নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
খবরটি খুব বেশী পত্রিকায় আসেনি। বন্ধ হয়ে যাওয়া আমারদেশের অনলাইন ভারসনে আজ ঢু মারলাম। এটি পড়ে মনটি খুবই ভারাক্রান্ত হয়ে গেল। খবরটি পাঠিয়েছে আমারদেশের লক্ষিপুরের সংবাদদাতা। হয়ত গরীব শ্রেনীর বলে এরা অরক্ষিত, এরা পুলিশের কাছে গিয়েও বিচার পায়না। এরা যৌন নির্যাতন, ধর্ষণের শিকার। এ মেয়েটিকে নিজের ছোট বোন বা মেয়ের জায়গায় ভাবুন, তাতেও যদি আমাদের মনুষত্ব্য কিছুটা জাগ্রত হয়। আমাদের দেশের এই শ্রেনীর শিশুরা শতকরা কতভাগ যৌন নির্যাতনের শিকার হয় এর কোন পরিসংখ্যান না থাকলেও বলা যায় সঠিক গবেষণা হলে এ হার আশংকা জনকই হওয়ার কথা। সভ্য মানুষদের উচিৎ এ ধরনের খবরে জেগে উঠা, সামাজিক আন্দোলন গড়ে তোলা। খবরটি নীচে পড়ুনঃ
কাজের মেয়েকে বাসায় আটকিয়ে রেখে ধর্ষন করার অভিযোগ উঠেছে ল²ীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ জালালের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে পুলিশ সুপারের নিকট মেয়ের বাবা একটি অভিযোগ দাখিল করেছেন। নির্যাতিত কিশোরীর বাবাসহ আতœীয়স্বজনরা জানায়, দারিদ্রতার কারনে চরবংশীর কাচিয়া গ্রামের মা হারা ওই কিশোরীকে একই গ্রামের যুবলীগ নেতা গত ১১দিন আগে ঢাকায় কাজের মেয়ে হিসেবে বাসায় নিয়ে যায়। বাসায় নেয়ার সময় লঞ্চে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষন করে। স্ত্রী চাকুরী করার সুবাধে বেশিরভাগ সময় বাসায় থাকত শাহজালাল। এ সুযোগে মেয়েকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে গত ১০দিন বাসায় আটক রেখে ধর্ষন করা হয়। স্ত্রীকে বিষয়টি জানানোর কথা বললে তাকে মেরে ফেলার হুমকি-ধুমকি দেয়া হয়। বাসায় অসুস্থ্য হয়ে পড়লে শনিবার রাতে মেয়েকে ঢাকা থেকে শাহ জালাল ল²ীপুরের রায়পুরের হাজিমারা এলাকায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করতে রায়পুর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো ঢাকা মামলা করার পরামর্শ দেয়া হয়। এরপর সদর হাসপাতালে নেয়া হলেও পুলিশের অনুমতি ছাড়া ভর্তি করা যাবেনা বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষী শাহ জালালকে গ্রেপ্তারের দাবী জানান তিনি। এ দিকে নির্যাতিত কিশোরী জানান, জোরপূর্বকভাবে শাহ জালাল আমাকে একাধিকবার ধর্ষন করেছে। কিছু বললে আমাকে মারধর করা হত। কাউকে কিছু বললে নদীতে টুকরো করে ফেলে দেয়া হবে বলে হুমকি দিত। এ ব্যাপারে পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, বিষয়টি নিয়ে রায়পুর থানার ওসির সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, ধর্ষনের ঘটনায় পুলিশের অনুমতি ছাড়া হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা যায় না। এ কারনে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। থানায় পাঠানো হয়েছে। রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কামরুল হাসান রাসেল জানান, শাহ জালাল রাহুল চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক। ৮নং চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. শাহ জালাল ওরফে রাহুল ধর্ষনের ঘটনায় অস্বীকার করে জানান, ওই কিশোরীকে কাজের জন্য বাসায় নেয়া হয়েছে। রাজনীতি করার কারনে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
মিলন হোসেন১৫৮ বলেছেন: সবাই কি অমানুষ হয়ে গেলো কিনা