![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরান কি এটম বোমা বানাতে পেরেছে আদৌ?
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
ইরানের প্রচুর ব্যাপআপ, সামরিক মাথাগুলো ও বিজ্ঞানীগুলো শহীদ হয়ে যাচ্ছে।
২| ১৯ শে জুন, ২০২৫ রাত ১২:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: না, তবে তারা বোমা তৈরীর খুব কাছাকাছি চলে গিয়েছিলো হয়তো, তা না হলে ইসরায়েল আতর্কিত হামলা করতো না।
মোসাদ, সিআইএর চোখ ফাঁকি দিয়ে পারমানবিক বোমা তৈরী করে ফেলবে এটা অসম্ভব।
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক।
৩| ১৯ শে জুন, ২০২৫ রাত ১২:৫৫
আঁধারের যুবরাজ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: না, তবে তারা বোমা তৈরীর খুব কাছাকাছি চলে গিয়েছিলো হয়তো,
- তুলসী গ্যাবার্ড ইতিপূর্বে বলেছে যে , ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে না। ট্রাম্প বলেছে , তুলসী কি বলেছে সে পরোয়া করে না ! আপনাকে গতকালকে বলেছিলাম যে ,গত ৩০ বছর যাবৎ ইসরাইল এই একই কথা বলতেছে ! আর আজকে প্রথম আলোতেও এই বিষয় নিয়ে লিখেছে। আজপর্যন্ত ইসরায়েল কোনো প্রমান দেখতে পারেনি যে ,ইরান পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি পৌঁছে গিয়েছে।
৪| ১৯ শে জুন, ২০২৫ রাত ১:০২
আমি নই বলেছেন: আমার মনে হয় বানিয়ে রেখেছে কিন্তু টেষ্ট করার সুযোগ পায়নাই। আর আমেরিকা তার জারজ সন্তানের পক্ষে যুদ্ধে না নামলে মনে হয় না ব্যাবহার করবে।
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
টেস্ট ব্যাতীত বোম কাজে লাগবে না।
৫| ১৯ শে জুন, ২০২৫ রাত ১:০৭
আঁধারের যুবরাজ বলেছেন: উপরন্ত ইরানকে তামা তামা করে ফেলতেছে বোমা মেরে। যদি থাকতো বা নিদেন পক্ষে কাছাকাছিও যদি থেকে থাকে, ইরান নিশ্চই ঘোষণা দিয়ে ফেলতো। ওদের ১০/১৫ জন শীর্ষ সেনাকর্মকর্তা মারা গিয়েছে ,খোমেনিও যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কিসের জন্য অপেক্ষা করছে ,বোমা যদি থাকে সেটা যদি শুধু ঘোষণাও দিয়ে দেয় বা একটা টেস্টও করে সারা পৃথিবী জেনে যেত ,যুদ্ধও থেমে যেত।
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক।
৬| ১৯ শে জুন, ২০২৫ রাত ১:১০
আমি নই বলেছেন: আঁধারের যুবরাজ এর কথায়ও যুক্তি আছে।
তবে বড় প্রশ্ন কোনো একটি রাষ্ট্র নিউক্লিয়ার বোমা বানাচ্ছে এই ধারনা করেই কি আক্রমন করা যায় বা বৈধ? আমেরিকা কি রাশিয়া বা চিন যখন নিউক্লিয়ার বোমা বানালো হামলা করেছিল, অথবা পাকিস্তান-ভারত কি একে অপরের উপর হামলা করেছিল? করেনাই কিন্তু ইসরাইল করেছে, কারন তারা গড'স চুজেন টেরোরিষ্ট।
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
চেচামেচি তো করবে ইরান, তা হচ্ছে না কেন।
৭| ১৯ শে জুন, ২০২৫ রাত ১:১৭
আঁধারের যুবরাজ বলেছেন: @আমি নই জ্যাক স্মিথ এর ভাষায় ,ইরান বানালে সেটা "অবৈধ " ,ইসরাইলের থাকলে সেটা বৈধ।
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
বানাতে পারলে সব বৈধ।
৮| ১৯ শে জুন, ২০২৫ রাত ৩:০৯
