![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগটি স্থগিত বা বাতিল করা হয়েছে -এই বাক্যটি শুধু কি একজনের জন্যই প্রযোজ্য?চাঁদগাজী ,সোনাগাজী, জেনারেশন ৭১ থেকে তুর্কি কামালপাশা সব নিকের একই দশা হয়েছে,এখানে আয়ু সবচেয়ে কম ছিলো কামালের।কেন এমন দশা উনার? উনি কাদের জন্য বিষফোড়া, শ্রেষ্ঠ ব্যক্তি আক্রমণ কারী? সামু কর্তৃপক্ষ দেখলাম নিয়ম কানুন এডিট করেছে,এসব কি উনার জন্য প্রযোজ্য?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: তিনি ফ্যাসিবাদের দোসর। তাই উনাকে ব্লগ কতৃপক্ষ সুলেমানি ব্যান দিয়াছেন।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৭
ঊণকৌটী বলেছেন: জেনারেশন ৭১, কাপালপাশা২য়) সিমপ্যাথাইজার। উহা (শূন্য সারমর্ম) চায় যে উহা (বিভিন্ন প্রকারের গাজী, জেনারেশন ৭১, কাপালপাশা২য়) ব্লগের পরিবেশ পুনরায় নষ্ট করিবার সুযোগ পাক। একটা সত্য কথা বলবেন উনি যে বিষয়ে লেখেন, তার সারমর্ম আপনি বুঝতে পারছেন কি ? শিক্ষিত আর অশিক্ষিত লোকের পার্থক্য এখানেই,হ্যাঁ উনার খোঁচা দেবার স্বভাবের জন্য অনেকেই ক্ষুব্ধ তারপরও উনিই এই ব্লগের সেরা লেখনী, উনার লেখায় প্রাণ আছে |
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১১
ঊণকৌটী বলেছেন: তিনি ফ্যাসিবাদের দোসর। তাই উনাকে ব্লগ কতৃপক্ষ সুলেমানি ব্যান দিয়াছেন তাহলে তো আয়নার এই পিঠ আর ওই পিঠ, লাভ টা কি হলো
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
জনারণ্যে একজন বলেছেন: এই ব্লগের নাদুস-নুদুস দেশি মোরগ, দাঁত খিঁচানো রাস্তার নেড়ি কুকুর এবং দাঁতের উপরিভাবের কঠিন সেই আবরণ (এনামেল) থেকে নেয়া আইডি - এই তিন মানসিক-বিকারগ্রস্ত প্রাণীর অতিসত্তর সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করা উচিত।
আশাকরি এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। দ্রুত চিকিৎসা শুরু করলে এখনো পুরোপুরি সুস্থ্য হয়ে যাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৬
ঊণকৌটী বলেছেন: যুগে যুগে ফ্যাসিবাদের সংঘা একই থাকে, হয়তো নাম পাল্টায়, মুখোশ পাল্টায় ,চরিত্র টা একই থাকে বন্ধু |
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৬
আঁধারের যুবরাজ বলেছেন: আশা করি কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবেন। উনাকে কমেন্ট ব্যান করে রাখুক বা উনার পোস্ট প্রথম পাতায় নাইবা আসুক ,অন্তত যাতে লিখতে পারেন। যার পছন্দ ওখানে গিয়ে পড়বে বা যে চাইবে না সে যাবে না।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩১
আহরণ বলেছেন: গাজী দাদা কে অবিলম্বে ব্লগে ফিরিয়ে আনাখোক। .......... @ মডু ভাইয়া, প্লিজ!!
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩২
আহরণ বলেছেন: গাজী দাদা কে অবিলম্বে ব্লগে ফিরিয়ে আনা হোক। .......... @ মডু ভাইয়া, প্লিজ!!
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪১
জনারণ্যে একজন বলেছেন: @ আহরণ, আপনার প্রিয়ভাজন 'গাজী দাদা' কে ফিরিয়ে আনতে যেয়ে নিজের আইডিই না আবার হারিয়ে ফেলেন!
এর চেয়ে এক কাজ করুন। ওনাকে কানাডা নিয়ে আপনার ওই পিস রিভারের পারে কিছুদিন বসিয়ে রাখুন। তারপর যখন ওনার মাথা ঠান্ডা হবে,তখন আবার এখানে ফিরিয়ে আনার জন্য অনুরোধ-উপরোধ শুরু করতে পারেন।
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমরা সবাই ফ্যাসিবাদের দোসর।
কেউ ফ্যাসিস্ট ইনুছের।
আবার কেউ শেখা হাসিনার।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৮
কু-ক-রা বলেছেন: উহা (ঊণকৌটী) ফ্যাসিবাদিদের প্রশ্রয় এবং আশ্রয়প্রদানকারী দেশের নাগরিক। উহা চায় বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পাক। উহা ফ্যাসিবাদের এনাবলার। ফ্যাসিবাদের পক্ষে উহা কথা বলিবে - ইহাই স্বাভাবিক। ফ্যাসিবাদের মাধ্যমে উহা (ঊণকৌটী) এবং উহার মত উহারা বাংলাদেশকে উহাদের করদ রাজ্যে পরিণত করিতে চায়।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৩২
অপু তানভীর বলেছেন: এতো কষ্ট পাবেন না। উনি তো আপনার নিকের আইডি পাস জানেন। আপনার নিক থেকেই তো মাঝে মাঝে মন্তব্য করতেন। বিশেষ করে যখন ব্যান থাকতেন। আবারও তাই শুরু করতে বলেন।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৩
বাকপ্রবাস বলেছেন: হাসিনার অভাবটা ওনাকে দিয়ে পুরণ করা যেত
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫২
কু-ক-রা বলেছেন: উহা (শূন্য সারমর্ম) উহার (বিভিন্ন প্রকারের গাজী, জেনারেশন ৭১, কাপালপাশা২য়) সিমপ্যাথাইজার। উহা (শূন্য সারমর্ম) চায় যে উহা (বিভিন্ন প্রকারের গাজী, জেনারেশন ৭১, কাপালপাশা২য়) ব্লগের পরিবেশ পুনরায় নষ্ট করিবার সুযোগ পাক।