নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

মায়ানমার টাইমসের সংবাদ - অপমানে কোথায় লুকাই এই মুখ!!!!!!!!!!!!!!!!!!!

০২ রা জুন, ২০১৪ রাত ২:৫৪

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী হত্যা অনেকটাই দেশের ভিতরে গুম হয়ে যাওয়ার বা ক্রসফায়ারে মারার থেকেও নিম্নমানের সহনীয় পর্যায়ে চলে এসেছে। কিন্তু বিজিবির মিজানের হত্যার প্রতিক্রিয়ায় মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদুতের মুখপাত্রের বক্তব্য সত্যিই অপমান কর।



একদিকে স্বাধীনতার অহংকার আর রাজনীতি অন্যদিকে সীমান্ত হত্যা - নতজানু পররাষ্ট্র নীতিই আমাদেরকে পরাজিত করেছে। সরকারের বৈধতার জন্যে আর কতটুকু নতজানু হতে হবে আমাদের - আমি এখন নিজেকে স্বাধীন দেশের নাগরিক ভাবতেই সংকোচ বোধ করি। সর্বশেষ মায়ানমার সীমান্ত রক্ষাকারী বাহিনী কর্তৃক বিজিবি সদস্য মিজানের হত্যা এবং এ নিয়ে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুতের মুখপাত্রের বক্তব্য সত্যিই জাতি হিসাবে আমাদের জন্য অপমান কর।



রেংগুনে আমাদের এ্যামবাসীর মুখপাত্রকে উদ্বৃত করে মায়ানমার টাইমস লিখেছে:

“There is no damage. This is a porous border. Sometimes these things can happen … We have regular meetings on [border security].”



যার সহজ অর্থ দাড়ায়: "এতে কোন ক্ষতি হয়নি।এটি একটি অরক্ষিত সীমান্ত। কখনও কখনও এমন হতে পারে......................।আমাদের নিয়মিত বৈঠক হয় (সীমান্ত নিরাপত্তা নিয়ে)।"



হাঁ এতে কোন ক্ষতি হয়নি। কারণ গর্তে ডুকে পড়া বিজিবি আরও গর্তে চাপা পড়েছে।বাংলাদেশের রাষ্ট্রদুতের মুখপাত্র এ কেমন নতজানু ভাষায় প্রতিক্রিয়া দিলেন। ধরনী দ্বিধা হও, বাংলাদেশ গর্তে ডুকল বলে।



মায়ানমার টাইমসের পুরো রিপোর্টি এখানে পড়ুনঃ

Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ ভোর ৬:৫৭

পংবাড়ী বলেছেন: আপনার উচিত বর্ডারে গিয়ে যুদ্ধ শুরু করা।

-এখনো কেহ পরিস্কার করেনি, কেন সাম্প্রতিক এই গোলাগুলি ও হত্যা!

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৮

সরলপাঠ বলেছেন: কুটনৈতিক জবাব দেয়া বা ব্যবস্হা নেয়ার জন্যে সীমান্তে যুদ্ধের প্রয়োজন হয়না। এ শুধু বাংলাদেশী হত্যা নয় যে সরকার রাষ্ট্রদুতকে ডেকে প্রতিবাদ জানাবে। এতো দেশের প্রতিরক্ষার উপর আঘাত, আঘাত দেশের মর্যাদার উপর।

২| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৩২

রেজওয়ান26 বলেছেন: এ লজ্জার শেষ কথায় ?

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫৩

সরলপাঠ বলেছেন: সহমত, ধন্যবাদ।

৩| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪১

অেসন বলেছেন: আপনার কি মনে হয়, এখনই যুদ্ধ শুরু করা উচিত ? দেশপ্রেম মানে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে বিপদে ফেলা নয়। কি কারনে এই যুদ্ধাবস্থা সৃষ্টি হলো তা কি আপনি জানেন ? সে সমস্যার মূলে গিয়ে সমাধানের রাস্তা বের করতে হবে।

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫২

সরলপাঠ বলেছেন: আমিতো যুদ্ধের দাবী নিয়ে আসিনি- এ সহজ বিষয়টুকু বুঝলেননা?