জ্যাক স্মিথ বলেছেন: @আঁধারের যুবরাজ গত ৩০ বছর যাবৎ ইসরাইল এই একই কথা বলতেছে ! - এই বিষয়টা আমিও জানি, ইসরাইল সবসমই ইরানের বিষয়ে বেশ উদ্বিগ্ন থাকে কারণ খামোনি সরকার প্রতিদিনই ইসরাইলকে ধ্বংস করে দেওয়ার প্রতিজ্ঞা করে। এতদিন অভিযোগ করলেও কিন্তু কখনো আক্রমণ করেনি, কিন্তু এবার আক্রমণ করেছে, এর মানে হচ্ছে এবার সত্যিই বাঘ এসেছে, এবার যদি বাঘটাকে না মারা যায় তাহলে ওই বাঘটাই ইসরায়েলকে খেয়ে ফেলবে।
৯| ১৯ শে জুন, ২০২৫ রাত ৩:৩৬
আঁধারের যুবরাজ বলেছেন: @জ্যাক স্মিথ আপনি ভুল অথবা মিথ্যাচার করছেন এবং স্ববিরোধী কথা বলছেন। গত ৩০ বছর যাবৎ যে মিথ্যাচার করছে ,লক্ষ্য লক্ষ্য নিরীহ মানুষ যে হত্যা করেছে। যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে এবং হুলিয়াও রয়েছে সম্ভবত। তার কথা আপনি এখনো বিস্বাস করছেন এবং তার হয়ে সাফাই গাইছেন। তুলসী গ্যাবার্ড নিজে গত মার্চে বলেছেন যে, ইরান পারমাণবিক অস্র বানাচ্ছে না। ইরানের সর্বোচ্চ পর্যায়ের একজন সেনাকর্মকর্তা বলেছেন যে, বর্তমান খোমেনী ফতোয়া দিয়েছে যে , পারমাণবিক বোমা হারাম। তবে এটাও বলেছে ভবিষ্যতে কি হবে সে জানে না ,তবে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই বোমা বানানোর। আপনার চিন্তা করার পদ্ধতি অসুস্থ পর্যায়ের। এই টুকু বোধ আপনার নেই যে,কাউকে মিথ্যা অভিযোগ করে আক্রমণ করা যায় না। ইসরায়েল যা করেছে তা অন্যায় এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
আপনি বরাবর অত্যাচারীর পক্ষে সাফাই গান ,গত ডামি নির্বাচনের আগে পরের আপনার রাজনৈতিক পোস্ট পড়লেই বুঝা যায়।
১০| ১৯ শে জুন, ২০২৫ রাত ৩:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: সিআইএ, মোসাদ যদি জানতো ইরান পরমাণু বোমা তৈরী করে ফেলেছে, তাহলে কখনোই ইসরাইল ইরানে আক্রমণ চালাতো না, ঠিক যেমন আমেরিকা উত্তর কোরিয়াতে সরারসরি কখনোই আক্রমণ চালাবে না।
আর যদি ধরে নেই, লোক চক্ষূর আড়ালে ইরান সত্যিই পরমাণু বোমা তৈরী করে ফেলেছে, তাহলে আগামী ৭ দিনে মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে।
১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
লজিক্যাল মনে হচ্ছে
১১| ১৯ শে জুন, ২০২৫ রাত ৩:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: আঁধারের যুবরাজ - পরমাণু বোমার আজুহাতে এর আগে ইসরাইল ইরানে আক্রমণ করে লক্ষ লক্ষ নারী পুরুষ হত্যা করেছে, এমন কথা আমি শুনিনি কখনো।
মোসাদ শুধুমাত্র এক তুলসী গ্যাবার্ড কথা চলে না।
হেই কাম অন ম্যান! আমি মনে করি না যে আমার এসব কমেন্টের কারণে ইরান-ইসরায়েল যুদ্ধের কোন প্রভাব পরছে, কিছু বিষয় পর্যালোনা করে আমি আমার অভিমত জানাচ্ছি শুধু, সো আপনার এত অস্থির হাবার কোন প্রয়োজন নেই।
১২| ১৯ শে জুন, ২০২৫ রাত ৩:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: * মোসাদ শুধুমাত্র এক তুলসী গ্যাবার্ডের কথায় চলে না।
১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
মোসাদ কার কথায় চলে/?
