![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমর্ত্য সেন বাংগালী মানুষ, ব্লগিং'এ তেমন ভালো নন; কিন্তু বাংগালীদের আর্থ-সামাজিক-রাজনৈ্তিক অবস্হা বুঝেন ও বাংলাদেশের জন্য চিন্তিত ও বর্তমান অবস্হা নিয়ে হতাশ। আসলে, উনি মহাজাগতিক ও যেকোন ভুয়া বাংগালী থেকে বেশী চিন্তিত; গুণী মানুষের কষ্ট বেশী হয়।
কিন্তু "গেছোদাদা"রা রাগান্বিত; কারণ, এরা অমর্ত্য সেন নন। গেছোদাদা আগে বেশ বুদ্ধিমান ছিলেন, হনুমান দলে যোগ দেয়ার পর উনার
লেজে আগুণ লেগেছে। কলকাতা, ত্রিপুরা ও আসামের অনেক মানুষ গেছোদাদা থেকেও কম বুঝে, তারা বাংলাদেশের মানুষের বর্তামন আচরণে রাগান্বিত; কারণ, ভারতের কমশিক্ষিতদের ধারণা, তারাই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ইহা ভুল ধারণা, কিন্তু ১৯৭১ সালে, প্রতি ৫৫ জন ভারতীয়ের বিপরিতে ১ জন বাংলাদেশী শরণার্থী ছিলো, ইহা ততকালীন সময়ের জন্য বড় ১টা বোঝা ছিলো।
ভারতে অমর্ত্য সেন ১ জন; কিন্তু উনার কাছাকাছি ১০ কোটী মানুষ আছে; ওরা হতাশ যে, বাংগালী জাতি যুদ্ধ করে রক্ত দিয়েও পাকীদের থেকে রক্ষা পেলো না; ৫৪ বছর পর, উহা পাকিদের কন্ট্রোলে ছলে গেলো।
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২২
শূন্য সারমর্ম বলেছেন:
প্রতি পোস্ট ১০০ ডলার।
২| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৫
সৈয়দ কুতুব বলেছেন: পাকিস্তান কন্ট্রোল থেকে বের হতে হলে কি করতে হবে? আবার আম্লিক ও শেখ হাসিনা কে ক্ষমতায় বসাতে হবে যাতে আরো বেশি লুটপাট করে দেশকে সিঙ্গাপুর বানাতে পারে?
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২২
শূন্য সারমর্ম বলেছেন:
রাজনীতিতে প্রফেশনালদের দল দরকার।
৩| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অমর্ত্য সেন শ্রেষ্ঠ বাঙালিদের একজন। তবে এটাও সত্য, রাজনীতির মাঠে এলে ফেল মারতেন।
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
অমর্ত্য রাজনীতিকে সঠিক পথে আনতে পারতেন মনে হয়।
৪| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪৮
কামাল১৮ বলেছেন: অমর্ত্য সেন মার্কসবাদি বুদ্ধিজীবী।বাংলাদেশের জনগনের জন্য উনার সহানুভুতি আছে।
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক।
৫| ১৬ ই মার্চ, ২০২৫ ভোর ৫:২২
জিকোব্লগ বলেছেন:
@এই ব্লগের মূল নিকধারী,
নিক কি ফ্রিতে নাকি ডলারে ভাড়া দেন। ফ্রিতে দিলে
প্রশ্নঃ আপনি কি সোনাগাজীর বউ নাকি পোলা ?
@সোনাগাজী , তুমার কাছে এই প্রশ্নের উত্তর চাচ্ছি না। জানি , তাপরেও
তুমার নিজের চুলকানির জায়গায় তুমি আঙ্গুল ঢুকাইয়া দিবা।
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
প্রতি পোস্টে ১০০ ডলার।
৬| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ।
৭| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৬
কাঁউটাল বলেছেন: এইটা তো চাঁদগাজী লিখছে মনে হচ্ছে। এই ধরণের অদ্ভুত বিষয় নিয়ে অদ্ভুত লেখা চাঁদগাজীর পক্ষেই সম্ভব।
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
পড়েছেন? কি বুঝেছেন আপনি?
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:১০
মেঠোপথ২৩ বলেছেন: নিক ভাড়ায় পেমেন্ট কেমন দেয়া হয় ?