নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদশে কেন আমেরিকার পকেটে?

২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৩






সামু ব্লগের কতজন ব্লগার দেশের বর্তমান অবস্হা সঠিকভাবে অনুধাবন করে রাজনৈতিক পোষ্ট লিখছেন? এই দেশের ১৯ কোটীর মাঝে শতকরা কতভাগ মানুষ জানেন, আধুনিক বিশ্ব্বের দেশগুলো কিভাবে চলে?

ড: ইউনুস কেন আও্য়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারছে না, জামতের মতো দল কিভাবে আওয়ামী লীগের "চ্যাপটার ক্লোসড" বলেছে, বিএনপি কেন সহসা ভোট চাচ্ছে, সেনা প্রধান কেন ব্লগারদের সমানও বুঝে না? এগুলোর পেছনে নিশ্চয় কারণ আছে!

সেনা প্রধান যা জানে, কোন ব্লগার তা জানে না; ড: ইউনুসকে আমেরিকা কি করতে বলছে, কোন ব্লগার তা জানে না। আমেরিকার এবারের ক্যু এখনো বেশীরভাগ ব্লগারের কাছে পরিস্কার নয়। ফলে ব্লগারেরা কখনো দেশ নিয়ে সঠিকভাবে লেখার সম্ভাবনা কম। আর ১৯ কোটী যেখানে বিশ্ব নিয়ে তেমন কিছু বুঝে না, তাদের পক্ষে চালানি সম্ভব নয়; দেশ আমেরিকার পকেটে আরো লম্বা সময় ধরে থাকবে।

আমেরিকা তার ক্যু'এর চিহ্ন মুছে দেশকে কিছুটা পরিস্কার করার কথা ভাবছে, "বিপ্লবীদের" কাজ থেমে যাবে। আমেরিকা যেভাবে চালাবে, দেশ সেইভাবে চলবে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১২

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি ইলুমিনাতি নাকি ? সবার সব খবর জানেন। B-)

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

প্রতিটি বাঙালীই ইলুমিনাতির সদস্য।

২| ২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

সৈয়দ কুতুব বলেছেন:

তাদের মধ্যে বৈঠক হয়েছে সিনেটর চলে যাওয়ার পর। কি কথা হয়েছে কে জানে !

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

ক্ষমতাবান লোক দিয়েও ক্রিকেটে কিছু পেলাম না।

৩| ২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

রিফাত হোসেন বলেছেন: তাল মিলিয়ে চলতে হবে। প্রতিবেশী, শত্রুকে সমীহ করে চলতে হয় কিন্তু এই বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সমীচীন নয়। এটা যারা করতে পারে তারাই lead দিবে। আর যারা দিতে ব্যর্থ হয় তারা পালিয়ে যাবে, না হয় অপসারিত হবে।

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:১০

শূন্য সারমর্ম বলেছেন:

শক্তিশালীরাই টিকে থাকে।

৪| ২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: মানে হচ্ছে ড. ইউনুস দেশটকে আমেরিকা বানিয়েই ছাড়বে, কিন্তু বাঙলার জনগণ তা মেনে নেবে না না না....

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:১০

শূন্য সারমর্ম বলেছেন:

আফ্রিকাকে আমেরিকা বানানো যায় না।

৫| ২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: বিশ্ব রাজনীতি একজনই ভালো বুঝতো তিনি ব্লগে নেই।আমি যখন রাজনীতি করতাম তখন কিছুটা বুঝতাম।রাজনীতি ছেড়ে দিয়েছি চল্লিশ বছর আগে।আমার দেখা ছিলো মার্কসীয় দৃষ্টিকোন থেকে।
এখন যারা আন্তর্জাতিক পত্রিকা গুলির রাজনৈতিক কলাম নিয়মিত পড়েন তারা কিছুটা বুঝবেন।ব্লগপড়ে আর কি বুঝা যাবে।যে যার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করছে।
সেনা প্রধান আগেও যা করেছে আমেরিকার পরামর্শে করেছে এখনো যা করছে আমেরিকার পরামর্শেই করছে।ইউনুসের শেষ রক্ষাহবে কিনা বলা মুসকিল তবে সমন্বয়করা ভোগে।

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:১২

শূন্য সারমর্ম বলেছেন:


ইউনুস ঝামেলা থেকে বের হয় দেশ থেকে চলে যাবে।

৬| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'বাংলাদশে' না, দেশের নাম 'বাংলাদেশ'। দয়া করে পোস্টের শিরোনামে দেশের নামটা ঠিক করে নিবেন।

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:১১

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ।

৭| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: নিক ভাড়া চলছেই..... :-<

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:১১

শূন্য সারমর্ম বলেছেন:

প্রতি পোস্ট ১০০ ডলার।

৮| ২৪ শে মার্চ, ২০২৫ সকাল ৮:০৬

কথামৃত বলেছেন: ভোট হবে ২০৮৯ সালের নভেম্বরের ৪ তারিখ

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি বেঁচে থাকবেন?

৯| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:
...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.