১৩| ১৯ শে জুন, ২০২৫ ভোর ৪:০৩
আঁধারের যুবরাজ বলেছেন: @জ্যাক স্মিথ আপনি কি ইচ্ছে করে কথা ঘুরান নাকি ? আন্তর্জাতিক আদালতে বিচার কি জন্য হয়েছিল নেতানিয়াহুর বিরুদ্ধে ? পাইলাইস্টানে , গাজা তে আগ্রাসনের জন্য। বিগত কয়েক দশকে পাইলাইস্টানে ইসরাইল লক্ষাধিক মানুষ মেরেছে। এক গাজাতে সম্প্রতি ৭০ হাজারের বেশি মানুষ মেরেছে। আমি ইরানের কথা বলিনাই। মোসাদ কার কথায় চলে না চলে সেটা অপ্রাসঙ্গিক এখানে ,তুলসী এই সব খোপন খবর সবার আগে জানতে পারে ,তার দায়িত্বই হচ্ছে সে সব জানা। সেই জন্যই তুলসীর কথার গুরুত্ব রয়েছে।
আমাদের কথায় যুদ্ধ থামবে না। যুদ্ধ থামানো নিয়ে আলোচনা হচ্ছে না। কথা হচ্ছে ,আমার ভিতরে মনুষত্ব এখনো বেঁচে আছে কিনা সেটা যাচাই করা ,নিজের জন্যই।
আপনার এত অস্থির হাবার কোন প্রয়োজন নেই। - অমানবিকতা দেখলে যে কোনো মানুষই অস্থির হবে ,আমার ভিতরে মনুষ্যত্ব এখনো একটু হলেও বেঁচে আছে !
১৪| ১৯ শে জুন, ২০২৫ ভোর ৬:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জানা মতে করে নি। তবে পাকিস্তান থেকে ১/২টা কিনে এনে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য রেখে দেয় নি সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আসিম মুনিরের সাথে ট্রাম্পের দেখা করাটা আমার কাছে বড় কোন পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে। আমার ধারনা ট্রাম্প ইরান আক্রমন করবে আর পাকিস্তান-কে বলবে চুপচাপ বসে থাকার জন্য। সম্ভবত আসিম-কে সে ধরনের বার্তাই দেয়া হয়েছে। নেতানিয়াহু বহু আগেই পাকিস্তান ও ইরানের কথা উল্লেখ করেছে। সুতরাং কোনভাবে ইরানকে নিয়ন্ত্রন করতে পারলে পরের নিশানা হবে পাকিস্তান, এটা নিশ্চিত।
১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
পাকিস্তান কোনো সমস্যা না,আমেরিকার জন্য।
১৫| ১৯ শে জুন, ২০২৫ সকাল ৭:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রত্যেকটা সভ্য দেশেরই উচিত এটম বোমা বানানো এবং সেটা ফুটিয়ে টেস্ট করা্।
প্রত্যেকটা সভ্য দেশেরই উচিত এটম বোমা বানানো এবং সেটা ফুটিয়ে টেস্ট করা্।
১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
বানাতে পারলে সব এটম বৈধ।
১৬| ১৯ শে জুন, ২০২৫ সকাল ৭:১০
আঁধারের যুবরাজ বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা ট্রাম্প ইরান আক্রমন করবে আর পাকিস্তান-কে বলবে চুপচাপ বসে থাকার জন্য।
- পাকিস্তানের সেনা প্রধানকে ডেকেছে পাকিস্তানের সীমান্ত ব্যবহার করে ইরানে আক্রমণের জন্য। যেমন আফগানে করেছিল ,পাকিরা হচ্ছে জাত বেঈমান। রাজি হলেও হতে পারে।
১৭| ১৯ শে জুন, ২০২৫ সকাল ৮:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: আঁধারের যুবরাজ বলেছেন: পাকিস্তানের সেনা প্রধানকে ডেকেছে পাকিস্তানের সীমান্ত ব্যবহার করে ইরানে আক্রমণের জন্য।
হতে পারে তবে আমার ধারনা পাকিস্তান সেটায় রাজি হবে না। ওদের দেশের লোকজনও সেটা স্বাভাবিকভাবে নেবে বলে মনে হয় না। দেখা যাক।
