নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

পুরোনো পথেই সমাধান আসছে...........

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

আমারিকার বিসওয়াল আর ভারতের সুজাতার বক্তব্য বিশ্লেষণ এবং বিভিন্ন সুত্রের মাধ্যমে পাপ্ত তথ্য মতে ভারত এবং আমেরিকা একমত হয়েছে সরকার যদি গ্রহনযোগ্য নির্বাচন করতে ব্যার্থ হয় তবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে। আর নির্বাচন গ্রহনযোগ্য কিনা তা মূল্যায়নে ভোটার উপস্হিতিকে মূল্যায়ন করা হবে।গ্রহনযোগ্য নির্বাচনে ব্যার্থ হলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের পর নতুন সরকারের অধিবেশন ডেকে ষোড়শ সংশোধনী করে ত্বত্তাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দেওয়া হবে। এ থেকে মনে হচ্ছে রাজনৈতিক সমস্যার সমাধান সেই পুরোনো পথেই আসছে - ১৯৯৬ মডেল।



এ অবস্হায় ভারত কাজ করছে কি করে বেশী সংখ্যক দলকে নির্বাচনে এনে নির্বাচনকে গ্রহনযোগ্য করা যায় যাতে অনেকবেশী ভোটার উপস্হিত থাকে। তবে আমেরিকাও বসে নেই।



তার আগে তারানকোকে দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে দুই পক্ষকে রাজী করানোর চেষ্টা চলছে। বিএনপি এতে শর্ত সাপেক্ষে রাজী থাকলেও আওয়ামীলীগ রাজী নয়।



শেখ হাসিনা সর্বশেষ চেষ্টা হিসাবে জরুরী অবস্হা জারী করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান । কিন্তু শেষ খবর হচ্ছে সরকার সেনাবাহিনীকে রাজী করাতে পারেনি এখন পর্যন্ত। সোনাবাহিনীর ভয় জাতিসংঘের শান্তি রক্ষীবাহিনীতে কাজের সুঝোগ হারানো।



তাই আমাদেরকে আগামী কিছু দিন সেই পুরোনো নাটকের রিহার্সেলই দেখতে হবে। শেখ হাসিনার প্রতি অনুরোধ এই রাজনৈতিক কুট কৌশল বাদ দিয়ে অনুগ্রহ করে নিরীহ মানুষের জীবন বাঁচান। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আগামী তিন মাসে কতগুলো জীবন যাবে তা শুধু একবার বিবেচনা করুন।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

সেমিবস বলেছেন: শেখ হাসিনার প্রতি অনুরোধ এই রাজনৈতিক কুট কৌশল বাদ দিয়ে অনুগ্রহ করে নিরীহ মানুষের জীবন বাঁচান। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আগামী তিন মাসে কতগুলো জীবন যাবে তা শুধু একবার বিবেচনা করুন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ সহমতের জন্যে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

puronodin বলেছেন: হাসিনা দেশটাকে ধ্বংস করে ছাড়বে, এতে কোন সন্দেহ নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

সরলপাঠ বলেছেন: দেশ যতটুকু ক্ষতিগ্রস্হ হবে তার থেকে অনেক বেশী ক্ষতির সম্মুখীন হবে আওয়ামীলীগ। বিস্তারীত জানতে পড়ুন: Click This Link

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: ভালো অনুরোধ তবে ইগো এতো বেশী মনে হয় কান দেবে না!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

সরলপাঠ বলেছেন: ষাটোর্ধ মানুষের ইগো সমস্যা এমনিতে একটু বেশী। এরা তাদের এসকেমার (মেন্টাল ফ্রেইমওয়ার্ক) এর বাইরে যেতে চায়না এবং নিজেকেই বেশী পন্ডিত মনে করে।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

একাকী বাংলাদেশি বলেছেন: হাসিনার কাজের জন্য আমি তারে দোষ দেই না। কারন সে মনে-প্রানে কোনভাবেই আর বাংলাদেশি নয়। কিন্তু তার সমর্থক যারা দেশের সব টা খায় তারা কেমনে তারে সাপোর্ট করে সেইটা বুঝি না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

সরলপাঠ বলেছেন: আওয়ামীলীগের সবাই কিন্তু হাসিনারে পীর মানেনা।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী আর পুড়ে মরতে চাই দয়া করে গদি ছেয়ে সমাধান করুন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

সরলপাঠ বলেছেন: পিএম যদি আপনার আমার দূর্বল কথাগুলো শুনতেন!!!!!!!!!!!!!

