নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
ব্র্যাডলি ম্যানিং ৭,০০,০০০ মিলিটারী এবং ডিপ্লোমেটিক নথি ফাঁস করে দিয়ে তাবত পৃথিবীর কাছে আমেরিকাকে ল্যাংটা করে দিল, আর বাংলাদেশের নাফিস তাদের পাতা ফাঁদে পা দিয়ে নিজের অজান্তে তাদের নাটকে অভিনয় করল। ফল.....ম্যানিংয়ের ৩৫ বছরের জেল আর নাফিসের ৩০ বছরের জেল।
আমারতো মনে হয় নাফিসের উপর অনেক বড় অবিচারই হইছে, ম্যানিংয়ের তুলনায়।
সমস্যা হচ্ছে এই বিচার বাংলদেশে হলে অনেকেই কথা বলতে আসত। এখন সবাই চুপচাপ। এর মাধ্যমে এই কথা বলছি না যে আমাদের বিচার ব্যবস্হা ভাল, বা একপেশে নয়। কিন্ত সমস্যাতো মনে হয় তাদের মাঝেও আছে।
আসুন বাংলাদেশের মানবাধিকার কমিশনের নিকট দাবী জানাই আমোরিকার বিচারের অব্যাবস্হার উপর একটি বিবৃতি দিন, প্রতিবেদন লিখুন। যেভাবে আপনি ঐশীর পাশে দাড়িয়েছেন সেভাবে লড়ে যান আমেরিকার জংলী বিচারের বিরুদ্ধে।
৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৮
সরলপাঠ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আসুন বাংলাদেশের মানবাধিকার কমিশনের নিকট দাবী জানাই আমোরিকার বিচারের অব্যাবস্হার উপর একটি বিবৃতি দিন, প্রতিবেদন লিখুন। যেভাবে আপনি ঐশীর পাশে দাড়িয়েছেন সেভাবে লড়ে যান আমেরিকার জংলী বিচারের বিরুদ্ধে।