নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং সংখ্যালঘু সম্প্রদায় অনেকটা তুরুপের তাসের মত। বিস্তারিত ব্যাখ্যা করা হলোনা প্রাসংগিক কারণে। এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু ভাইদের সতর্ক করা।
বাংলাদেশ অনেকটাই সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে, যা আমাদের মোটেও কাম্য ছিলনা। কিন্তু ভোটের রাজনীতির ঘুটির চালে তা হচ্ছে। শাহবাগের রাজনৈতিক বিশ্লেষনে আমি আওয়ামীলীগকে সতর্ক করেছিলাম যে এ নিয়ে তারা বিপদে পড়বে, বাস্তবে ঘটেছেও তাই। শাহবাগ এখন না ঘরকা না ঘাটকা। আমার অনেক সুধিজন এতে মনক্ষুন্ন হয়েছিল। মনে রাখবেন রাজনীতির মূল বিষয় হচ্ছে পাবলিক পারসেপশান। অন্যপোস্টে পরে শাহবাগ নিয়ে লিখব, আজ বিষয় সংখ্যালঘু।
বাংলাদেশের রাজনীতিতে যেহেতু সংখ্যালঘু একটি তুরুপের তাস, তাই সময় অসময় এটা ব্যবহার হয়। কখনও কেউ ভোটে হেরে গিয়ে সংখ্যালগুদের উপর রাগ ঝাড়ে, আবার কখনও পতিপক্ষকে বেকাদায় ফেলতে। গত কয়েকদিনে কিছু সংখ্যলগুদের টেম্পলে বা ঘর বাড়ীতে হামলার পর ফেবুতে এত বেশী পোস্টে এর পক্ষে বিপক্ষে প্রচারনায় আমি নিজেই কিছুটা কনফিউজড হয়ে গেছি। তাই আপনাদেরকে বলছি নিজের নিরাপত্তা নিয়ে নিজে কিছুটা ভাবুন। নিজেদের স্হান সমূহ পাহারার ব্যবস্হা করুন। আমি বিশ্বাস করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। তার পরও ঐ যে বললাম তুরুপের তাস। গ্রামে অনেক সময় শত্রুকে ঘায়েল করতে নিজ ঘরে আগুন দিয়ে শত্রুর নামে মামলা দায়ের করে। যেমন হয় সত্যিকারের হামলা, তেমনি নিজের ঘরে ইচ্ছাকৃত আগুন। এর দ্বারা বলতে চাচ্ছি রাজনীতির আপন লোকও (যারা সত্যিকার অর্থে শুভাকাংখি) এ সময়ে এ ঘটনা ঘটাতে পারে, যেমন পারে এক্সট্রিমিস্টরা। তাই বলছি নিজের নিরাপত্তা নিয়ে ভাবুন। মনে রাখবেন রাজনীতির খেলায় কেউই আপন নয়। বিশেষ করে, বর্তমানের এই ক্রাইসিস মুহুর্তে। সরকার বর্তমান ক্রাইসিস মোকাবিলার কোন ভাল মাধ্যম পাচ্ছেনা, আমি মনে প্রানে চাই বাংলাদেশ অতি সত্ত্বর বর্তমান ক্রাইসিস থেকে বের হয়ে আসুক, কিন্তু তার মাধ্যম যেন আমার সংখ্যালঘু ভাইয়েরা না হয়। (পোষ্টটি সম্পূর্ন অরাজনৈতিক বিবেচনায় লিখা)। বিশ্বজৎদের সত্যিকারের সুহৃদ কেউ নেই। আছে রাজনীতির দাবার সুহৃদ।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
সরলপাঠ বলেছেন: বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র আমার থেকে আপনি কোন অংশে কম জানেন না। শাহবাগ নিয়ে শুধু এটুকুই বলব, শাহবাগের সফলতা ছিল তা দেখিয়ে দিয়েছে, মানুষের মনের বিষয় নিয়ে ডাক দিলে মানুষ (ম্যাংগো পিপল) আসবে, কিন্তু এ মানুষ মুখ ফিরিয়ে নিবে যখন দেখবে অবিশ্বস্ত রাজনীতিবিদরা এতে কলকাঠি নাড়ছে।
বিশ্বজিৎ হচ্ছে আমার কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের আদর্শমান।
২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯
বিডি আইডল বলেছেন: আপনার পোষ্টের মূল সুরের সাথে একমত...সংখ্যালঘুদের নিয়ে মিডিয়া এবং বর্হিঃবিশ্বে প্রচারণা বেশি হয় বলেই এদেরকে রাজনীতির ঘুটি হিসেবে বহুদিন ধরেই ব্যবহার করা হয়...একজন মুসলিম রাজীব তাই মারা গেলে মুসলিম মারা যায় না মারা যায় এক তরুণ কিন্তু একই রাজীবের ধর্ম সনাতন হলে তখন প্রচারণা উঠে সংখ্যালঘুরা শেষ
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
সরলপাঠ বলেছেন: সবাই অমুসলিমদেরকে দাবারঘুটি হিসাবে ব্যবহারকরে। আমরা কেন আরও বেশী মানবিক হতে পারছিনা? ধন্যবাদ।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪
গেদু চাচা বলেছেন: সংখ্যালঘু ভাইয়েরা খেয়াল করবেন বিশ্বজীৎ নিজে হিন্দু এটা বলার পরও তাকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সোনার ছেলেরা। কাজেই আপনারা আওয়ামিলীগ কে যদি বন্ধু ভাবেন তাহলে সেটা ভূল। আপনারা কারো ভোট ব্যাংক না হয়ে নিজেদের কে ছড়িয়ে ছিটিয়ে দেন। আপনারা আলাদা একটা ভাগ হয়ে থাকবেন কেন?
