নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
আজ আমাদের সময় পত্রিকার অনলাইন ভারশনে রাজনৈতিক ইসলামের উপার একটি লিখা পড়লাম। সুপাঠ্য লিখাটি আমার মধ্যে নতুন ভাবনার সৃষ্টি করেছে। এ বিষয়ে আমার জানার পরিধি খুবই সিমিত। লিখক বর্তমান বিশ্বে আদর্শিক শুন্যতার জন্যই রাজনৈতিক ইসলামের দ্রুত বর্ধনশীলতার কারণ হিসাবে উল্লেখ করেছেন। বাংলাদেশেও ধর্ম রাজনীতির একটি হট ইস্যু। ধর্ম নিয়ে রাজনীতিই কি রাজনৈতিক ইসলাম? জন্মগত ভাবেই আমি স্যাকুলার পরিবার এবং পরিবেশে বড় হয়েছি। ফলে এ সম্পর্কে জানার জানার সুযোগ কম ছিল। শিক্ষা জীবনে এ বিষয়টিকে এড়িয়ে চলেছি নিজের মননশীলতা আর বাস্তব কারণে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার এই বিষয়ে জানার আগ্রহ খুবই বেশী। কেউ কি আছেন সাহায্য করবেন?
আমাদের সময়ের লিখাটির লিংক এখানে দিলামঃ Click This Link
আপনাদের কাছে ২টি বিষয়ে ভাল রেফারেন্স চাইছি: ১) রাজনৈতিক ইসলাম কি? এর সাথে বর্তমান রাজনীতির সম্পর্ক বা পার্থক্য কি? ২) বাংলাদেশে কারা রজনৈতিক ইসলামের চর্চা করে। ধর্ম নিয়ে রাজনীতি আর রাজনৈতিক ইসলাম কি এক?
আশা করছি কারো কাছে এ বিষয়ে কোন সোর্স থাকলে জানাবেন।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
জেনো বলেছেন: প্রথম কথাটাই হইল, কোন প্রেক্ষাপটের কারনে আপনে আপনার অর্জিত মননশীলতা টাকে ডিঙ্গিয়ে এই বিষয়ে জানতে আগ্রহী হয়েছেন।
এবং ঠিক কোন ডিসকোর্স থেকে আলোচনা হইলে আপনার কাছে ভাল রেফারেন্স বলে মনে হবে।
আপনাকে কিছুমাত্র সাহায্য করতে পারলে আমার ভাল লাগবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: Click This Link