, ভারতের এগিয়ে যাবার গল্প শুনতে চান,দেখতে চান তাহলে ভারতীয় ক্রিকেটের দিকে তাকান, তাহলে ব্যাপারটা পরিস্কার হবে। সময় ছিলো, ভারতকে ক্রিকেটে তেমন কেউ কাউন্ট করতো না, যখন উইন্ডিজ দাপট ছিলো ; এমনকি ভারতীয়রাই উইন্ডিজদের সুপিরিয়র মনে করতো,এরপর যখন অস্ট্রেলিয়া যুগ শুরু হয় তখনো ভারত শুধু ক্রিকেটই খেলতো, আরাধ্য চেষ্টা করতো কিন্তু জিততো অস্ট্রেলিয়া। এরপর ধীরে ধীরে ভারত উন্নতি করে এবং এখন দেখেন ভারত আইসিসি দখলে রেখেছে, আইপিএলকে গ্লোবাল ইভেন্ট বানিয়েছে এবং ক্রিকেটের সুপারপাওয়ার বনে গেছে।আপনি কি ভারতীয় ক্রিকেট পছন্দ করেন?


বাংলাদেশের কি আপডেট? ২০ বছর চলেই গেলো,বাঙালীরা ক্রিকেটই খেলছে, নেই কোনো এশিয়া কাপ ; লিজেন্ড পয়দার জায়গার সাকিব ছাড়া কেউ নেই,সাকিব এমনি লিজেন্ড যে নৌকার ব্যানারে ছবি দিয়ে দেশ ছাড়া।ক্রিকেট শুধু এখন বাড়ির উঠোনেই চলবে। পাকি ইমরান প্রধানমন্ত্রী ছিলো,আমাদের গুলো এতদুর যায়নি। কীভাবে যাবে? বিশ্বকাপ জেতাতে পারিনি তো।মিরপুরে হাসিনাকে পতাকা হাতে দেখা যেতো যখন বাংলাদেশ সুপার পাওয়ারদের মাঝেমধ্যে হারাতো; এখন ভারতে বসে কি থাকবে উনার হাতে। ভারতে বাংলাদেশের ম্যাচ হলে পতাকা হাতে শেখ হাসিনাকে দেখা যাবে স্টেডিয়ামে?


উপমহাদেশের ক্রিকেট যোগ্যতায় বাংলার নাম নেই,ভারত সবসময় নিজেদের নাম উপরে রাখার চেষ্টা করতো, পাকিস্তানের সব ট্রফি জেতা থাকলেও ঐ দেশে কেউ খেলতে যায় না, আইসিসির কথায় উঠতে বসতে হয়। এর বাইরে শ্রীলংকা ক্রিকেটের পাওয়ারহাউজ থেকে বিরতি দিয়ে এখন নিজেদের মধ্যে স্ট্রাগল করছে টিকে থাকার জন্য।বাংলার মায়েদের যারা স্বপ্ন দেখতো ছেলেকে ক্রিকেটার বানাতে, স্বপ্ন বদলে যাচ্ছে নাকি? অন্যদিকে তালেবান খপ্পরে দেশ পড়লেও ক্রিকেট ভালোর দিকে যাচ্ছে আফগানদের, আফগান টিমের লিজেন্ডরা তালেবান সরকারকে আকুতি করে বলছে যে, আমাদের মেয়েদের পড়তে দিন!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



দেশ ও জাতির নেতৃত্বে চোর-ডাকাত, মিথ্যুক, প্রতারক থাকলে সাংস্কৃতিক কার্যকলাপ থেমে যায়।

ইমরানের ক্রিকেট জনপ্রিয়তাকে ব্যবহার করেছিলো পাকিস্তানের সামরিক জান্তা; পরে তাকে ছুঁরে ফেলেছে গার্বেজে।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

আমাদের সংস্কৃতি নাকি বদলে যাচ্ছে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: এই ব্লগে একজন নারী স্পোর্টস ব্লগার আছেন। প্রথম পাতায় হয়তো শীঘ্রই চলে আসবেন।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

শূন্য সারমর্ম বলেছেন:

আসুক, লিখুক।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের ক্রিকেটের বর্তমান অবস্থান থেকে অদূর নয়, সুদূর ভবিষ্যতেও উত্তরণের সম্ভাবনা নাই।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


ক্রিকেট ফুটবলের পথে আছে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

শাহিন-৯৯ বলেছেন:


খেলা ধুলায় উত্থান পতন থাকবেই, ব্রাজিল ফুটবলের অন্যতম শক্তিশালী টিম ছিল, ১৯৯৪, ১৯৯৮, ২০০২ তিনবার পর পর ফাইনাল আর এখন বিশ্বকাপে নতুন নিয়ম না হলে মনে বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার সম্ভবনা ছিল।


ওয়েস্ট ইন্ডিজ হলো দশ মাতবারের দল, অষ্টলিয়ার প্রধান খেলা ক্রিকেট নয় তবুও শিরোপা জয়ে তাদের ধারের কাছে কেউ নেই। ভারত যে পরিমাণ বিনিয়োগ পায় ক্রিকেটে অন্য কোন দল তার ২০%ও পায় না। অতএব ভারত কিছুটা উন্নতি করেছে এটা ঠিক কিন্তু আপনি যেভাবে গল্প সৃষ্টি কথা বলছেন অতো উন্নতি হয়নি।

বাংলাদেশ ক্রীড়া বাদ, আমরা সব সময় ধান্দাবাজ। একটু সুনাম হলেই তা ব্যবহার করে যত সুবিধা নেওয়া যায় তা করবেই।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:



যাদের নাম নিয়েছেন তাদের উত্থান-পতন ছিলো,আছে,; আমাদের উত্থানও নেই, পতনও নেই।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ক্রিকেট আমাদের দেশে বন্ধ করে দেওয়া উচিৎ।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


সময় লাগবে, হয়তো কেনিয়া,কানাডা ও জিস্বাবুযের মত অবস্থা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.