আমার বন্ধু ভব রঞ্জন পাল। বিএনপি করতো বলে আওয়ামিলীগের হাতে নির্যাতিত হয়েছে। আমি তাকে মালয়শিয়া পাঠিয়ে দেওয়ার পর নির্যাতিত হয়েছে তার বাবা। আগুন দেওয়া হয়েছে পুরা পাল পাড়ায়।
আওয়ামিলীগ পারেনা এমন কাজ নাই। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে এরা পটু।
প্রিয় সংখ্যালঘু ভাইয়েরা অন্যের সুবিধা করে দিতে আপনারা কেন বলির পাঠা হবেন?
আপনারা কেনইবা সংখ্যালঘু পরিচয়ে বাঁচবেন। আসুন বাংলাদেশী এই পরিচয়ে ছড়িয়ে ছিটিয়ে যাই। কারো ভোট ব্যাংক হওয়া এক ধর্নের বোকামি।
৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
ধূসর-কল্পনা বলেছেন: ভাইয়া দয়া করে সংখ্যালঘু শব্দ টা ব্যবহার করবেন না.।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১০
সরলপাঠ বলেছেন: টাইটেল পরিবর্তন করেছি। ধন্যবাদ
৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
গেদু চাচা বলেছেন: টাইটেল পরিবর্তন জন্য ধন্যবাদ ( অমুসলিম কেন সেটা লিখুন হিন্দু) সবার তার ধর্মীয় পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার আছে।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
সরলপাঠ বলেছেন: ভাই এ ক্ষেত্রে হিন্দু ছাড়া অন্যরাওতো অলরেডি এই ধরনের হামলার টার্গেট হয়েছিল (টেকনাফে বৌদ্ধরা)। এখনও তা হতে পারে।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
২০১৩ বলেছেন: বাল লিগ নিজেদের পিঠ বাচাবার জন্য জামাত এর আন্দোলন কে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে, দেখবেন সকল হামলার ছবি ভিডিও পাওয়া যাবে কিন্তু কোন সংখ্যালঘু হামলার ছবি পাওয়া যাবেনা। কারন সরকার নিজেই এই হামলা ঘটাবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সঙ্খ্যালঘুদের উপরে হামলে পড়ছে, আর চিল্লায় মরছে সরকার নাকি এমন করছে! অবাক হয়ে যাই এদেরকে দেখলে!! এ কিসের আন্দোলন?
সঙ্খ্যালঘুদের উপরে হামলা করে জামাত প্রমান করে দিয়েছে দেশ ও জাতির স্বার্থে তারা কতটা ক্ষতিকর!!! আর বিএনপি প্রমান করে দিয়েছে, জিয়ার আদর্শ ধুইয়া খাইছে বা আংশিক ধুইয়া খাইছে আর রাজাকারদের মিত্র হিসেবে তারাও জাতির শত্রুতে পরিনত হয়েছে। হাঁসি পায় যখন বিএনপির নেতারা বক্তৃতা করে, আর বলে "জনগন।" জনগন বলে গুটি কয় টাকা খেয়ে সমাবেশে আসা মানুষ নাকি শাহবাগ এ নিজ উদ্যোগে আসা লক্ষ্য জনতা?