১৮| ১৯ শে জুন, ২০২৫ সকাল ৮:৪৭
ফারমার২ বলেছেন:
নেতানিয়াহু ইহুদী জাতিকে ঘাতক জাতিতে পরিণত করেছে; বিশ্বের কেহ ইহা পছন্দ করছে না।
১৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
ইহুদীরা মার খাবে, মার দিবে, এভাবেই চলবে।
১৯| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১০:০৩
কামাল১৮ বলেছেন: ইরান এটোম বোমা বানেলেও যুদ্ধ এমনই হবে।রাশিয়ার এটোমবোমা আছে তাই বলে কি ইউক্রেন যুদ্ধ করছে না।
১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:২১
শূন্য সারমর্ম বলেছেন:
ঐ যুদ্ধে তো রাশিয়া জয়ী, এ যুদ্ধে কে জয়ী?
২০| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১০:১৯
আমি নই বলেছেন: আঁধারের যুবরাজ বলেছেন: @জ্যাক স্মিথ আপনি কি ইচ্ছে করে কথা ঘুরান নাকি ?
ভাই উনি শুধু কথা ঘুরান তাই নয় উদ্ভট সব দাবীও করেন, ওনার পোষ্টের কমেন্টের উত্তরে উনি দাবী করেছেন ইরান নাকি ইসরাইলে মিসাইল বৃষ্টি নিক্ষেপ করে হাজার হাজার নারী-শিশুকে হত্যা করছে। অন্য একটা উত্তরে দাবী করেছেন মুসলিম আর খৃষ্টানরা মিলে শুধু আরবেই নাকি ৬০ কোটি ইহুদিকে হত্যা করেছে। ওনার দাবীর প্রুফ হচ্ছে ট্রাষ্ট মি ব্রো
@শূন্য সারমর্ম অন্য পোষ্টের কথা এখানে আনার জন্যে দুঃখিত।
২১| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: ইরানের লোকজন মোল্লা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
১৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
দৌড়ান আপনিও।
২২| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: আমি জ্ঞানশূন্য মানুষ।
২৩| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় নিশ্চয় কোন ব্যাকআপ রেখে ইরান যুদ্ধে জড়িয়ে পরেছে।
১৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
মনে হয় ব্যাকআপ চেচামেচি।
২৪| ১৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইরানের উচিৎ ইসরায়েলকে কঠিন শিক্ষা দেওয়া। নিশ্চয় তারা ইরান ছোট হলেও এমন বোম তৈরী করেছে।
১৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ
২৫| ১৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৫
জ্যাক স্মিথ বলেছেন: @আঁধারের যুবরাজ- মোসাদ কার কথায় চলে না চলে সেটা অপ্রাসঙ্গিক এখানে - আপনার কথায় স্পষ্ট প্রমাণ- যেহেতু তুলসী গ্যবার্ট বলেছেন তাই মোসেদের নিজস্ব অনুসন্ধান মূল্যহীন। প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক এর মধ্যে পার্থক্যও দেখি বুঝেন না।
@আমি নই - গত ৫ দিন ধরে ইরান ইসরায়েলর উপর হাজার হাজার ড্রোন, মিসাইল নিক্ষেপ করতেছে, এটা একটা বাচ্চা ছেলেও জানে, শুধু তাই নয় আগমী একমাসের মধ্যে ইরান ইসরাইলকে ধুলোর সাথে মিশিয়ে দওয়ার নীল নকশা আকাছে।
আমার কথা বিশ্বাস না হলে বিশিষ্ট এক বেঙ্গলী বিজ্ঞানীর মুখ থেকেই শুনুন। তো আপনি কি উনার চেয়ে বড় বিজ্ঞানী হয়ে গেছেন?
