নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ড: আরেফিন সিদ্দিকের সময় যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে!

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৫






ড: আরেফিন সিদ্দিক (১৯৫৩-২০২৫ ) ২ মেয়াদের ৮ বছর ভিসি ছিলেন; উনার ছাত্রদের থেকে সরকারের উঁচু পদে চাকুরী ( ব্যুরোক্রেট, নন ক্যাডার, পলিসি-ম্যাকার ) করছে কমপক্ষ ২০ হাজার ছাত্র' এদের ৯৮ ভাগ মুলত ডাকাতী করছে, টাকা পাচার করছে, ছেলেমেয়েদের বিদেশে পড়াচ্ছে, ঢাকায় সম্পত্তি কিনছে।

উনার সময় ছাত্রলীগের নেতার ঢাকা ইউনিভার্সিটিতে মাফিয়া ব্যবসা চালায়েছে; একই সাথে শিবিরের জংগীরা দেশের মুল ইউনিভার্সিতে সাপের বাসা বেঁধেছে।

উনার কোন ছাত্র নাম-করা সাংবাদিক হয়েছে, সামুতে ভালো ব্লগিং করেছে? এরা ঘোড়ার ডিম কিছুই হয়নি। দেশের মুল বিদ্যালয়ের থেকে যে ডাকাত বের হচ্ছে ও জাতির সমপদ ডাকাতী করছে, সেই সম্পর্কে উনি কোন আলোচনা করেছিলেন; প্রাক্তন ছাত্রদের ১টি সন্মেলন করে, ডাকাতী না করে দেশের মানুষের সেবা করতে বলেছিলেন?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: কি আর করা ! মারা গিয়েছেন তাই উনার চ্যাপ্টার ক্লোজ। :-B

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০২

শূন্য সারমর্ম বলেছেন:

ক্লোজ চ্যাপ্টার খুলে লেসন বের করতে হয়।

২| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৯

রবিন_২০২০ বলেছেন: লেখার স্টাইলটা চাঁদগাজী 'র কপি রাইটেড।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আমি ফৃলগাজী বলছি।

৩| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৫

অপু তানভীর বলেছেন: আপনি এখনও পাসওয়ার্ড বদলান নাই? সোনা মিয়া সুযোগ পেলেই তো আপনার নিকে ঢুকে পড়ে। :D

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার জৌতিষীবিদ্যা খ্যাতি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে।

৪| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:১৫

ভুয়া মফিজ বলেছেন: আপনেরে কয়টা টিপস দেই বড়ভাই। পোষ্ট লেখার পরে এই ব্লগের মূল মালিকরে দিয়া ইকটু এডিট / রিভিউ করায়া নিয়েন। আপনের কিছু সিগনেচার বিষয় আছে, যেইগুলি চোখে লাগে...............যেমন.......

- অদ্ভুত কিছু বানান ভুল (পলিসি-ম্যাকার, ইউনিভার্সি, সমপদ, নাম-করা ইত্যাদি)
- punctuation এর সঠিক ব্যবহার
- মাফিয়া, শিবির, জংগী, ঘোড়ার ডিম ইত্যাদি শব্দের কমন ব্যবহার
- সব কিছুর মধ্যেই ব্লগিংকে টাইনা আনা
- কোন পরিস্কার কনক্লুশান না দিয়া বেমক্কাভাবে পোষ্ট শেষ করা
- বাক্যের স্ট্রাকচারাল সমস্যার দিকে নজর রাখা

আরো আছে। সব উদাহরন দিলাম না, কিছু আমার জন্য রাখলাম। মূল কথা হইলো..........আপনে আপনের মতো কইরা লেইখা দিবেন। নিকের মালিক সেইটারে রিফ্রেইজ কইরা পোষ্টাইবে। তাইলে আপনেরে ধরা কঠিন হবে!!!!! :P

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:



জীবনে প্রথম কমেন্ট করলেন মনে হচ্ছে,আমার পোস্টে।

৫| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:২১

ভুয়া মফিজ বলেছেন: স্যরি.....মাই মিসটেইক। বাক্যের স্ট্রাকচারাল সমস্যার দিকে নজর রাখা...........এটা হবে, বাক্যের স্ট্রাকচারাল সমস্যার দিকে নজর না রাখা!!!

আবার আসলাম যেহেতু, আপনেরে শুভ কামনা জানাইতে ভুইলা গেছিলাম। শুভেচ্ছা......স্বাগতম!! নিউইয়র্কে ঠান্ডা দেখলাম কমতেছে। এনজয় দ্য ওয়েদার!!!! ;)

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশে শীত শেষ।

৬| ১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই পাইনি।
ক ইউনিটে আমার সিরিয়াল ছিল ২৭০০ মাত্র। এতো ছাত্র ভর্তিও করায়নি।
দেশের প্রধানতম বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারার দুঃখ আমার আছে।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কি দেশে আছেন?

৭| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: মন্দ লোকেরা ভালো ও জ্ঞানী মানুষের ছায়া দেখলেও ভয় পায়।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি জীবনে কতজন ভালো ও জ্ঞানী মানুষ দেখেছেন?

৮| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:১১

নাহল তরকারি বলেছেন: আমার বিদেশ যাইতে গা মনে চায়। আমি যে কেন এতটা মেধাবী হলাম না।

১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০০

শূন্য সারমর্ম বলেছেন:


নুন্যতম মেধা হলেই বিদেশ যাওয়া যায়, তাছাড়া আপনি তো ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.