নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

স্বর্গীয় ভালোবাসা ধনীদের পলিগ্যামী বানায়।

১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯




স্বগীয় প্রেম-ভালোবাসা হচ্ছে মগজের সব নিউরোকেমিক্যাল নিয়ে ভরপুর একটা ভার্সন,যা ইমোশনের কলস পূর্ন করে উপচিয়ে পড়ে। যার মোহ কেটে গেলে ডির্ভোসে যায়, খুন হয়, ও আত্নহত্যাও চলে রীতিমত।প্রেম ভালোবাসা জীবনের অংশ,পরিপূর্ণ রুপ পেলে সারাজীবন বয়ে বেড়ানো যায়। সমস্যা দেখা দিলে, জোড়া লাগে আবার ভেঙে যায়।বয়সন্ধিতে প্রেমের রুপ পরিপূর্নতা পায় না সহজে, স্কুল সুইটহার্ট যারা ব্যবহার করতে পারে তাদের ক্ষেত্রে চলে; যারা এসব শব্দ জানে না তাদের মধ্যে সুইসাইডও হয়ে যায়, চিরকুট লিখে যায়,এসব সমস্যার সমাধান নেই।দরিদ্রের প্রেম,ভালোবাসাও থাকতে নেই মানুষগুলো আত্নহত্যার দিকে নিয়ে যায়, জ্বীনে ধরলে মানসিক রোগী হয়ে বাঁচে।


প্রেম ভালোবাসার হালাল রুপ রাস্তাঘাটে দেখা যায় প্রচুর,নিজেরা নিজেদের মত থিউরী বানিয়ে প্রেম করে, বিয়েও হয়তো করে;পর্দার প্রেমে পাপ নেই।ফেরেশতা রহমত বর্ষণ করে ; এক পরিচিতজনকেকে চিনি,উনি আরিফ আজাদ পড়ে নিজের বউকে পর্দায় ঢুকাতে গিয়ে বিয়ে ডির্ভোসে রুপ নিয়েছে,সবার ক্ষেত্রে হয়তো এমন হয়না ; কেউ কেউ সানন্দে পর্দায় ঢুকে রহমত গনণা করে।


ভালোবাসা মানুষকে মনোগামী বানায়? ঐরকম ভার্সন সমাজের রীতিনীতি, অর্থ বিত্তের উপর নির্ভর করে; আজ ব্লগে পড়লাম ধনীরা পলিগ্যামী সিকিউর করার জন্য পাখিকে ফ্লাট উপহার দিয়ে রেখেছে,সময়মত এসবের চর্চা হবে।ওদের প্রেম ভালোবাসা কি স্বর্গীয় নয়?হয়তো স্বর্গের চেয়েও ওপরে। আমার আপনার ফ্ল্যাট নেই, চাইলেও মনোগ্যামীতাই ভরসা,তবে লুকিয়ে সমাজের তথাকথিত নস্ট পাড়ায় ঢু মারলে ভিন্ন বিষয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ মাত্রই পলিগ্যামী!

১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

পলিগ্যামীরা আড়ালে এসব করে।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯

নতুন বলেছেন: ভালোবাসা মানুষকে মনোগামী বানায়? ঐরকম ভার্সন সমাজের রীতিনীতি, অর্থ বিত্তের উপর নির্ভর করে; আজ ব্লগে পড়লাম ধনীরা পলিগ্যামী সিকিউর করার জন্য পাখিকে ফ্লাট উপহার দিয়ে রেখেছে,সময়মত এসবের চর্চা হবে।ওদের প্রেম ভালোবাসা কি স্বর্গীয় নয়?হয়তো স্বর্গের চেয়েও ওপরে। আমার আপনার ফ্ল্যাট নেই, চাইলেও মনোগ্যামীতাই ভরসা,তবে লুকিয়ে সমাজের তথাকথিত নস্ট পাড়ায় ঢু মারলে ভিন্ন বিষয়।

আমার মনে হয় সুখী মানুষই মনোগ্যামী হয়। জ্ঞানী মানুষ যখন তার স্ত্রীর সাথে ভালোবাসা খুজে পায় তখন কখনোই নিজের মনের শান্তি নস্ট করতে অন্য নারীর দিতে চাইবেনা। ;)

অসুখী মানুষ পলিগ্যামী প্রক্টিস করে।

আমার দেখা কিছু মানুষের পলিগ্যামী দেখে তাদের প্রজ্ঞার অভাব, স্ত্রীর অবহেলা, দূবল পারসোনালিটি যার ফলে বন্ধুদের সঙ্গে পরে বিভিন্ন কাজ করে ফেলা।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২০

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষ বিভিন্ন কারণেই পলিগ্যামীতায় যায়,সমাজের ব্যালেন্স নস্ট না হলেই চলে।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন:
মানুষ বিভিন্ন কারণেই পলিগ্যামীতায় যায়,সমাজের ব্যালেন্স নস্ট না হলেই চলে।


চমৎকার কথা বলেছেন । আপনারই এক পরিচিত একবার বলেছিলেন, অল্প অল্প পরকিয়া খারাপ কিছু নয়।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ঐ পরিচিত থেকে একটু পরকিয়া বিদ্যাটা শিখে নেন,অল্প শিখবেন,অল্প করবেন।আমাকে আপডেট জানাবেন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

নতুন বলেছেন: মানুষ বিভিন্ন কারণেই পলিগ্যামীতায় যায়,সমাজের ব্যালেন্স নস্ট না হলেই চলে।


পলিগ্যামীতায় প‌্যাড়া বাড়বেই। তবে কিছু মানুষ আছে যারা প্যাড়া ছাড়া চলে না।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


প্যারা বাড়ে, কমে যারা ফেইস করে তাদের কন্ট্রোলে থাকে ব্যাপারটা।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২

অপু তানভীর বলেছেন: আপনি তো দেখছি এখন থেকেই খাড়া হয়ে গেছেন ! ভাল । এসব শিখতে হয় না। ইনবর্ন কোয়ালিটি। আপনি পারবেন আশা করি ।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

আমার খাড়া/বসা নিয়ে চিন্তা করবেন না ; আপনার বাই বর্ণ কোয়ালিটি কি তা একটু মেডিটেশন করে জেনে নিবেন,আশপাশের কেউ বলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.