নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
গত একমাস আগে, অর্থাৎ ২৩শে জুন বলেছিলাম স্বর্ণের দাম বাড়ার কারণ। এটিও লিখেছিলাম সহসাই স্বর্ণের দাম আবার বাড়তে পারে, কারণটিও লিখেছিলাম। লিখাটি পড়তে পারেন এখানেঃ বাংলাদেশে সোনার দাম বৃদ্ধিঃ আপনি কি এটি আগে জানতে পারতেন বা এর থেকে আয় করতে পারতেন?
আজ বাংলাদেশে নতুন করে স্বর্ণের দাম বাড়িয়েছে, এটি মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারনে। সেপ্টেম্বর মাসের মধ্যে আরেক দফা দাম বাড়তে পারে। মূলত দুর্বল ডলার, অস্থিতিশীল যোগান ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ও দুর্বল অর্থনৈতিক সুচক, এবং মধ্যপ্রাচ্যে রাজনীতির নয়ামেরুকরণের কারনে এই দাম বাড়ার সম্ভাবনা। একই সময়ে বিটকয়েনের দামও বাড়তে পারে। এটি একটি ফলোআপ পোষ্ট।
২| ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৬:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কি আপনার অনুমান থেকে স্বর্ণের দামের পূর্বানুমান করেন না কি কোনও হিসাব নিকাশ আছে? আপনার নিজের অনুমানের উপর আপনার আস্থা কতটুকু?
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: স্বর্ন কিনে কারা? চারিদিকে অভাব। চাকরি নেই। করোনা।