যদিও আপনার দাবী করা কথাটা আমি ভিন্ন একটি পোস্টে ভিন্ন একটি প্রসঙ্গে বলেছিলাম, ওই পোস্টের প্রেক্ষাপট ভিন্ন।
উক্ত পোস্টে আপনি নিজেই আরবে ইহুদী জনগোষ্ঠীর হত্যাকন্ডের কথা স্বীকার করছেন । যদিও সংখ্যা নিয়ে আমাদের মধ্যে মতোভেদ আছে, বাট দ্যা'টস নট অ্যা বিগ ডিল। আসলে সংখ্যাটা ৬০ কোটি না ওটা হবে ৬ কোটি, মূল অভিযোগটা যেহেতু আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন কাজেই এসব টাইপোর উপরে এত গুরুত্ব দেয়ার কিছু নেই।
২৬| ১৯ শে জুন, ২০২৫ দুপুর ১:০২
আমি নই বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন @আমি নই - গত ৫ দিন ধরে ইরান ইসরায়েলর উপর হাজার হাজার ড্রোন, মিসাইল নিক্ষেপ করতেছে, এটা একটা বাচ্চা ছেলেও জানে, শুধু তাই নয় আগমী একমাসের মধ্যে ইরান ইসরাইলকে ধুলোর সাথে মিশিয়ে দওয়ার নীল নকশা আকাছে।
আমার কথা বিশ্বাস না হলে বিশিষ্ট এক বেঙ্গলী বিজ্ঞানীর মুখ থেকেই শুনুন। তো আপনি কি উনার চেয়ে বড় বিজ্ঞানী হয়ে গেছেন?
কে কি বলল তা শুনেই আপনি নেংটি পরে হাজার হাজার নারী-শিশু হত্যার মিথ্যা দাবী প্রচার করবেন? অবস্য মিথ্যা না বললে জায়নিষ্ট হওয়া যায় না।
জ্যাক স্মিথ বলেছেন - উক্ত পোস্টে আপনি নিজেই আরবে ইহুদী জনগোষ্ঠীর হত্যাকন্ডের কথা স্বীকার করছেন । যদিও সংখ্যা নিয়ে আমাদের মধ্যে মতোভেদ আছে, বাট দ্যা'টস নট অ্যা বিগ ডিল। আসলে সংখ্যাটা ৬০ কোটি না ওটা হবে ৬ কোটি, মূল অভিযোগটা যেহেতু আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন কাজেই এসব টাইপোর উপরে এত গুরুত্ব দেয়ার কিছু নেই।
হাইস্যকর, ৬০ কোটি থেকে এক লাফে ৬ কোটি? আবার সেটারো কোনো প্রমান নাই। আপনি পারেনও বটে। আমি ইতিহাস অস্বীকার করিনা। আমি বলেছি হুমম মুসলিমরাও ইহুদিদের হত্যা করেছে, ১৪০০+ বছর মিলে সেটা সর্বোচ্চ ১০-২০ হাজার হতে পারে।, ১০-২০ হাজার এর সাথে ৬০ কোটি বা ৬ কোটির পার্থক্য বোঝার মত বুদ্ধিও মনে হয় আপনার নাই, তাই বলেছেন দ্যা'টস নট অ্যা বিগ ডিল। মাথায় ব্রেইন থাকলে ঐ ৬ কোটির প্রমান নিয়ে হাজির হন। আর ব্রেইন জায়নিষ্টদের কাছে বেচে খেয়ে থাকলে অফ যান।
২৭| ১৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: ইসরায়েল দাবি করেছে যে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় এই হামলা প্রয়োজন ছিল। তবে, এই দাবির সমর্থনে কোনো জরুরি বা তাৎক্ষণিক প্রমাণ নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) প্রতিবেদনেও ইরানের নতুন কোনো হুমকি উল্লেখ নেই।
১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
ইরান ইউরেনিয়াম নাড়া চাড়া করে হয়তো খেলনা বোম বানিয়েছে।
২৮| ১৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ইরানের ওপর হামলার মূল কারণ:
১. ইরান হিজবুল্লাহকে সাহায্য করেছে,
২. সিরিয়ার বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধ করেছে,
৩. হামাসকে সহায়তা করছে,
৪. হুথি বিদ্রোহী গঠনে ভূমিকা রেখেছে।
ইরানের এই কর্মকাণ্ড দেখে বাকি মুসলিম দেশগুলো যদি একইভাবে প্যারামিলিটারি গোষ্ঠী তৈরি করে ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।"
১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
সরকার চেইন্জ হবে এ যুদ্ধে?
