নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

তাবলীগে গিয়ে মানুষ বদলে কোন দিকে যায়?

১৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭







গত মধ্যরাতে ইজতেমার মাঠে যুদ্ধ লেগেছে, শহীদ হবার আপ্রাণ প্রয়াস।যুদ্ধে ৪ জন নিহত হয়েছে, মিডিয়াও নিহত বলছে ; তবে ইজতেমীরা বলছে শহীদ, আপনি কি বলবেন,এটা আপনার ইচ্ছা?ইজতেমার মাঠে যদি যুদ্ধের পূর্বে ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো, তাহলে বক্তা বলতো আপনি জান্নাতের বাগানে বসে আছেন। এই জান্নাতের মাঠে কীভাবে জাহান্নামের গন্ধ পাওয়া গেলো? পবিত্র জেরুজালেমের ন্যায় আচরণ শুরু করলো কেন ইজতেমার মাঠ।



আমার পরিচিত বহুমানুষ তাবলীগ প্রেমী ছিলো, আমি তাদের চরিত্রে কোনো পরিবর্তন দেখিনি। পরিবার ফেলে রেখে মাসের পর মাস কাটিয়ে দেয় ; পুত্র সন্তানদের পাঠায় কাজের কাজ কিছু হয় না। নেশা গ্রস্ত ছেলে নেশা ছাড়ে না, নারীদেহ দিয়ে ফ্যান্টাসি বাস্তবতায় রুপ দিতে চায়; বাইরে থেকে দেখা যাচ্ছে দাড়ি বড় হয়েছে, এটুকুই। তাবলীগে গিয়ে একজন রান্না শিখেছে, এটা কাজে লেগেছে; চরিত্র বদলে কোনদিকে গেছে কিনা কেউ বলতে পারবে না।



তাবলীগদেরকে বর্তমান তরুন প্রজন্ম যাদের ইসলামী চেতনায় বেশি দীক্ষিত তাদেরকেও এড়িয়ে যেতে দেখি, কারণ ওরা ইসলাম ইন্টারনেটে এর চেয়ে ভালো শিখে ; ওদের তেমন পছন্দ হয় না। তাবলীগ নিয়ে কিছু না বললেও আখেরী মোনাজাতে হাত তুলে আকাশে না তাকালে বোধ হয় কিছু একটা মিস হয়েই গেলো।তাবলীগের ইন্ডিয়ান ভার্সন ও কাকরাইল ভার্সনই যেখানে মিলছে না ; দুইটা পর্বে লাখ লাখ হাত থেকে সৃষ্টিকর্তা কার হাত যে পছন্দ করবে বলা কঠিন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: মানুষ বেকার ছিলো এখন একটা কাজ পেলো।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


দ্বীনের জন্য মেহনতি কাজ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪

লুধুয়া বলেছেন: সবে তো শুরু হলো।একবার ভাবো এরা ক্ষমতায় আসলে দেশ তাকে কোথাই নিয়ে যাবে।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

ধর্মীয়রা দেশকে বহুদুরে নিয়ে যায়, আরবদের দিকে তাকালে বুঝা যায়।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৯

জুল ভার্ন বলেছেন: এখনতো দেখছি- ওরাও সন্ত্রাসী সংগঠন।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


সন্ত্রাসী এখনো নয়, মেজাজ ঠিক রাখতে পারেনি যা করেছে আল্লাহর জন্যই করেছে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৫

শিশির খান ১৪ বলেছেন: সংক্ষেপে খুব সুন্দর করে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন এরা তো মারামারি করতে যায় ধর্ম প্রচার উছিলা। এই যদি হয় অবস্থা তে হলে ধর্ম প্রচারের দরকার নেই ইজতেমা স্থগিত রাখাই ভালো।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


হয়তো এবার স্থগিত হবে না, ভবিষৎে সম্ভাবনা আছে।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪

আমি সাজিদ বলেছেন: তাবলীগ সন্ত্রাসী সংঘটন নয়। যারা বলে তাদের উদ্দেশ্য কি বুঝার চেষ্টা করছি।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

বুঝে থাকলে কমেন্টে বলবেন।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৯

আমি সাজিদ বলেছেন: কোনটা সন্ত্রাসী সংঘটন / কোনটা নয় এত বড় সিদ্ধান্ত ব্লগ থেকে কেউ দিতে পারেন না। তাবলীগ মোটেও সন্ত্রাসী সংঘটন নয়। ওরা টেন্ডারবাজি, বায়তুল মালের চাঁদাবাজি, রাস্তায় সন্ত্রাসী, জঙ্গি মিটিং ও উগ্রবাদের চর্চা করে নাই। পতিত রাজনৈতিক দল ও এখন যারা ক্ষমতায় আসতে যাচ্ছে প্রতিটা রাজনৈতিক দল ক্ষমতা ও উগ্রতার দোষে নানা সময় রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। সন্ত্রাসী তকমা দিতে হলে ওদেরও দিতে হবে। যাকে পছন্দ নয় শুধু তাকে যেন সন্ত্রাসী না বলি। আরও দ্বায়িত্বশীল আচরণ করি।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি হাইপার হবেন না, ওরা এখনো সন্ত্রাসী সংগঠন নয় ; তবে চাইলে টেইক কেয়ার করে বানানো যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.