![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) পাকিস্তান ও ভারত একই সময়ে স্বাধীন হয়েছিলো; পাকিস্তানের রাজনীতির অস্হিরতাকে কাজে লাগিয়ে, আমেরিকা ওখনে সামরিক ক্যু করায়ে আই্যুবকে ক্ষমতায় এনে ১৯৫৮ সালে দেশটিকে মিলিটারীর পেটে নিয়ে যায়; উহা আজো মিলিটারীর পেটে।
২) মিলিটারী শাসনের ফলে, ১৯৭১ সালে দেশটি ২ ভাগে বিভক্ত হয়; ১৯৭৫ সালে আমেরিকা বাংলাদেশে সামরিক ক্যু ঘটায়ে উহাকে পাকিস্তানের সমপর্যায়ে নিয়ে যায়। বাংলাদেশ এখনো মিলিটারীর পেটে।
৩) পাকিস্তান ও বাংলাদেশ মিলিটারীর হাতে থাকায় শিক্ষা ও মাথাপিছু আয়ে দেশ ২টি পেছেন পড়ে যায়। উভয় দেশের মানুষ পেছনে পড়ে গিয়ে ভারতকে সব বিষয়ে দোষারোপ করে আসছে; ভারত নিজের মানুষকে শিক্ষিত করে, বিশ্বের ৫ম অর্থনীতিতে পরিণত হয়েছে; পাকিস্তান ও বাংলাদেশের সমস্যা নিয়ে চিন্তিত নয়।
৪) ভারত শুরু থেকে জনসংখ্যার চাপে ছিলো, এখনো আছে; এরপরেও তারা উন্নত বিশ্বে যেতে সক্ষম হয়েছে; ওদের উন্নয়নের ফরমুলা হচ্ছে: উন্নত মানের শিক্ষা, গণতান্ত্রিক সরকার ও দেশপ্রেম।
৫) বাংলাদেশ ও পাকিস্তানের যেকোন শিক্ষিত মানুষের চেয়ে সমমানের শিক্ষিত ভারতীয়-নাগরিকের দক্ষতা বেশী ও কাজের বেলায় স্বচ্চ।
২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালীরা ফ্যাক্ট চেকে ব্যস্ত।
২| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৪
কাঁউটাল বলেছেন:
ভাদা কুকুরের নৃত্যকলা
বাল কুকুরের ছাল
২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
নিকেরর ছবির প্রাণিটা কি আপনার পোষা?
৩| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: আপনি এখনও নিক ভাড়া দেওয়া বন্ধ করলেন না?
সোনা মিয়া কয়েকটা বানান সুপরিচিত । এই যেমন এইটা আপনি এখনও নিক ভাড়া দেওয়া বন্ধ করলেন না?
সোনা মিয়া কয়েকটা বানান সুপরিচিত । এই যেমন এইটা সে এই স আর থ যুক্তাক্ষর লিখতে পারে না। সে লিখে স প্লাস হ।
এসব ছাড়েন। নিকের পাসওয়ার্ড বদলান অথবা নিজ মুখে স্বীকার করে নেন নিক ভাড়া দিচ্ছেন।
২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
প্রতি পোস্ট ১০০ ডলার।
৪| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
খারাপ মানুষেরা ভালো চিন্তা-ভাবনা করতে পারে না। এদের জীবন জটিলতায় কুটিলতায় ভরপুর।
২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: ভারত আরো এক জায়গায় দক্ষ ! তা হচ্ছে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানো যায়।