২৯| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৫
আঁধারের যুবরাজ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক এর মধ্যে পার্থক্যও দেখি বুঝেন না।
-খুপরি এতো নিরেট হলে তো মুশকিল ! গত পরশু বললেন যে , ইরান নাকি তার "অবৈধ " পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি পৌঁছে গিয়েছে ? আমি প্রশ্ন রেখেছিলাম কোন দেশের পারমাণবিক বোমা বৈধ ?সেই প্রশ্নের উত্তরে পিছলে গিয়ে আমার মন্তব্যের প্রেক্ষিতে গতকালকে বললেন যে " ৩০ বছর যাবৎ নেতানিয়াহু মিথ্যাচার করছে সেটা আপনি জানেন ! আবার বলতেছেন মোসাদ বলেছে ইরান বোমা বানানোর কাছাকাছি। যে বা যারা গত ৩০ বছর যাবৎ মিথ্যা বলছে বলে শিকার করলেন সেই তাদের কথা যে অপ্রাশিঙ্গিক হয়ে যাই যখন আমেরিকাকে এই যুদ্ধে জড়ানো নয় আমেরিকার ভিতরেই নীতিনির্ধারক পর্যায় বিভকি দেখা যাই তুলসীর কথা কে কেন্দ্র করে। সে কথা যে আলোচনার জন্য প্রাসঙ্গিক সেটা আপনার বোধগম্য হচ্ছে না , কি আর করা ! আপনার ঘন ঘন রং পরিবর্তন ( মানে মন্তব্যের স্ববিরোধিতা ) দেখে , গিরগিটিও অবাক হবে।
৩০| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪০
নতুন বলেছেন: পরমানু বোমা অন্যের কাছে অবৈধ। ভারত পাকিস্তান যেমন সফল পরিক্ষা করে স্টাটাস অর্জন করেছে তেমনি ইরানেও করা উচিত ছিলো। তখন কেউই তাকে এমন আক্রমন করতে সাহস পেতো না।
আর ইসরাইল যে বিমান বা মিসাইল দিয়েই আক্রমন করবে সেটা তো তারা জানেই। তার প্রতিরোধের জন্য কি তাদের পযাপ্ত ব্যবসথা করেন নাই কেন?
