নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কি শিখিয়েছে?

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬






অপমান, অপদস্থ থেকে বাঁচার উপায় শিখাইনি? ওস্তাদ মগা শ্যামী পাহাড়ে বসেও এসবের সমাধান করতে পারে, আপনি সামান্য অসুস্থতার জন্যও ব্লগে মিলাদ দেননি, দোয়া করেছেন কার জন্য? খালেদা জিয়ার জন্য এয়ার এম্বুল্যান্সে রং করা হচ্ছে, কে বেশি দোয়ার ভাগিদার? এম্বুল্যেন্স চালক নাকি রং করা শ্রমিক,ঐটা আপনারা বের করবেন।


লিখছেন তো মন ভরে, ভুমিকম্পের সময় দেশে অনেক আলোচনা হয়, ঢাকা নাকি সিরিয়ার মত অবস্থা হবে, শুধু যুদ্ধ বিদ্ধস্ত ভাঙা বিল্ডিং। ইউনুস সরকার পীর সাহেব হতে গিয়েও মুরিদ হারাচ্ছে ধীরে ধীরে।আপনি ব্লগে লিখে অপমান থেকে বাঁচার পথ খুজেছেন,নিজে কি শিখেছেন, অপর কোন ভাবনা আপনার ভাবনার জগৎ আলোড়ন তুলেছিলো? নিতশের সৃষ্টিকর্তা মৃত ছিলো উনি মৃত হবার আগেই, নবীর মুসা,ঈশা ও মুহাম্মদ সৃষ্টিকর্তার কৃপায় জন্মভুমি ছেড়ে গিয়েছিলো আপনি ব্লগ ছাড়বেন না আশাকরি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৭

সৈয়দ কুতুব বলেছেন: এটা কি আপনার নিজের লেখা ?

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

হ্যা।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: @কুতুব - জি না, এইটা ওনার নিজের লেখা না। গোলু যেরকম হোগা ভাড়া দিয়ে খায়, উনি সেরকম গোলুকে মাঝে মাঝে উনার নিক ভাড়া দেন, কমেন্ট করার জন্য বা প্রথম পাতায় লেখার জন্য।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

বেচারা দাদা, বলুন তো প্রতিমাসে নিক ভাড়িয় আমার আয় কতো?

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

জেন একাত্তর বলেছেন:



এখন বুঝুন, কত ধরণের ইডিয়টরা ব্লগ অবধি এসে গেছে!

০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:

ওরা বহুদুর যাবে, দখল করবে।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: লেখায় প্রাণের অভাব রয়েছে । ভেবেছিলুম জিপিটি মহাশয় আপনার কাজটি সহজ করিয়া দিয়াছেন ।

০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


প্রাণ ফিরলে

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৯

জ্যাক স্মিথ বলেছেন: কিভাবে ক্যাচাল করতে হয় ব্লগ থেকে আমি তা শিখেছি।

০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:
বাঁচার উপায় কেউ বলে দেয়নি।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: এই ব্লগ থেকে আমরা চাঁদগাজীকে পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

কামাল১৮ বলেছেন: সময় কাটানোর যায়গা।আমার সময় কাটে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.