নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

বাজেট ২০২০-২১ঃ সরল প্রতিক্রিয়া

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯




আকমল হোসেন এক নিম্নমধ্যবিত্ত পরিবারের কর্তা। প্রতিমাসে ১৫ হাজার টাকা আয় করেন। প্রতিমাসেই তার আয় একটু একটু করে বাড়ে, তাকে বাড়তি রোজগার করতে হয়। কিন্তু ৬ সদস্যের পরিবারে প্রতিমাসে তার খরচ ২০ হাজার টাকা। ছেলেমেয়েরা বড় হচ্ছে। তাদের পড়াশুনা, হাত খরচের চাহিদা প্রতিমাসে বাড়ছে। তার মধ্যে অতি আদরের বড়ছেলে আর ছোট মেয়েটি অধিকাংশ সময়েই বাবার পকেট মারিং কাটিং করে।

এবার কভিড ১৯ এ আকমল সাহেবের আয় কমে ১০ হাজার টাকায় নেমে এসেছে। সামনে আরও কমতে পারে। তার বড় মেয়েটি কভিড১৯ এ আক্রান্ত। তিনি তার চিকিৎসা করাতে পারছেন না। কিন্ত আকমল সাহেব তার পরিবারের খরচ বাড়ার হার ঠিক রেখে পরিবারের উন্নয়ন বাজেট বাড়িয়েছেন, বাড়িয়েছেন মোট পারিবারিক বাজেট। পরিবারের স্টেটাস বলে কথা। তিনি জানেন না এই টাকা কোথায় থেকে আসবে। তিনি এও জানেন না এই ধরনের কঠিন পরিস্থিতিতে তার কি করা উচিৎ। সবাই উনাকে পরামর্শ দেয়, কিন্ত তিনি বলেন আমি জানিনা টাকা কোথায় থেকে আসবে। আমি শুধু জানি আমাকে খরচ করতে হবে, উন্নয়ন করতে হবে, উন্নয়নের ধারা ঠিক রাখতে হবে, বড় ছেলে, ছোট মেয়েকে পকেট কাটার সুযোগ করে দিতে হবে। আকমল সাহেবের যায়গায় আপনি কি করতেন?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

সরলপাঠ বলেছেন: !!

২| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


আকমল সাহেবের যায়গায় আমি হলে, আমি আপনাকে বলতাম, প্রশ্নফাঁস করে পাশ করলে পোষ্ট লেখা সম্ভব হয় না।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

সরলপাঠ বলেছেন: আপনার প্রতিক্রিয়ায় আকমল সাহেব খুশী হয়েছেন, অন্তত তার এই গাঁজাখুরি বাজেটের কিছু অন্ধ সমর্থক আছে, যারা সবাইকে নিজের মত ভাবে, ভাবতে পারে।

৩| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

কল্পদ্রুম বলেছেন: আকমল সাহেব পরিবারের গুরুজন।গুরুজনদের কথা শোনা উচিত।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ কল্পদ্রুম।
না শুনলে পিটিয়ে শুনানো হবে। ভালও থাকবেন।

৪| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন:


আপনি অর্থমন্ত্রীর কথাকে ব্যঙ্গ করেছেন এটা অনেকে ধরতে পারছে না।

তাদের জন্য বলছি, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী বলেছেন- বাজেট ঘাটতি টাকার উৎস তিনি জানেন না তবে জানেন টাকা ম্যানেজ হবে। হিহিহি।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ শাহিন-৯৯।
আপনি ধরতে পারছেন, আপনাকে এ+

৫| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: গরীবের আর বাজেট!!!

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সরলপাঠ বলেছেন: রাজীব নুর ভাই, আমাদের আকমল সাহেব গরীব বললে খুঊব রাগ করেন। উনার পরিবারের এক সদস্য (এক সাংবাদিক) নিজেদের গরীব বলায় আকমল সাহেব খুব রাগ করেছেন। ঊনি উন্নয়নশীল, বড়বড় পড়শিদের কাতারে।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: বাজেটে পেয়াজের দাম কম হবে । এবার বেশী করে পেয়াজু খাবো

১৩ ই জুন, ২০২০ রাত ১১:৫২

সরলপাঠ বলেছেন: এই বাজেটে ভালো অনেক কিছুই আছে। যেমনঃ অতি দারিদ্র প্রবণ এলাকার সকল বয়স্কদের সামাজিক নিরাপত্তা বলয়ে নিয়ে আসা। আবার মোবাইল ফোনের কল রেটের ঊপর শুল্ক বাড়িয়ে দিয়ে প্রান্তিক থেকে শুরু করে সর্ব স্তরের জনগণের উপর চাপ বাড়িয়ে দেয়া ঠিক হয়নি।

৭| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: অনেকের জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন।

১৪ ই জুন, ২০২০ রাত ১২:০১

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ - এখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারটিই বাংলাদেশ (বাংলাদেশ এখন নিম্নমধ্যবিত্ত আয়ের দেশ)। এটি রুপক অর্থে লিখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.