নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

সরকার কি পরাজিত????????????

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৪

শাহবাগ আন্দোলন শুরুর সাথে সাথেই সরকারকে সতর্ক করেছিলাম ব্লগে। অনেকেই ভাল ভাবে নেননি আমার বিশ্লেষন। বাস্তবে কিন্তু তাই হল।



ব্লগের উপর সরকারে খড়গ চুড়ান্তভাবে সরকারের পরাজয়ের ইংগিত। অনেকে হয়ত বলবেন এ হচ্ছে রাজনীতির কৌশল - দুঃখিত আমি আপনাদের সাথে একমত না।



যুদ্ধাপারাদের বিচার নিয়ে এখন আর লিখিনা, কারন এটা এখন শুধুই রাজনীতি - অনেকটা আদর্শিক আন্দোলন। আমি আমার জাতির সাথেকৃত অপরাধের বিচার চেয়েছিলাম - অপরাধের বিচারের সাথে আদর্শের রাজনীতি মিলালে তা আর বিচার থাকেনা। এর জন্য কে দায়ী তা না লিখেই বলছি সরকার এই কঠিন পরীক্ষায় পাস করতে পারবেনা। সরকারকে এক এগারোর জরুরী সরকারের মত এক্সিট রুট খুজতে হবে আর ৬ মাস পর।



তাই সরকারকে আগাম বলে রাখছি, আপনারা কখনও বামদের খপ্পরে পড়েন, আবার নিজেদেরকে আবুল প্রমান করতে ব্লগের উপর লোক দেখানো খবরদারী করেন। এগুলো না করে ব্লগ, অনলাইন এক্টিভিস্টদের সাথেই থাকুন, কারণ আমরাই ডিজিটাল বাংলাদেশের সেবক।



যদি হজুরদের সাথে যেতে চান তাহলে আজই ঘোষনা করুন বাংলাদেশ জামাতীলীগ। আরেকটি কথা যারা ধর্মকে অপমান করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা নিন - কারণ নাস্তিকতা আর ইসলামকে অপমান এক নয়। আমারব্লগ দোষ করেনি, যা করেছে ধর্মকারী ব্লগ। এটি একটি নষ্ট ব্লগ।



সরকারের সাময়িক রাজনীতির পেরেশানী দেখে যে কেউ বলে দিবে সরকার পরাজয়ের আগাম সতর্কতায় নির্ঘুম।



আবারও বলছি, বাংলাদেশ আওয়ামীলীগকে পরাজিত দেখতে চাইনা; দেশের মানুষের অনিরাপদ মৃত্যু দেখতে চাইনা; রাস্তায় সংঘাত দেখতে চাইনা। সরকার যদি রাজনীতিকে আপন করে নিতে পারে (সাধারণ আবেগের কাছে পরাজিত না হয়ে) তাহলে চুড়ান্তভাবে আওয়ামীলীগ বিজয়ী হবে, জাতি হবে কলংকমুক্ত। এর জন্য সস্তা রাজনীতি চাড়তে হবে। শাহবাগের বিশ্লেষন এখানে পড়ুন: Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: শুধু সরকার কেনো , সবাই পরাজিত। আপাতত এটাই ফলাফল।

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৭

সরলপাঠ বলেছেন: বিচারপতি মানিককে মোল্লার আপিলে রাখাটাই হচ্ছে দুনম্বরীর ইংগিত।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৮

সুমনদেশ বলেছেন: আওয়ামী সরকার বহু আগেই পরাজিত হয়েছে তাদের অসংখ্য দুর্নীতি, অপকর্ম, লুণ্ঠন, মানুষ হত্যার জন্য। নতুন করে আবার পরাজিত হওয়ার কিছুই নেই। ভারতের পদলেহী আওয়ামী সরকার টিকে আছে পুলিশ লীগের আপাতত পাহারায়। সেটাও বেশিদিন ধরে চলবে না।

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫

সরলপাঠ বলেছেন: আপনার এ বক্তব্য পল্টনে গিয়ে দিলে ভাল করতেন...........।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৪

চাচ্চু বলেছেন: জামাতীলীগ। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.