বাংলাদেশের একজন বিজিবি সদষ্যকে বিনা উস্কানিতে হত্যার বিপরিতে নতজানু কুটনীতির বিরুদ্ধে এই লিখা।

৪| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: দেশের পক্ষে কথা বললেই কারো কারো গায়ে আগুন লাগে দেখছি !

৫| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৫৮

সকাল হাসান বলেছেন: দেশের পক্ষে কথা বললেও আগুন লাগে। খারাপ না - দেশের উন্নতি হচ্ছেই।

৬| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
গত দুমাসে সরকারি সিদ্ধান্তে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফে ইয়াবা স্মাগলিং কঠোর হস্তে দমন করা হয় ও ৫টি অতিরিক্ত বিওপি স্থাপনের সিদ্ধান্ত হয়, এতে বার্মিজ বিজিপিদের আয় হঠাৎ বন্ধ হয়ে যায়, এরপর বিজিপি ও বার্মিজ স্মাগলাররা পাগলা কুকুর হয়ে যায়
ওরা হঠাৎ এরকম ক্ষিপ্ত হওয়ার অন্যতম একটি কারন।

স্মাগলারদের উৎপাতে যুদ্ধাবস্থা তৈরি করা বোকামি ছাড়া কিছু না।
এখন কোন উষ্কনিমুলক কিছু করা ঠিক হবে না। যেকোন যুদ্ধই বিপুল ব্যায়বহুল। সংঘর্ষ প্রস্তুতিও সমান ব্যায়বহুল। বর্তমান যুগে কোন দেশ কোন দেশের অঞ্চল দখল করে নিতে পারে না। এখন আর সেই দিন নাই।

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৫

সরলপাঠ বলেছেন: কারণ যাইহোক - সীমান্তে বিজিবি হত্যার কুটনৈতিক জবাব দিতে সরকার ব্যার্থ। সম্ভবত চীনকে খুশী রাখতেই সরকারের এই হীনমন্যতা।

৭| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১৫

নীল আকাশ ২০১৩ বলেছেন: এটা ভারতের একটা কূট চাল, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গায়ের জোর কেমন আর এই বাহিনীতে দেশপ্রেম আছে - এমন কেউ রয়ে গেল কিনা - এটা নির্ণয়ের একটা সুযোগ।

৮| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:১৯

ইফতেখার5555 বলেছেন: সকাল থেকেই মানুষের চিল্লাচিল্লি তে আর লগ ইন না করে পারলাম না।
মিয়ান্মার আর্মির যে ৬ জন মারা গেছে এই খবর জানেন? ২ জন অফিসার ৪ জন সোলজার।
সীমান্তে মাদক ব্যাবসা বিজিপির প্রত্যক্ষ মদদে হত, গত কয়েক মাসে সরকার কঠোর হাতে মাদক আসার সব গুলো চ্যানেল বন্ধ করে দেয়ায় মিয়ানমার সরকার বেকায়দায় পড়ে যায়।

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪১

সরলপাঠ বলেছেন: ১ মাস আগে মায়ানমার পুলিশের ৪ জনকে হত্যার সাথে কি বিজিবি জড়িত? মায়ানমারতো কখনই তা দাবী করেনি। তাহলে বিজিবির উপর এই হামলা কেন?

আর আমাদের নুপংকসুক সরকারই বা দাস সুলভ আচরণ করচে কেন?

আসলে কেউ যেমন একদিনে পুরুষ হয়ে উঠেনা, পররাষ্ট্র নীতিতেও পরিপক্কতাও একদিনে আসেন। ভারত সীমান্তে দাস সুলভ আচরণ করতে গিয়ে সরকার, বিজিবি সবাই দাস হয়ে উঠেছে দিনে দিনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.