নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

গরীবের জন্য কেউ নেই,এমনকি হেলিকাপ্টার হুজুরও।

২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১০





কয়েকদিন যাবৎ গ্রামে, সন্ধ্যা নামলেই দূর থেকে আল্লাহ-রাসূলের কথা শোনা যায়,ওয়াজ চলে,রাত বাড়ে,শীতও বাড়ে তারপর ধীরে ধীরে শেষ হয় ওয়াজ।আজ তবে একটু ভিন্ন আমেজে ওয়াজ চললো,দিনের আলোতে ; কারণ হৃজুর হেলিকাপ্টারে আসবেন ;রাতে নিশ্চই সমস্যা হবে। তাই লান্চ করে উনি ওয়াজ শুরু করবেন,বিকালের নামায পড়েই হেলিকাপ্টারে আবার উড়াল দিবেন।মাঝখান থেকে এমন কিছু বলে যাবেন,যা হয়তো আগামী ১ যুগ কাজে লাগবে। এমন কিছুই হলো।


উনি ৬০ মিনিটের মত ছিলেন, আমি হাটতে হাটতে গেলাম,মোটামুটি ভিড় ছিলো,হেলিকাপ্টারের ভালোবাসায় ; ওয়াজ উপলক্ষে ব্যবসা বাণিজ্য ভালো হতে দেখলাম,হেলিকাপ্টারের হুজুরকে দুর থেকে দেখলাম; চোখে পড়ার মত ;এটাই যোগ্যতা কিনা কে জানে!
উনি ধর্মীয় কিছু বললেন,মুসা-মুহাম্মদ নবীর সাথে আমাদের মিলালেন,নিজের হেলিকাপ্টার ভ্রমণ এড়িয়ে গেলেন;মুসার হেলিকাপ্টার থাকলে উনি তুর পাহাড়ে শুধু শুধু কস্ট করে উঠতেন না ;আরও উপরে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে:এটাও বললেন না। বললেন,এখন সবাই বক্তা সাবধানে থাকবেন কারণ সবাই স্কলার নয়, সবাই হেলিকাপ্টার নেই।


শেষ দিকে বললেন,দেশে নাকি গোপন কিছু ষড়যন্ত্র চলছে,ইসলাম থেকে খৃষ্টান বানানোর মিশন ; শতশত খৃষ্টান হচ্ছে,আপনার সাবধানে থাকবেন।ইসলামী বিভিন্ন সংস্থাগুলেতেও গোপন মিশন চলে, ওরা মুনাফেক ;সাবধানে থাকবেন। আজীবন মিশন নিয়ে নামলেও কত কোটি খৃষ্টান বানানো সম্ভব, এই বাংলায়। জানেন?
উনি চলে গেলেন,তবে মানুষের মন খচখচ করে বলাবলি করে, হেলিকাপ্টার দিয়ে এসে এত টাকা নিয়ে যাবার কোনো মানে আছে? গরীবদের জন্য কেউ নেই!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

Ruhin বলেছেন: কারা বলাবলি করছিল

২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


বাজারের সদাই বিক্রেতারা।

২| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: শুধু গরীব নয় মধ্যবিত্তদের জন্যও কেউ নেই।

২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


যার কেউ নেই তার নাকি আল্লাহ আছে,এখন দেখা যাচ্ছে আল্লাহ ওয়ালাদেরও হেলিকাপ্টার আছে।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: আজকে প্রথন পাতায় সবচাইতে প্রাসঙ্গিক পোস্ট আপনার। কিন্তু ভিউ ও কমেন্ট কম। রুচির দূর্ভিক্ষ চলছে সবখানে৷

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


মৌমাছির চাকে ঢিল ছুড়তে জানি,তাহলে দুর্ভিক্ষ গায়েব হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.