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে,তাই সাধারন মানুষের দাবি অনুযায়ি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

সরলপাঠ বলেছেন: আমরা শান্তি চাই।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

ঢাকাবাসী বলেছেন: এত দুর্ণীতি করেছে যে তার দরকার সেফ এক্সিট!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

সরলপাঠ বলেছেন: সেফ এক্সিট নয়, বরং সেফ এক্সিসটেন্স।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০

হরিপদ কেরাণী বলেছেন: শেখ হাসিনা একটি চক্রের মধ্যে পড়ে গেছেন। এই চক্র তাকে কোথায় নিয়ে ঠেকাবে বলা মুসকিল। আমার ধারণা এই চক্রের হোতা বাম দলগুলো আর আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন সিনিয়র নেতা। একটু চিন্তা করলেই বোঝা যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

সরলপাঠ বলেছেন: সহমত। ধন্যবাদ।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

নীলতিমি বলেছেন: ছোটবেলায় বিভিন্ন রুপকথায় কুটনি বুড়ি'র কথা পড়তাম - এবার তা বাস্তবে দেখতে পারছি! X( X(

০৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

সরলপাঠ বলেছেন: আহা! বাংলাদেশ পুড়ে যাচ্ছে আর আপনি মজা নিচ্ছেন? রাগের ইমো দিয়ে ভালই মজা করলেন!!! ধন্যবাদ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৮

উপপাদ্য বলেছেন: কোন ভাবে একটা সমাধান যদি বের হয় তাহলে তো ভালো।

খুব আশ্চর্য লাগে ৪৩ বছরেরও বাংলাদেশ এখনো সাস্টেইনেবল ডেমক্রেসির পথে একটুও হাঁটলোনা।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

সরলপাঠ বলেছেন: > কোনভাবে সমাধান হলেতো আবারও হোচট খাবেন।

"৪৩ বছরেরও বাংলাদেশ এখনো সাস্টেইনেবল ডেমক্রেসির পথে একটুও হাঁটলোনা" - > এর কারণ মূলত ২ টিঃ

১) আমাদের অতি আবেগ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি অন্ধ আনুগত্য।
২) আমাদের স্বাধীনতাযুদ্ধ এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ কোন কিছুই আমাদের রাজনৈতিক নেতৃত্বের পরকল্পনায় না ঘটা। ফলে আমাদেরকে সবসময়ই বাহিরের শক্তির করা ছঁকে হাঁটতে হচ্ছে। এই তৃতীয় শক্তিগুলো কখনই আমাদের স্টেবল বা স্হায়ী গনতন্ত্রের পক্ষে নয়।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

উপপাদ্য বলেছেন: হয়তো সত্য যে আবারো হোঁচট খাবো। কিন্তু প্রতিদিন পুলিশ, র‌্যাব, কিংবা নব্য রক্ষি বাহিনীর গুলিতে রাস্তায়, ডোবায় কিংবা মাঠে পড়ে থাকা লাশ দেখার থেকে হয়তো কটা দিনের জন্য বেঁচে যেতাম।

৭২-৭৫ সময়ে গড়ে ৪০ টি লাশ পরতো দিনে, আর এখন নাকি গড়ে ১০-১৫ টি লাশ পরছে। তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে লাশ পরছে তাও আবার পুলিশ, ডিবি, র‌্যাব খুন করছে মানুষ, কিংবা গুম করে ফেলছে। মানুষ হিসেবে খুব লজ্জিত তার চেয়েও লজ্জা বোধ করি বাংলাদেশের মানুষ হিসেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.