তবে ইরানের বর্তমানের সরকারের নেতারা ও ভালো না। তারা মধ্যপ্রাচ্যের কোন দেশের সাথেই ভালো সম্পর্ক রাখে নাই।
৩১| ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: @আঁধারের যুবরাজ -আপনার পয়েন্ট আমি বুঝতে পারেছি, কিন্তু এসব আলোচনা পর্যালোচনার বিষয় স্বল্প পরিসরে যা সম্ভব নয়, আর এখানে তো সম্ভব'ই নয়। তাছাড়া আপনি অনেক এগ্রেসিভ আচারণ করেন।
@আমি নই- যথাযথ পোস্টে আপনাকে উপযুক্ত জাবাব দেওয়া হইয়াছে।
উক্ত পোস্টে আপনি এখন পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা প্রায় দুই কোটি ইহুদী নিধনের কথা স্বীকার করেছেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখ, আরবে রোমান আক্রমনের সময় ১ কোটি, আর মুসলিমদের দ্বারা ১০-২০ হাজার। আপনার উপর যদি আরকেটু চাপ প্রয়োগ করা যায়, তাহলে ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়তে থাকবে যা একসময় ৫/৬ কেটিতে পৌঁছবে।
গুড জব।
৩২| ১৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
আঁধারের যুবরাজ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: তাছাড়া আপনি অনেক এগ্রেসিভ আচারণ করেন।
- সব কথার শেষ কথা হয় না। যদি অনিচ্ছায় আঘাত দিয়ে থাকি, আমি ক্ষমাপ্রার্থী। এখানেই যতি টানছি। ভালো থাকুন।
-
৩৩| ২০ শে জুন, ২০২৫ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
৩৪| ২০ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৬
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমার মনে হয় না এখন পর্যন্ত বানাতে পেরেছে।
৩৫| ২২ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৮
আমি নই বলেছেন:
জ্যাক স্মিথ বলেছেন: @আমি নই- যথাযথ পোস্টে আপনাকে উপযুক্ত জাবাব দেওয়া হইয়াছে।
উক্ত পোস্টে আপনি এখন পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা প্রায় দুই কোটি ইহুদী নিধনের কথা স্বীকার করেছেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখ, আরবে রোমান আক্রমনের সময় ১ কোটি, আর মুসলিমদের দ্বারা ১০-২০ হাজার। আপনার উপর যদি আরকেটু চাপ প্রয়োগ করা যায়, তাহলে ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়তে থাকবে যা একসময় ৫/৬ কেটিতে পৌঁছবে।
গুড জব।
একটা মানুষ ঠিক কি পরিমান মিথ্যা কথা বলতে পারে তা এই ছাগলকে না দেখলে বিশ্বাস হতোনা। তার ৬০ কোটি ইহুদি হত্যার দাবীর প্রেক্ষিতে তার পোষ্টে আমি বলেছিলাম ---
"২য় বিশ্ব যুদ্ধের আগে সর্বোচ্চ পরিমানে ইহুদি হত্যার ঘটনা হচ্ছে ৭০ সালে যখন রোমানরা জেরুজালেন দখল করে, এই সময় ৬ লাখ থেকে ১০ লাখের মত ইহুদিকে হত্যা করা হয়। ১৩৫ খ্রিস্টাব্দে আবারো রোমানদের দ্বারাই প্রায় ৫.৮ লক্ষ ইহুদি নিহত হয়।
১ লক্ষের বেশি হত্যা এই ৩ টা ইভেন্টেই হয়েছিল যা সম্মিলিত ভাবেও ১ কোটি নয়, অথচ আপনি নির্লজ্জভাবে দাবী করলেন ৬০ কোটি।"
আর ছাগলটা এখানে এসে বলতেছে আমি নাকি ২ কোটি ইহুদী নিধনের কথা স্বীকার করেছি।
তো ৬০ কোটি ইহুদি হত্যার প্রমানতো দিলেন না? প্রমান কই?
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২৫ রাত ১২:১০
ভুয়া মফিজ বলেছেন: বানিয়ে রেখেছে, তবে বড় টেস্ট করে নাই। যে কোনও সময়ে করবে।

কিছুদিন আগে একটা ছোটখাটো টেস্ট করেছিল সম্ভবতঃ। ইরানের একটা মৃদু ভুমিকম্পকে পশ্চিমা মিডিয়া বলেছিল, এটা সম্ভবতঃ প্রাকৃতিক ভুমিকম্প না; একটা ছোটখাটো নিউক্লিয়ার টেস্ট হতে পারে। তবে নিশ্চিত করতে পারে নাই।
তবে, কিছু একটা ব্যাকআপ হাতে না রেখে ইরান ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো বোকা না। এটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার প্রয়োজন নাই মনে হয়!!! আপনার জ্ঞান কি বলে?